সম্পাদকীয়
নেত্রকোনার কেন্দুয়ায় আবারও একটি মাজারে হামলার ঘটনা ঘটেছে। ৪ মার্চ রাতে মাসকা বাজারসংলগ্ন ‘হজরত শাহ নেওয়াজ ফকির ওরফে ল্যাংটা পাগলার মাজারে’ ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যেই স্থানীয়‘তৌহিদি জনতা’ মিছিল নিয়ে হামলা চালায়। তোরণ ভাঙচুরসহ ওরস পণ্ড করে দেওয়া হয়। এ নিয়ে ৫ মার্চ আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
মূলত আওয়ামী সরকারের পতনের পর থেকে এ ধরনের ঘটনার সূত্রপাত হয়। মাঝখানে সামাজিকমাধ্যমে এবং বিভিন্ন প্রতিবাদ সভার কারণে মাজারে হামলা কিছুটা কমে গিয়েছিল। এরপর কিছুদিন আগে টাঙ্গাইলে একইভাবে লালন উৎসব বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে প্রশাসনের হস্তক্ষেপে কিছু শর্তের মাধ্যমে সে অনুষ্ঠান আবারও অনুষ্ঠিত হয়। তার পর থেকে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। সব ক্ষেত্রেই বর্তমান সরকার পুলিশ বাহিনীর ভূমিকার নিষ্ক্রিয়তার অজুহাত তুলে ধরে। কিন্তু আমাদের প্রশ্ন, কোনো জনগণের প্রতি দায়িত্বশীল সরকার এ ধরনের কথা বলে দেশের পরিস্থিতিকে নাজুক করে রাখতে পারে না।
এ ধরনের ঘটনা সমাজের ক্রমবর্ধমান অসহিষ্ণুতার উদ্বেগজনক পরিস্থিতিকে চিত্রায়িত করে। এই ঘটনাটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানে বাধা নয়, বরং ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতার একটি স্পষ্ট বহিঃপ্রকাশ।
ঘটনার বিবরণে জানা যায়, মাজার কমিটি দীর্ঘদিন ধরে বার্ষিক ওরস পালন করে আসছে। এবার রমজান মাস থাকায় তারা শুধু দোয়া মাহফিলের আয়োজন করেছিল। কিন্তু স্থানীয় ‘তৌহিদি জনতা’ তাদের দাবি উপেক্ষা করে ওরস আয়োজন করায় ক্ষুব্ধ হয় এবং হামলা চালায়। তাদের দাবি, মাজারে ‘গান-বাজনা, নাচানাচি ও মাদকসেবন’ চলবে না।
এ ধরনের ঘটনায় ‘তৌহিদি জনতা’র বিরুদ্ধে অভিযোগ এলেও তাদের কেন চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হলো না?
বাংলাদেশের সংবিধানে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার বিধান আছে। কিন্তু একশ্রেণির উগ্র ধর্মান্ধ গোষ্ঠী নিজের মতের বাইরে অন্য গোষ্ঠীকে সহ্য করতে পারছে না। সৃষ্টিকর্তার বিচারের দায়িত্ব তারাই গ্রহণ করছে। এতে তারা নিজের ধর্মীয় বিশ্বাসের যে অবমাননা করছে, সে বোধও তাদের মধ্যে কাজ করছে না।
সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা এ ধরনের কাজ করতে পারে না। কিন্তু ধর্মীয় স্বার্থের জায়গা থেকে কিছু বিপথগামী মানুষ এদের উসকে দিয়ে তাদের স্বার্থ হাসিল করছে, সে বিষয়টা সচেতনতা দিয়ে বোঝানো গেলে এ ধরনের উগ্রতা মাথাচাড়া দিয়ে উঠবে না।
আমাদের দেশে বিভিন্ন ধর্ম ও মতের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে। এই ঐতিহ্য বজায় রাখতে হলে আবার নতুন করে ধর্মীয় সহাবস্থানের সংস্কৃতি নির্মাণ করতে হবে।
উগ্রবাদী গোষ্ঠীগুলো সমাজে বিভেদ ও অস্থিরতা তৈরি করতে চায়। তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আরও জোরালো করতে হবে।
কেন্দুয়ার ঘটনা আমাদের মনে করিয়ে দিচ্ছে, ধর্মীয় অসহিষ্ণুতার বিষ সমাজকে কতটা বিষাক্ত করে তুলতে পারে। এই বিষ রুখতে না পারলে আমরা একটা মানবিক রাষ্ট্র নির্মাণ করতে পারব না।
নেত্রকোনার কেন্দুয়ায় আবারও একটি মাজারে হামলার ঘটনা ঘটেছে। ৪ মার্চ রাতে মাসকা বাজারসংলগ্ন ‘হজরত শাহ নেওয়াজ ফকির ওরফে ল্যাংটা পাগলার মাজারে’ ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যেই স্থানীয়‘তৌহিদি জনতা’ মিছিল নিয়ে হামলা চালায়। তোরণ ভাঙচুরসহ ওরস পণ্ড করে দেওয়া হয়। এ নিয়ে ৫ মার্চ আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
