নাটোর প্রতিনিধি
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আওয়ামী লীগই একমাত্র দল, যেই দল প্রতিষ্ঠার পর থেকে অসাম্প্রদায়িক চেতনার লালন ও চর্চা করে চলেছে। আওয়ামী লীগ দেশকে অসাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত করেছে এবং সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আওয়ামী লীগ আছে বলেই দেশের মানুষ এখনো নিরাপদ।
আজ বুধবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে জেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মদিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন জুনাইদ আহমেদ পলক।
পলক বলেন, বিএনপি-জামায়াত যখন রাষ্ট্রক্ষমতায় ছিল, তখন হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার, জমি দখল, হামলা-নির্যাতন ছিল নিয়মিত ঘটনা। তাদের রূঢ়তার শিকার হয়ে হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছে। গত ১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বে যে মানবিক বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেখানে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। ফলে দেশে উদার ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রসাদ কুমার তালুকদার, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আওয়ামী লীগই একমাত্র দল, যেই দল প্রতিষ্ঠার পর থেকে অসাম্প্রদায়িক চেতনার লালন ও চর্চা করে চলেছে। আওয়ামী লীগ দেশকে অসাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত করেছে এবং সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আওয়ামী লীগ আছে বলেই দেশের মানুষ এখনো নিরাপদ।
আজ বুধবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে জেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মদিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন জুনাইদ আহমেদ পলক।
পলক বলেন, বিএনপি-জামায়াত যখন রাষ্ট্রক্ষমতায় ছিল, তখন হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার, জমি দখল, হামলা-নির্যাতন ছিল নিয়মিত ঘটনা। তাদের রূঢ়তার শিকার হয়ে হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছে। গত ১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বে যে মানবিক বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেখানে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। ফলে দেশে উদার ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রসাদ কুমার তালুকদার, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১৯ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১৯ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১৯ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
২০ দিন আগে