সম্পাদকীয়
ইচ্ছে করে এই বর্ষায় প্রিয়জনের হাত ধরে ভিজে চুপচুপ হই! ইচ্ছে করে তাঁকে নিয়ে নদীর তীরে উদাসী হই। সত্যি, আমারও মন চায় দলবেঁধে গান করি, উৎসবে মাতি! নিশ্চয় আপনারও এমন ইচ্ছে করে। প্রিয়জনের হাত ধরে পার্কে ঘুরবেন, শপিংয়ে যাবেন, সারা বিকেল আড্ডা দিয়ে, সিনেমা দেখে রাত করে বাসায় ফিরবেন—এমন ইচ্ছে কার না হয়! দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে আমরা সবাই অনেকটাই অবরুদ্ধ জীবনযাপন করে ক্লান্ত, অবসন্ন। আমাদের শিশুদের মুখের দিকে তাকানো যায় না। তারা স্কুলে যেতে পারছে না, খেলা বলতে ইলেকট্রনিক ডিভাইসে চোখের রোগ বাধানো। এমন অসংখ্য মন খারাপের দড়িদড়া ছিঁড়ে সবারই বের হয়ে যেতে ইচ্ছে করে। আবার এ-ও জানি, জীবন ও জীবিকার প্রয়োজনে আমাকে-আপনাকে বাইরে যেতে হয়। জীবন বাঁচানোর তাগিদে জীবিকার প্রয়োজনেই আমাদের বাইরে না গিয়েও থাকা যায় না।
তারপরও আমাদের বাইরে যাওয়া মানা। এই নিষেধের দিন আরও বাড়ল। এবার শুধু বাড়ল নয়; বরং আরও কঠোর করা হলো। এটাও আমাকে-আপনাকে বাঁচানোর জন্যই! জীবিকার খোঁজে বাইরে না গেলে যেমন আমাদের বাঁচতে কষ্ট হয়; তেমনি আমাদের বাঁচতে হলেও বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। কষ্ট তো আমরা করছিই। যে যেখানে আছি, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শ্রমজীবী, ভ্যানচালক, সবজিওয়ালা, ছাত্র-শিক্ষক, দোকানি–সবারই আরেকটু কষ্ট করতে হবে। হ্যাঁ, আমরা সাংবাদিক, পুলিশ, চিকিৎসকসহ করোনাযুদ্ধের সামনের সারিতে যারা আছি, তাদের তো মৃত্যুঝুঁকি নিয়েই বাইরে যেতে হয়। এসব করোনাযোদ্ধার অনেকেই ইতিমধ্যে মৃত্যুর মর্মান্তিক স্বাদ নিয়েছেন! একটি বিপুল জনগোষ্ঠীর কল্যাণে কাউকে না কাউকে ত্যাগ স্বীকার করতে হয়। এর মানে এই নয় যে, আমাদের সবাইকে জেনেশুনে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে।
সাম্প্রতিক সময়ে করোনার প্রকোপ বেশ ভয়ংকর রূপ নিচ্ছে। ক্রমেই লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। আমার-আপনার প্রিয়জনই এ মিছিলে শামিল হচ্ছেন। আমরা কেউ জানি না, সামনে আমাদের কার কপাল মন্দ আর কার নাম উঠতে যাচ্ছে অনাগত মৃত্যুর তালিকায়! যে কয়দিন কঠোর লকডাউনের কথা বলছে সরকার; চলুন, সেই কয়দিন একটু বেশি সতর্ক হই। যারা এত দিন মাস্ক পরেননি, স্বাস্থ্যবিধি মানেননি, মহল্লার অলি-গলিতে কারণে-অকারণে আড্ডা দিয়েছেন, যাঁরা অপ্রয়োজনীয় শপিংয়ের বাহানায় দলবেঁধে জটলা করেছেন, পার্টি করেছেন, সভা-সমাবেশ করেছেন, বিয়ে, জন্মদিনসহ নানান সামাজিক আচার-অনুষ্ঠান করেছেন বেপরোয়াভাবে, এবার সবাই একটু গোল হয়ে বসুন। ঘরের প্রিয়জনের মুখের দিকে চেয়ে ঘরেই থাকুন। চলুন আমরা আরেকটু সতর্ক হই, সচেতন থাকি। আগে জীবনের জন্য বাঁচুন। নিশ্বাস বেঁচে থাকলে, ইচ্ছেরাও বাঁচবে। অবরুদ্ধ থেকে থেকে মনের ভেতরে চাপা কষ্ট তৈরি হয়, তা জানি। তারপরও এই কষ্টের পর যেন কোনো নতুন ভোরের দেখা পাই, আবারও যেন উচ্ছ্বাসে দৌড়াতে পারি দিগন্তের সবুজ নিসর্গে—এটিই সবার চাওয়া।
ইচ্ছে করে এই বর্ষায় প্রিয়জনের হাত ধরে ভিজে চুপচুপ হই! ইচ্ছে করে তাঁকে নিয়ে নদীর তীরে উদাসী হই। সত্যি, আমারও মন চায় দলবেঁধে গান করি, উৎসবে মাতি! নিশ্চয় আপনারও এমন ইচ্ছে করে। প্রিয়জনের হাত ধরে পার্কে ঘুরবেন, শপিংয়ে যাবেন, সারা বিকেল আড্ডা দিয়ে, সিনেমা দেখে রাত করে বাসায় ফিরবেন—এমন ইচ্ছে কার না হয়! দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে আমরা সবাই অনেকটাই অবরুদ্ধ জীবনযাপন করে ক্লান্ত, অবসন্ন। আমাদের শিশুদের মুখের দিকে তাকানো যায় না। তারা স্কুলে যেতে পারছে না, খেলা বলতে ইলেকট্রনিক ডিভাইসে চোখের রোগ বাধানো। এমন অসংখ্য মন খারাপের দড়িদড়া ছিঁড়ে সবারই বের হয়ে যেতে ইচ্ছে করে। আবার এ-ও জানি, জীবন ও জীবিকার প্রয়োজনে আমাকে-আপনাকে বাইরে যেতে হয়। জীবন বাঁচানোর তাগিদে জীবিকার প্রয়োজনেই আমাদের বাইরে না গিয়েও থাকা যায় না।
