নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দলটিকে নিষিদ্ধ করার দাবি উঠেছে রাজনৈতিক অঙ্গনে। মাঝেমধ্যে এ নিয়ে বেশ সরব হয় একাধিক পক্ষ। সম্প্রতি আবারও আলোচনায় এসেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। তবে এ বিষয়ে বিএনপি যেন এবার বেশ নীরব।
গতকাল শনিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের আলোচনার বিষয়ে মন্তব্য জানতে চান সাংবাদিকেরা। জবাবে ফখরুল প্রথমে বলেন, ‘নো কমেন্টস’। পরক্ষণে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি এখনই কোনো মন্তব্য করব না। দয়া করে ওদিকে ডাইভার্ট (আলোচনা ঘোরানো) করবেন না, ধন্যবাদ।’
বিষয়টি নিয়ে দলের নেতারা নানা সময়ে কথা বললেও এ নিয়ে দলীয় ফোরামে আলোচনা হয়নি বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে গতকাল আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে এখনো আলোচনা করিনি। আলোচনার পর দলের অবস্থান তুলে ধরা যাবে।’
এদিকে বিকল্প নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ ফিরলে, তাতে বিএনপির আপত্তি না থাকার কথা বলেছেন দলটির কেউ কেউ। গত শুক্রবার এক অনুষ্ঠানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘গণহত্যা ও লুটপাটের সঙ্গে জড়িত নন, এমন কারও নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই।’
যদিও গত ৫ ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। সেই আওয়াজ আমরা উঠাচ্ছি। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগের সাংগঠনিকভাবে বিচার দাবি করছি।’
জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দলটিকে নিষিদ্ধ করার দাবি উঠেছে রাজনৈতিক অঙ্গনে। মাঝেমধ্যে এ নিয়ে বেশ সরব হয় একাধিক পক্ষ। সম্প্রতি আবারও আলোচনায় এসেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। তবে এ বিষয়ে বিএনপি যেন এবার বেশ নীরব।
গতকাল শনিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের আলোচনার বিষয়ে মন্তব্য জানতে চান সাংবাদিকেরা। জবাবে ফখরুল প্রথমে বলেন, ‘নো কমেন্টস’। পরক্ষণে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি এখনই কোনো মন্তব্য করব না। দয়া করে ওদিকে ডাইভার্ট (আলোচনা ঘোরানো) করবেন না, ধন্যবাদ।’
বিষয়টি নিয়ে দলের নেতারা নানা সময়ে কথা বললেও এ নিয়ে দলীয় ফোরামে আলোচনা হয়নি বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে গতকাল আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে এখনো আলোচনা করিনি। আলোচনার পর দলের অবস্থান তুলে ধরা যাবে।’
এদিকে বিকল্প নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ ফিরলে, তাতে বিএনপির আপত্তি না থাকার কথা বলেছেন দলটির কেউ কেউ। গত শুক্রবার এক অনুষ্ঠানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘গণহত্যা ও লুটপাটের সঙ্গে জড়িত নন, এমন কারও নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই।’
যদিও গত ৫ ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। সেই আওয়াজ আমরা উঠাচ্ছি। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগের সাংগঠনিকভাবে বিচার দাবি করছি।’
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