সম্পাদকীয়
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রতিটি ব্যক্তিমানুষের সচেতনতা যে খুবই জরুরি, সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। মানুষ থেকে মানুষে যেহেতু করোনা ছড়ায়, সেহেতু মানুষকেই সতর্ক হতে হবে, একজনের থেকে অন্যজনকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, হাঁচি–কাশি থেকে সাবধান থাকতে হবে, ঘরে থাকার চেষ্টা করতে হবে, জরুরি প্রয়োজনে বাইরে গেলে মাস্ক পরতে হবে, সাবান দিয়ে বারবার হাত ধুতে হবে। নিজে নিরাপদ থেকে অন্যকেও নিরাপদ থাকতে সহযোগিতা করতে হবে। এসব বিষয়ে এখনও যে উদাসীনতা, খামখেয়ালি চলছে—তা দূর করতে হবে।
করোনার সময় স্বাস্থ্য খাতের দুর্বলতা সবার কাছে স্পষ্ট হয়েছে। অব্যবস্থা, অনিয়ম, সমন্বয়হীনতা, দুর্নীতি সবই আছে স্বাস্থ্য খাতে। চিকিৎসকদের নিয়ে, তাঁদের আচার-ব্যবহার নিয়েও মানুষের সমালোচনা আছে। তবে করোনাকালে এটাও দেখা গেছে, বেশির ভাগ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিজ নিজ জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবাদানে এগিয়ে এসেছেন। যাঁরা এই মানবিকতা দেখিয়েছেন, আমরা তাঁদের প্রশংসা করি, অভিনন্দন জানাই।
একই সঙ্গে চিকিৎসকদের সুরক্ষার বিষয়টিও আমরা সামনে আনতে চাই। এপ্রিল মাসের ২৪ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের ১৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এটা দুঃখজনক। এখন পর্যন্ত দেশে মোট ১৪৬ জন চিকিৎসকের জীবন কেড়ে নিয়েছে করোনা। চিকিৎসকদের এই মৃত্যু রোধের উপায় বের করতে হবে। এই মৃত্যু রোধ করতে না পারলে করোনাভাইরাসের চিকিৎসায় বড় সংকট দেখা দিতে পারে। চিকিৎসকদের মধ্য মৃত্যুভয় ছড়িয়ে পড়লে, তা চিকিৎসা খাতে বড় সমস্যা তৈরি করতে পারে। তাই চিকিৎসকদের সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার হিসেবেই দেখতে হবে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রতিটি ব্যক্তিমানুষের সচেতনতা যে খুবই জরুরি, সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। মানুষ থেকে মানুষে যেহেতু করোনা ছড়ায়, সেহেতু মানুষকেই সতর্ক হতে হবে, একজনের থেকে অন্যজনকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, হাঁচি–কাশি থেকে সাবধান থাকতে হবে, ঘরে থাকার চেষ্টা করতে হবে, জরুরি প্রয়োজনে বাইরে গেলে মাস্ক পরতে হবে, সাবান দিয়ে বারবার হাত ধুতে হবে। নিজে নিরাপদ থেকে অন্যকেও নিরাপদ থাকতে সহযোগিতা করতে হবে। এসব বিষয়ে এখনও যে উদাসীনতা, খামখেয়ালি চলছে—তা দূর করতে হবে।
করোনার সময় স্বাস্থ্য খাতের দুর্বলতা সবার কাছে স্পষ্ট হয়েছে। অব্যবস্থা, অনিয়ম, সমন্বয়হীনতা, দুর্নীতি সবই আছে স্বাস্থ্য খাতে। চিকিৎসকদের নিয়ে, তাঁদের আচার-ব্যবহার নিয়েও মানুষের সমালোচনা আছে। তবে করোনাকালে এটাও দেখা গেছে, বেশির ভাগ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিজ নিজ জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবাদানে এগিয়ে এসেছেন। যাঁরা এই মানবিকতা দেখিয়েছেন, আমরা তাঁদের প্রশংসা করি, অভিনন্দন জানাই।
একই সঙ্গে চিকিৎসকদের সুরক্ষার বিষয়টিও আমরা সামনে আনতে চাই। এপ্রিল মাসের ২৪ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের ১৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এটা দুঃখজনক। এখন পর্যন্ত দেশে মোট ১৪৬ জন চিকিৎসকের জীবন কেড়ে নিয়েছে করোনা। চিকিৎসকদের এই মৃত্যু রোধের উপায় বের করতে হবে। এই মৃত্যু রোধ করতে না পারলে করোনাভাইরাসের চিকিৎসায় বড় সংকট দেখা দিতে পারে। চিকিৎসকদের মধ্য মৃত্যুভয় ছড়িয়ে পড়লে, তা চিকিৎসা খাতে বড় সমস্যা তৈরি করতে পারে। তাই চিকিৎসকদের সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার হিসেবেই দেখতে হবে।
শান্তিতে নোবেল পুরস্কার একসময় ছিল আন্তর্জাতিক নৈতিকতার শীর্ষ সম্মান—যেখানে পুরস্কার পেতেন তাঁরা, যাঁদের জীবন ও কর্ম বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত। আজ সেই পুরস্কার অনেকটা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক সৌজন্য উপহার। যা দেওয়া হয় যখন কারও হাত মলতে হয়, অহংকারে তেল দিতে হয় বা নিজের অ্যাজেন্ডা...
১২ আগস্ট ২০২৫গত বছর জুলাই মাস থেকে আমাদের আন্দোলনকারী তরুণ ছাত্রছাত্রীদের মুখে ও কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে, বেশি বেশি করে কয়েকটি বাক্য উচ্চারিত হয়ে আসছিল। বাকিগুলোর মধ্যে প্রথম যে বাক্যটি সবার কানে বেধেছে, সেটা হলো ‘বন্দোবস্ত’।
১২ আগস্ট ২০২৫প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি রংপুরে অনুষ্ঠিত এক সভায় যে কথাগুলো বলেছেন, তা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি অকপটে স্বীকার করেছেন, সুষ্ঠু নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
১২ আগস্ট ২০২৫জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার অবসানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে কয়েক দিন ধরে পত্রপত্রিকা ও টেলিভিশনের টক শোতে চলছে এক বছরের মূল্যায়ন।
১১ আগস্ট ২০২৫