ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে বিএনপির সমাবেশে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সরকার জনগণের সমর্থন হারিয়েছে, তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিদেশি কূটনীতিকদের সমর্থন হারিয়ে তাদের দুয়ারে দুয়ারে ঘুরছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফর তারই অংশ।’
আজ শনিবার বিকেল উচ্চ আদালতের নির্দেশনা, সরকারের অবজ্ঞা, গায়েবি মামলা, পুলিশি হয়রানি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, সরকারের দুর্নীতি ও ১০ দফা দাবিতে ঝিনাইদহে ওয়াজের আলী স্কুল মাঠে জেলা বিএনপি সমাবেশে এসব কথা বলেন আমির খসরু।
আমির খসরু বলেন, ‘কূটনীতিকদের সমর্থন হারিয়ে কখনো কূটনীতিকদের সঙ্গে গোপনে বৈঠক করছে, আবার তাদের নিরাপত্তা কেড়ে নিচ্ছে। মানুষের কণ্ঠস্বর কেড়ে নিতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছে। এটা তাদের জনবিচ্ছিন্নতারই অংশ এবং খড়কুটো ধরে বাঁচার চেষ্টা।’
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু বলেন, বর্তমান অবৈধ সরকার আবারও ভোট চুরির পরিকল্পনা করছে। তাদের আর ভোট চুরি করতে দেওয়া হবে না।
সরকার আজ জনবিচ্ছিন্ন দাবি করে আমির খসরু বলেন, ‘সরকার আজ জনবিচ্ছিন্ন হয়েছে, জনগণ তাদের সঙ্গে নেই। দেশের আপামর জনগণকে সঙ্গে নিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করে যাচ্ছে বিএনপি। এই আন্দোলনের ভয়ে সরকার তাদের আজ্ঞাবহ আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপি নেতা-কর্মীদের নামে মামলা দিচ্ছে, তাদের হয়রানি করছে। তারা প্রায় ৪০ হাজার বিএনপি নেতা-কর্মীকে মামলা দিয়ে হয়রানি করেছে। এই পরিবারগুলো জেগে উঠেছে। তারা সরকারের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছে।’
আমির খসরু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, ‘সরকারকে টিকিয়ে রাখতে, আপনাদের অস্তিত্ব রক্ষায় এভাবে মানুষকে হয়রানি করবেন না। পুলিশের যেসকল অফিসার সরকারের কথায় মানুষকে হয়রানি করছেন তারা সাবধান হয়ে যান। ভবিষ্যতে সকল কর্মের হিসাব দিতে হবে। জনগণ তাদের হিসাব বুঝে নেবে। তাই সাবধান হন, হয়রানি বন্ধ করুন।’
সর্বোপরি দলের নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে কাজ করার আহ্বান জানান আমির খসরু। এ ছাড়া তিনি বলেন, বিদ্যুতের ভোগান্তি, দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি সরকারকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে নইলে জনগণই একসময় তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু সহ দলের বিপুলসংখ্যক কেন্দ্রীয় ও স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সমাবেশ শুরুর আগ থেকেই মডার্ন মোড়, আপারপুর, প্রেসক্লাব, হাটের রাস্তাসহ বিভিন্ন এলাকা থেকে নেতা–কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়।
ঝিনাইদহে বিএনপির সমাবেশে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সরকার জনগণের সমর্থন হারিয়েছে, তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিদেশি কূটনীতিকদের সমর্থন হারিয়ে তাদের দুয়ারে দুয়ারে ঘুরছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফর তারই অংশ।’
আজ শনিবার বিকেল উচ্চ আদালতের নির্দেশনা, সরকারের অবজ্ঞা, গায়েবি মামলা, পুলিশি হয়রানি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, সরকারের দুর্নীতি ও ১০ দফা দাবিতে ঝিনাইদহে ওয়াজের আলী স্কুল মাঠে জেলা বিএনপি সমাবেশে এসব কথা বলেন আমির খসরু।
আমির খসরু বলেন, ‘কূটনীতিকদের সমর্থন হারিয়ে কখনো কূটনীতিকদের সঙ্গে গোপনে বৈঠক করছে, আবার তাদের নিরাপত্তা কেড়ে নিচ্ছে। মানুষের কণ্ঠস্বর কেড়ে নিতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছে। এটা তাদের জনবিচ্ছিন্নতারই অংশ এবং খড়কুটো ধরে বাঁচার চেষ্টা।’
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু বলেন, বর্তমান অবৈধ সরকার আবারও ভোট চুরির পরিকল্পনা করছে। তাদের আর ভোট চুরি করতে দেওয়া হবে না।
সরকার আজ জনবিচ্ছিন্ন দাবি করে আমির খসরু বলেন, ‘সরকার আজ জনবিচ্ছিন্ন হয়েছে, জনগণ তাদের সঙ্গে নেই। দেশের আপামর জনগণকে সঙ্গে নিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করে যাচ্ছে বিএনপি। এই আন্দোলনের ভয়ে সরকার তাদের আজ্ঞাবহ আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপি নেতা-কর্মীদের নামে মামলা দিচ্ছে, তাদের হয়রানি করছে। তারা প্রায় ৪০ হাজার বিএনপি নেতা-কর্মীকে মামলা দিয়ে হয়রানি করেছে। এই পরিবারগুলো জেগে উঠেছে। তারা সরকারের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছে।’
আমির খসরু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, ‘সরকারকে টিকিয়ে রাখতে, আপনাদের অস্তিত্ব রক্ষায় এভাবে মানুষকে হয়রানি করবেন না। পুলিশের যেসকল অফিসার সরকারের কথায় মানুষকে হয়রানি করছেন তারা সাবধান হয়ে যান। ভবিষ্যতে সকল কর্মের হিসাব দিতে হবে। জনগণ তাদের হিসাব বুঝে নেবে। তাই সাবধান হন, হয়রানি বন্ধ করুন।’
সর্বোপরি দলের নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে কাজ করার আহ্বান জানান আমির খসরু। এ ছাড়া তিনি বলেন, বিদ্যুতের ভোগান্তি, দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি সরকারকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে নইলে জনগণই একসময় তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু সহ দলের বিপুলসংখ্যক কেন্দ্রীয় ও স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সমাবেশ শুরুর আগ থেকেই মডার্ন মোড়, আপারপুর, প্রেসক্লাব, হাটের রাস্তাসহ বিভিন্ন এলাকা থেকে নেতা–কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