তারপরও আমাদের বাইরে যাওয়া মানা। এই নিষেধের দিন আরও বাড়ল। এবার শুধু বাড়ল নয়; বরং আরও কঠোর করা হলো। এটাও আমাকে-আপনাকে বাঁচানোর জন্যই! জীবিকার খোঁজে বাইরে না গেলে যেমন আমাদের বাঁচতে কষ্ট হয়; তেমনি আমাদের বাঁচতে হলেও বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। কষ্ট তো আমরা করছিই। যে যেখানে আছি, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শ্রমজীবী, ভ্যানচালক, সবজিওয়ালা, ছাত্র-শিক্ষক, দোকানি–সবারই আরেকটু কষ্ট করতে হবে। হ্যাঁ, আমরা সাংবাদিক, পুলিশ, চিকিৎসকসহ করোনাযুদ্ধের সামনের সারিতে যারা আছি, তাদের তো মৃত্যুঝুঁকি নিয়েই বাইরে যেতে হয়। এসব করোনাযোদ্ধার অনেকেই ইতিমধ্যে মৃত্যুর মর্মান্তিক স্বাদ নিয়েছেন! একটি বিপুল জনগোষ্ঠীর কল্যাণে কাউকে না কাউকে ত্যাগ স্বীকার করতে হয়। এর মানে এই নয় যে, আমাদের সবাইকে জেনেশুনে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে।
সাম্প্রতিক সময়ে করোনার প্রকোপ বেশ ভয়ংকর রূপ নিচ্ছে। ক্রমেই লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। আমার-আপনার প্রিয়জনই এ মিছিলে শামিল হচ্ছেন। আমরা কেউ জানি না, সামনে আমাদের কার কপাল মন্দ আর কার নাম উঠতে যাচ্ছে অনাগত মৃত্যুর তালিকায়! যে কয়দিন কঠোর লকডাউনের কথা বলছে সরকার; চলুন, সেই কয়দিন একটু বেশি সতর্ক হই। যারা এত দিন মাস্ক পরেননি, স্বাস্থ্যবিধি মানেননি, মহল্লার অলি-গলিতে কারণে-অকারণে আড্ডা দিয়েছেন, যাঁরা অপ্রয়োজনীয় শপিংয়ের বাহানায় দলবেঁধে জটলা করেছেন, পার্টি করেছেন, সভা-সমাবেশ করেছেন, বিয়ে, জন্মদিনসহ নানান সামাজিক আচার-অনুষ্ঠান করেছেন বেপরোয়াভাবে, এবার সবাই একটু গোল হয়ে বসুন। ঘরের প্রিয়জনের মুখের দিকে চেয়ে ঘরেই থাকুন। চলুন আমরা আরেকটু সতর্ক হই, সচেতন থাকি। আগে জীবনের জন্য বাঁচুন। নিশ্বাস বেঁচে থাকলে, ইচ্ছেরাও বাঁচবে। অবরুদ্ধ থেকে থেকে মনের ভেতরে চাপা কষ্ট তৈরি হয়, তা জানি। তারপরও এই কষ্টের পর যেন কোনো নতুন ভোরের দেখা পাই, আবারও যেন উচ্ছ্বাসে দৌড়াতে পারি দিগন্তের সবুজ নিসর্গে—এটিই সবার চাওয়া।
শান্তিতে নোবেল পুরস্কার একসময় ছিল আন্তর্জাতিক নৈতিকতার শীর্ষ সম্মান—যেখানে পুরস্কার পেতেন তাঁরা, যাঁদের জীবন ও কর্ম বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত। আজ সেই পুরস্কার অনেকটা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক সৌজন্য উপহার। যা দেওয়া হয় যখন কারও হাত মলতে হয়, অহংকারে তেল দিতে হয় বা নিজের অ্যাজেন্ডা...
১২ আগস্ট ২০২৫গত বছর জুলাই মাস থেকে আমাদের আন্দোলনকারী তরুণ ছাত্রছাত্রীদের মুখে ও কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে, বেশি বেশি করে কয়েকটি বাক্য উচ্চারিত হয়ে আসছিল। বাকিগুলোর মধ্যে প্রথম যে বাক্যটি সবার কানে বেধেছে, সেটা হলো ‘বন্দোবস্ত’।
১২ আগস্ট ২০২৫প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি রংপুরে অনুষ্ঠিত এক সভায় যে কথাগুলো বলেছেন, তা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি অকপটে স্বীকার করেছেন, সুষ্ঠু নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
১২ আগস্ট ২০২৫জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার অবসানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে কয়েক দিন ধরে পত্রপত্রিকা ও টেলিভিশনের টক শোতে চলছে এক বছরের মূল্যায়ন।
১১ আগস্ট ২০২৫