সম্পাদকীয়
সিলেটের উৎমাছড়ায় হঠাৎ একদল মানুষ এসে পর্যটকদের নির্দেশ দিল, এখানে পর্যটকেরা আসতে পারবেন না। যতই নয়নাভিরাম হোক না কেন জায়গাটি, তাতে পর্যটকদের কোনো অধিকার নেই। পর্যটকেরা এসে নাকি জায়গাটির পরিবেশ নষ্ট করছেন। এই খবরের সঙ্গে আরও একটি খবরের উল্লেখ করা দরকার। টাঙ্গাইলের কালিহাতীতে ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘তাণ্ডব’-এর শো বন্ধ রাখতে বাধ্য করেছেন কিছু মানুষ। আশঙ্কার জায়গা হলো, যাঁরা পর্যটনে বাধা দিচ্ছেন, যাঁরা চলচ্চিত্র প্রদর্শনীতে বাধা দিচ্ছেন, তাঁরা ধর্মীয় পোশাকে এসে কথাগুলো বলছেন। কথাগুলো যৌক্তিক কি না, সেই বিবেচনার সুযোগ নেই। কারণ, ধর্ম একটি স্পর্শকাতর ব্যাপার। তাঁরা ধর্মের নাম করেই নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছেন বৃহৎ জনগোষ্ঠীর ওপর।
কথাটা উঠল এ কারণে যে, ধর্মের নাম করে এ ধরনের কার্যক্রম দিনে দিনে বাড়ছে। গত বছরের আগস্টের পটপরিবর্তনের পর ধর্মের নাম করে অনেকেই ফায়দা লোটার চেষ্টা করেছেন। অনেকেরই মনে পড়ে যাবে, দেশের তিনজন অভিনয়শিল্পীকে শোরুম উদ্বোধন করতে বাধা দেওয়া হয়েছিল। লালনের গানে বাধা এসেছে। নারীদের ফুটবলে বাধা দেওয়া হয়েছে। আরও এমন কিছু উচ্ছৃঙ্খলতা প্রদর্শন করা হয়েছে, যাতে মনে হয়েছে আমাদের দেশে আইনশৃঙ্খলা রক্ষা করাটা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। সরকারের পক্ষ থেকে এ ধরনের সুযোগসন্ধানীদের এমন কোনো কঠোর বার্তা দেওয়া হয়নি, যেন তাঁরা আইন মেনে চলতে বাধ্য হন। এ রকম চলতে থাকলে প্রত্যেকেই নিজ এলাকায় মব-সংস্কৃতি প্রতিষ্ঠিত করে ফেলতে পারবেন এবং আইনশৃঙ্খলা বলে কিছুই টিকে থাকবে না।
এ ধরনের অস্বাভাবিক ঘটনা রুখতে হলে প্রথমেই সরকারকে একটি কঠোর বার্তা দিতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংবিধান অনুযায়ী যা যা করার অধিকার আছে, তা পালনে বাধা দেওয়া হলে বাধাদানকারীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তার পরিষ্কার ঘোষণা দিতে হবে। বাধাদানকারীরা কোন ধর্মের, কোন গোত্রের, কোন রাজনৈতিক পরিচয় বহন করেন, তা এখানে বিবেচ্য হবে না। সংবিধানে বর্ণিত অধিকারে বাধা দিলে যে কাউকেই আইনের আওতায় আনতে হবে।
দ্বিতীয়ত, স্থানীয়ভাবে এ ধরনের চরমপন্থার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সমাজে বসবাসকারী মানুষ নিজেদের মধ্যে এমন একটি চুক্তি করবেন, যেখানে স্বাধীন মত প্রকাশের অধিকারের পাশাপাশি সাংস্কৃতিক স্বাধীনতা বিকাশের অঙ্গীকার থাকবে। এ দেশে কেউ চাইলেই হঠাৎ করে সেই অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না। দুঃখজনক সত্য হলো, আগস্টের পটপরিবর্তনের পর তৌহিদি জনতা নামে কিংবা অন্য কোনো পরিচয়ে যাঁরা মানুষের অধিকারে বাধা দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার। ফলে কেউ যদি মনে করেন, একজোট হয়ে মানুষের স্বাধীনতা হরণ করা যায়, তাহলে তাঁকে কতটা দোষ দেওয়া যাবে?
