নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, আগামী ৫ আগস্ট বা এর পরবর্তী দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে বলে জনগণ আশা করে। তিনি মনে করেন, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা রাজনৈতিক স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে সরকার ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি।
আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ‘সরকারের উচিত অবিলম্বে নির্বাচনের তারিখ বিষয়ে সুস্পষ্ট ঘোষণায় যাওয়া। অন্তত ৫ আগস্ট অথবা তার পরবর্তী দ্রুততম সময়ে সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন বলে আমরা আশা করি। আমরা মনে করি, এটা রাজনৈতিক স্থিতিশীলতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের উচিত হবে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। নির্বাচনের পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
জোনায়েদ সাকি আরও বলেন, ‘নির্বাচনের পরিবেশ নিয়ে যদি আমরা আস্থায় না থাকতে পারি, তাহলে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণকারীদের মধ্যে বিরোধ সৃষ্টি হবে এবং সেটাই আমাদের পরিস্থিতিতে অনেক খারাপের দিকে নিয়ে যাবে। কাজেই নির্বাচনের পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড করতে হবে।’
সাকি বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতি যথাসম্ভব ন্যায্য আচরণ করতে হবে এবং সেই ন্যায্য আচরণের মধ্য দিয়ে সরকার যাতে কোনো পক্ষ নয়, এইটা দৃশ্যমান হয়, সেই জায়গাটা পরিষ্কার করা দরকার। সরকারকে একটা নিরপেক্ষ জায়গা মেনে চলতে হবে, যাতে সকলের মধ্যে একটা স্বস্তির জায়গা থাকে। নির্বাচনেই আসলে কার্যত নির্ধারিত হয়ে যাবে জনগণ কাকে কীভাবে কোন জায়গায় নির্ধারণ করছে।
গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের বিষয়ে সাকি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘অত্যন্ত দুঃখজনক যে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা এবং আহতদের জীবনের দায়িত্ব গ্রহণ করা এই সরকারের প্রাথমিক দায়িত্ব ছিল। কিন্তু আজকে এক বছর পূর্তি হতে যাচ্ছে। আমরা এটা নিশ্চিত নই যে ৫ আগস্ট আমরা এই শহীদদের রাষ্ট্রীয় মর্যাদার ব্যাপারটিকে ঘোষণা হিসেবে জানাতে পারব কি না কিংবা তাঁদের সেই মর্যাদা দেওয়া হবে কি না। এখনো শহীদদের তালিকা পূর্ণাঙ্গ হয়েছে কি না। এ বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি।’
সাকি আরও বলেন, ‘আহতরা এখনো ক্ষুব্ধ এবং তাদের নানান ক্ষোভ আমরা শুনছি। আহতদের জীবনের দায়িত্ব গ্রহণ করা, তাদের পরিবার, তাদের জীবন কীভাবে চলবে? সেই দায়দায়িত্ব গ্রহণ করার প্রশ্নটি এখনো দেখা যাচ্ছে না। এসব বিষয় মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে। এমন একটা অস্থিরতা তৈরি করছে, যেটার কারণে মনে হচ্ছে, আমাদের রাজনীতির আকাশে আবার মেঘ আসছে। নির্বাচন আদৌ হবে কি না, এই ধরনের আশঙ্কা সৃষ্টি হচ্ছে।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, আগামী ৫ আগস্ট বা এর পরবর্তী দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে বলে জনগণ আশা করে। তিনি মনে করেন, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা রাজনৈতিক স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে সরকার ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি।
আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ‘সরকারের উচিত অবিলম্বে নির্বাচনের তারিখ বিষয়ে সুস্পষ্ট ঘোষণায় যাওয়া। অন্তত ৫ আগস্ট অথবা তার পরবর্তী দ্রুততম সময়ে সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন বলে আমরা আশা করি। আমরা মনে করি, এটা রাজনৈতিক স্থিতিশীলতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের উচিত হবে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। নির্বাচনের পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
জোনায়েদ সাকি আরও বলেন, ‘নির্বাচনের পরিবেশ নিয়ে যদি আমরা আস্থায় না থাকতে পারি, তাহলে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণকারীদের মধ্যে বিরোধ সৃষ্টি হবে এবং সেটাই আমাদের পরিস্থিতিতে অনেক খারাপের দিকে নিয়ে যাবে। কাজেই নির্বাচনের পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড করতে হবে।’
সাকি বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতি যথাসম্ভব ন্যায্য আচরণ করতে হবে এবং সেই ন্যায্য আচরণের মধ্য দিয়ে সরকার যাতে কোনো পক্ষ নয়, এইটা দৃশ্যমান হয়, সেই জায়গাটা পরিষ্কার করা দরকার। সরকারকে একটা নিরপেক্ষ জায়গা মেনে চলতে হবে, যাতে সকলের মধ্যে একটা স্বস্তির জায়গা থাকে। নির্বাচনেই আসলে কার্যত নির্ধারিত হয়ে যাবে জনগণ কাকে কীভাবে কোন জায়গায় নির্ধারণ করছে।
গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের বিষয়ে সাকি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘অত্যন্ত দুঃখজনক যে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা এবং আহতদের জীবনের দায়িত্ব গ্রহণ করা এই সরকারের প্রাথমিক দায়িত্ব ছিল। কিন্তু আজকে এক বছর পূর্তি হতে যাচ্ছে। আমরা এটা নিশ্চিত নই যে ৫ আগস্ট আমরা এই শহীদদের রাষ্ট্রীয় মর্যাদার ব্যাপারটিকে ঘোষণা হিসেবে জানাতে পারব কি না কিংবা তাঁদের সেই মর্যাদা দেওয়া হবে কি না। এখনো শহীদদের তালিকা পূর্ণাঙ্গ হয়েছে কি না। এ বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি।’
সাকি আরও বলেন, ‘আহতরা এখনো ক্ষুব্ধ এবং তাদের নানান ক্ষোভ আমরা শুনছি। আহতদের জীবনের দায়িত্ব গ্রহণ করা, তাদের পরিবার, তাদের জীবন কীভাবে চলবে? সেই দায়দায়িত্ব গ্রহণ করার প্রশ্নটি এখনো দেখা যাচ্ছে না। এসব বিষয় মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে। এমন একটা অস্থিরতা তৈরি করছে, যেটার কারণে মনে হচ্ছে, আমাদের রাজনীতির আকাশে আবার মেঘ আসছে। নির্বাচন আদৌ হবে কি না, এই ধরনের আশঙ্কা সৃষ্টি হচ্ছে।’
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১৮ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১৮ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১৮ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১৮ দিন আগে