সম্পাদকীয়
মঙ্গল গ্রহ কি তাহলে মানুষের বাসযোগ্য হয়ে উঠবে? মানুষ কি তাহলে পৃথিবী থেকে মঙ্গলে গিয়ে বসতি গড়বে? হয়তো তেমন দিন আসবে; তবে তার জন্য আরও কত বছর, কত যুগ অপেক্ষা করতে হবে, চালাতে হবে আরও কত গবেষণা, পোড়াতে হবে কত তেল—তা এখন বলা মুশকিল হলেও একটি ভালো খবর এখনই পাওয়া গেছে। মঙ্গলে অক্সিজেন তৈরি করতে সক্ষম হয়েছে মানুষ।
মানুষের অসাধ্য সাধনে সাফল্যের এটি নিঃসন্দেহে একটি বড় খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা মঙ্গলের বায়ুম-ল থেকে কিছু কার্বন ডাই-অক্সাইড সংগ্রহ করে তা শ্বাসযোগ্য বিশুদ্ধ অক্সিজেনে পরিণত করেছে।
সৌরজগতের লাল গ্রহ মঙ্গলের বায়ুম-লের ৯৫ শতাংশই কার্বন ডাই-অক্সাইড। এই গ্রহে বায়ুুম-লের ঘনত্ব অনেক কম। সব মিলিয়ে গ্রহটি মানুষের বসবাসের জন্য মোটেও উপযুক্ত নয়।
এই বৈরী পরিবেশকে অনুকূল করার প্রচেষ্টায় একধাপ এগিয়ে গেল মানুষ। নাসা জানিয়েছে, ২০ এপ্রিল ছয় চাকার মঙ্গলযান পারসেভারেন্সে একটি যন্ত্রাংশের পরীক্ষার সময় এই সাফল্য অর্জন করে মহাকাশ গবেষণা সংস্থাটি। পৃথিবী থেকে উৎক্ষেপণের সাত মাস পর ১৮ ফেব্রুয়ারি মঙ্গলের বুকে অবতরণ করে পারসেভারেন্স।
মঙ্গলে অক্সিজেন তৈরির এই সাফল্য সংশ্লিষ্ট গবেষকদের আশাবাদী করে তুলেছে—ভবিষ্যতে হয়তো ভিনগ্রহে মানুষের বসবাস সম্ভব হবে। পৃথিবীতে গত এক বছরের বেশি সময় মানুষ এক মারণভাইরাসের সঙ্গে অসম যুদ্ধে লিপ্ত রয়েছে। এখনও করোনাভাইরাসকে পরাজিত করতে সক্ষম হয়নি মানুষ। তবে মানুষ সহজে হার মানে না। মঙ্গলে অক্সিজেন তৈরি তেমনই এক হার না-মানা সাফল্যের গল্প। দেখা যাক, কোথায় শেষ হয় মানুষের এই মঙ্গল-সাধনা!
মঙ্গল গ্রহ কি তাহলে মানুষের বাসযোগ্য হয়ে উঠবে? মানুষ কি তাহলে পৃথিবী থেকে মঙ্গলে গিয়ে বসতি গড়বে? হয়তো তেমন দিন আসবে; তবে তার জন্য আরও কত বছর, কত যুগ অপেক্ষা করতে হবে, চালাতে হবে আরও কত গবেষণা, পোড়াতে হবে কত তেল—তা এখন বলা মুশকিল হলেও একটি ভালো খবর এখনই পাওয়া গেছে। মঙ্গলে অক্সিজেন তৈরি করতে সক্ষম হয়েছে মানুষ।
মানুষের অসাধ্য সাধনে সাফল্যের এটি নিঃসন্দেহে একটি বড় খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা মঙ্গলের বায়ুম-ল থেকে কিছু কার্বন ডাই-অক্সাইড সংগ্রহ করে তা শ্বাসযোগ্য বিশুদ্ধ অক্সিজেনে পরিণত করেছে।
সৌরজগতের লাল গ্রহ মঙ্গলের বায়ুম-লের ৯৫ শতাংশই কার্বন ডাই-অক্সাইড। এই গ্রহে বায়ুুম-লের ঘনত্ব অনেক কম। সব মিলিয়ে গ্রহটি মানুষের বসবাসের জন্য মোটেও উপযুক্ত নয়।
এই বৈরী পরিবেশকে অনুকূল করার প্রচেষ্টায় একধাপ এগিয়ে গেল মানুষ। নাসা জানিয়েছে, ২০ এপ্রিল ছয় চাকার মঙ্গলযান পারসেভারেন্সে একটি যন্ত্রাংশের পরীক্ষার সময় এই সাফল্য অর্জন করে মহাকাশ গবেষণা সংস্থাটি। পৃথিবী থেকে উৎক্ষেপণের সাত মাস পর ১৮ ফেব্রুয়ারি মঙ্গলের বুকে অবতরণ করে পারসেভারেন্স।
মঙ্গলে অক্সিজেন তৈরির এই সাফল্য সংশ্লিষ্ট গবেষকদের আশাবাদী করে তুলেছে—ভবিষ্যতে হয়তো ভিনগ্রহে মানুষের বসবাস সম্ভব হবে। পৃথিবীতে গত এক বছরের বেশি সময় মানুষ এক মারণভাইরাসের সঙ্গে অসম যুদ্ধে লিপ্ত রয়েছে। এখনও করোনাভাইরাসকে পরাজিত করতে সক্ষম হয়নি মানুষ। তবে মানুষ সহজে হার মানে না। মঙ্গলে অক্সিজেন তৈরি তেমনই এক হার না-মানা সাফল্যের গল্প। দেখা যাক, কোথায় শেষ হয় মানুষের এই মঙ্গল-সাধনা!
শান্তিতে নোবেল পুরস্কার একসময় ছিল আন্তর্জাতিক নৈতিকতার শীর্ষ সম্মান—যেখানে পুরস্কার পেতেন তাঁরা, যাঁদের জীবন ও কর্ম বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত। আজ সেই পুরস্কার অনেকটা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক সৌজন্য উপহার। যা দেওয়া হয় যখন কারও হাত মলতে হয়, অহংকারে তেল দিতে হয় বা নিজের অ্যাজেন্ডা...
১২ আগস্ট ২০২৫গত বছর জুলাই মাস থেকে আমাদের আন্দোলনকারী তরুণ ছাত্রছাত্রীদের মুখে ও কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে, বেশি বেশি করে কয়েকটি বাক্য উচ্চারিত হয়ে আসছিল। বাকিগুলোর মধ্যে প্রথম যে বাক্যটি সবার কানে বেধেছে, সেটা হলো ‘বন্দোবস্ত’।
১২ আগস্ট ২০২৫প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি রংপুরে অনুষ্ঠিত এক সভায় যে কথাগুলো বলেছেন, তা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি অকপটে স্বীকার করেছেন, সুষ্ঠু নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
১২ আগস্ট ২০২৫জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার অবসানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে কয়েক দিন ধরে পত্রপত্রিকা ও টেলিভিশনের টক শোতে চলছে এক বছরের মূল্যায়ন।
১১ আগস্ট ২০২৫