আমাদের দেশটি যদি গণতান্ত্রিক দেশ হয়ে থাকে, তাহলে গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলকে অবশ্যই এ ধরনের স্বেচ্ছাচারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।
সিলেটের উৎমাছড়ায় হঠাৎ একদল মানুষ এসে পর্যটকদের নির্দেশ দিল, এখানে পর্যটকেরা আসতে পারবেন না। যতই নয়নাভিরাম হোক না কেন জায়গাটি, তাতে পর্যটকদের কোনো অধিকার নেই। পর্যটকেরা এসে নাকি জায়গাটির পরিবেশ নষ্ট করছেন। এই খবরের সঙ্গে আরও একটি খবরের উল্লেখ করা দরকার। টাঙ্গাইলের কালিহাতীতে ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘তাণ্ডব’-এর শো বন্ধ রাখতে বাধ্য করেছেন কিছু মানুষ। আশঙ্কার জায়গা হলো, যাঁরা পর্যটনে বাধা দিচ্ছেন, যাঁরা চলচ্চিত্র প্রদর্শনীতে বাধা দিচ্ছেন, তাঁরা ধর্মীয় পোশাকে এসে কথাগুলো বলছেন। কথাগুলো যৌক্তিক কি না, সেই বিবেচনার সুযোগ নেই। কারণ, ধর্ম একটি স্পর্শকাতর ব্যাপার। তাঁরা ধর্মের নাম করেই নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছেন বৃহৎ জনগোষ্ঠীর ওপর।
কথাটা উঠল এ কারণে যে, ধর্মের নাম করে এ ধরনের কার্যক্রম দিনে দিনে বাড়ছে। গত বছরের আগস্টের পটপরিবর্তনের পর ধর্মের নাম করে অনেকেই ফায়দা লোটার চেষ্টা করেছেন। অনেকেরই মনে পড়ে যাবে, দেশের তিনজন অভিনয়শিল্পীকে শোরুম উদ্বোধন করতে বাধা দেওয়া হয়েছিল। লালনের গানে বাধা এসেছে। নারীদের ফুটবলে বাধা দেওয়া হয়েছে। আরও এমন কিছু উচ্ছৃঙ্খলতা প্রদর্শন করা হয়েছে, যাতে মনে হয়েছে আমাদের দেশে আইনশৃঙ্খলা রক্ষা করাটা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। সরকারের পক্ষ থেকে এ ধরনের সুযোগসন্ধানীদের এমন কোনো কঠোর বার্তা দেওয়া হয়নি, যেন তাঁরা আইন মেনে চলতে বাধ্য হন। এ রকম চলতে থাকলে প্রত্যেকেই নিজ এলাকায় মব-সংস্কৃতি প্রতিষ্ঠিত করে ফেলতে পারবেন এবং আইনশৃঙ্খলা বলে কিছুই টিকে থাকবে না।
এ ধরনের অস্বাভাবিক ঘটনা রুখতে হলে প্রথমেই সরকারকে একটি কঠোর বার্তা দিতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংবিধান অনুযায়ী যা যা করার অধিকার আছে, তা পালনে বাধা দেওয়া হলে বাধাদানকারীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তার পরিষ্কার ঘোষণা দিতে হবে। বাধাদানকারীরা কোন ধর্মের, কোন গোত্রের, কোন রাজনৈতিক পরিচয় বহন করেন, তা এখানে বিবেচ্য হবে না। সংবিধানে বর্ণিত অধিকারে বাধা দিলে যে কাউকেই আইনের আওতায় আনতে হবে।
দ্বিতীয়ত, স্থানীয়ভাবে এ ধরনের চরমপন্থার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সমাজে বসবাসকারী মানুষ নিজেদের মধ্যে এমন একটি চুক্তি করবেন, যেখানে স্বাধীন মত প্রকাশের অধিকারের পাশাপাশি সাংস্কৃতিক স্বাধীনতা বিকাশের অঙ্গীকার থাকবে। এ দেশে কেউ চাইলেই হঠাৎ করে সেই অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না। দুঃখজনক সত্য হলো, আগস্টের পটপরিবর্তনের পর তৌহিদি জনতা নামে কিংবা অন্য কোনো পরিচয়ে যাঁরা মানুষের অধিকারে বাধা দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার। ফলে কেউ যদি মনে করেন, একজোট হয়ে মানুষের স্বাধীনতা হরণ করা যায়, তাহলে তাঁকে কতটা দোষ দেওয়া যাবে?
আমাদের দেশটি যদি গণতান্ত্রিক দেশ হয়ে থাকে, তাহলে গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলকে অবশ্যই এ ধরনের স্বেচ্ছাচারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।
শান্তিতে নোবেল পুরস্কার একসময় ছিল আন্তর্জাতিক নৈতিকতার শীর্ষ সম্মান—যেখানে পুরস্কার পেতেন তাঁরা, যাঁদের জীবন ও কর্ম বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত। আজ সেই পুরস্কার অনেকটা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক সৌজন্য উপহার। যা দেওয়া হয় যখন কারও হাত মলতে হয়, অহংকারে তেল দিতে হয় বা নিজের অ্যাজেন্ডা...
১৯ দিন আগেগত বছর জুলাই মাস থেকে আমাদের আন্দোলনকারী তরুণ ছাত্রছাত্রীদের মুখে ও কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে, বেশি বেশি করে কয়েকটি বাক্য উচ্চারিত হয়ে আসছিল। বাকিগুলোর মধ্যে প্রথম যে বাক্যটি সবার কানে বেধেছে, সেটা হলো ‘বন্দোবস্ত’।
১৯ দিন আগেপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি রংপুরে অনুষ্ঠিত এক সভায় যে কথাগুলো বলেছেন, তা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি অকপটে স্বীকার করেছেন, সুষ্ঠু নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
১৯ দিন আগেজুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার অবসানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে কয়েক দিন ধরে পত্রপত্রিকা ও টেলিভিশনের টক শোতে চলছে এক বছরের মূল্যায়ন।
২০ দিন আগে