মূলত আওয়ামী সরকারের পতনের পর থেকে এ ধরনের ঘটনার সূত্রপাত হয়। মাঝখানে সামাজিকমাধ্যমে এবং বিভিন্ন প্রতিবাদ সভার কারণে মাজারে হামলা কিছুটা কমে গিয়েছিল। এরপর কিছুদিন আগে টাঙ্গাইলে একইভাবে লালন উৎসব বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে প্রশাসনের হস্তক্ষেপে কিছু শর্তের মাধ্যমে সে অনুষ্ঠান আবারও অনুষ্ঠিত হয়। তার পর থেকে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। সব ক্ষেত্রেই বর্তমান সরকার পুলিশ বাহিনীর ভূমিকার নিষ্ক্রিয়তার অজুহাত তুলে ধরে। কিন্তু আমাদের প্রশ্ন, কোনো জনগণের প্রতি দায়িত্বশীল সরকার এ ধরনের কথা বলে দেশের পরিস্থিতিকে নাজুক করে রাখতে পারে না।
এ ধরনের ঘটনা সমাজের ক্রমবর্ধমান অসহিষ্ণুতার উদ্বেগজনক পরিস্থিতিকে চিত্রায়িত করে। এই ঘটনাটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানে বাধা নয়, বরং ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতার একটি স্পষ্ট বহিঃপ্রকাশ।
ঘটনার বিবরণে জানা যায়, মাজার কমিটি দীর্ঘদিন ধরে বার্ষিক ওরস পালন করে আসছে। এবার রমজান মাস থাকায় তারা শুধু দোয়া মাহফিলের আয়োজন করেছিল। কিন্তু স্থানীয় ‘তৌহিদি জনতা’ তাদের দাবি উপেক্ষা করে ওরস আয়োজন করায় ক্ষুব্ধ হয় এবং হামলা চালায়। তাদের দাবি, মাজারে ‘গান-বাজনা, নাচানাচি ও মাদকসেবন’ চলবে না।
এ ধরনের ঘটনায় ‘তৌহিদি জনতা’র বিরুদ্ধে অভিযোগ এলেও তাদের কেন চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হলো না?
বাংলাদেশের সংবিধানে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার বিধান আছে। কিন্তু একশ্রেণির উগ্র ধর্মান্ধ গোষ্ঠী নিজের মতের বাইরে অন্য গোষ্ঠীকে সহ্য করতে পারছে না। সৃষ্টিকর্তার বিচারের দায়িত্ব তারাই গ্রহণ করছে। এতে তারা নিজের ধর্মীয় বিশ্বাসের যে অবমাননা করছে, সে বোধও তাদের মধ্যে কাজ করছে না।
সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা এ ধরনের কাজ করতে পারে না। কিন্তু ধর্মীয় স্বার্থের জায়গা থেকে কিছু বিপথগামী মানুষ এদের উসকে দিয়ে তাদের স্বার্থ হাসিল করছে, সে বিষয়টা সচেতনতা দিয়ে বোঝানো গেলে এ ধরনের উগ্রতা মাথাচাড়া দিয়ে উঠবে না।
আমাদের দেশে বিভিন্ন ধর্ম ও মতের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে। এই ঐতিহ্য বজায় রাখতে হলে আবার নতুন করে ধর্মীয় সহাবস্থানের সংস্কৃতি নির্মাণ করতে হবে।
উগ্রবাদী গোষ্ঠীগুলো সমাজে বিভেদ ও অস্থিরতা তৈরি করতে চায়। তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আরও জোরালো করতে হবে।
কেন্দুয়ার ঘটনা আমাদের মনে করিয়ে দিচ্ছে, ধর্মীয় অসহিষ্ণুতার বিষ সমাজকে কতটা বিষাক্ত করে তুলতে পারে। এই বিষ রুখতে না পারলে আমরা একটা মানবিক রাষ্ট্র নির্মাণ করতে পারব না।
শান্তিতে নোবেল পুরস্কার একসময় ছিল আন্তর্জাতিক নৈতিকতার শীর্ষ সম্মান—যেখানে পুরস্কার পেতেন তাঁরা, যাঁদের জীবন ও কর্ম বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত। আজ সেই পুরস্কার অনেকটা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক সৌজন্য উপহার। যা দেওয়া হয় যখন কারও হাত মলতে হয়, অহংকারে তেল দিতে হয় বা নিজের অ্যাজেন্ডা...
১২ আগস্ট ২০২৫গত বছর জুলাই মাস থেকে আমাদের আন্দোলনকারী তরুণ ছাত্রছাত্রীদের মুখে ও কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে, বেশি বেশি করে কয়েকটি বাক্য উচ্চারিত হয়ে আসছিল। বাকিগুলোর মধ্যে প্রথম যে বাক্যটি সবার কানে বেধেছে, সেটা হলো ‘বন্দোবস্ত’।
১২ আগস্ট ২০২৫প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি রংপুরে অনুষ্ঠিত এক সভায় যে কথাগুলো বলেছেন, তা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি অকপটে স্বীকার করেছেন, সুষ্ঠু নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
১২ আগস্ট ২০২৫জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার অবসানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে কয়েক দিন ধরে পত্রপত্রিকা ও টেলিভিশনের টক শোতে চলছে এক বছরের মূল্যায়ন।
১১ আগস্ট ২০২৫