সম্পাদকীয়
রাজধানীর গুলশানে মঙ্গলবার মধ্যরাতে আবার মব ভায়োলেন্স ঘটতে দেখা গেল। কোত্থেকে অভিযোগ এসেছে সেটা কতটা গুরুত্বপূর্ণ তা না ভেবেই একদল মানুষ আওয়ামী লীগের সাবেক নেতা এইচ টি ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামের বাড়ি ভেবে একটি বাড়িতে ভাঙচুর চালিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে এসব ক্ষেত্রে পুলিশকে অভিযোগ জানানো হয় এবং পুলিশ আইনসংগতভাবে কারও বাড়িতে প্রবেশের অনুমতিসহ সেখানে উপস্থিত হয় এবং তল্লাশি চালায়। কিন্তু দেখা যাচ্ছে, এখনো সাধারণ মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে এবং এ রকম পরিস্থিতিতে সংশ্লিষ্ট মহল নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে।
যে অবস্থাটি এই মুহূর্তে বাংলাদেশে বিরাজ করছে তা অনেকটাই অরাজক। মব ভায়োলেন্স নিয়ে সরকার তার কঠোর অবস্থানের কথা জানালেও তাতে কোনো কাজ হচ্ছে না। এখনো মব ভায়োলেন্স ঘটে যাচ্ছে। কিছু মানুষ একত্র হয়ে যেকোনো একটা অভিযোগ তুলে যে কারও বাড়িতে হানা দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত তুলকালাম কাণ্ড ঘটানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকেই সেখানে দেখা যাচ্ছে না। এমনকি এই ঘটনার সময়ও সেনাবাহিনী এসেছে ভাঙচুরের পরে। অর্থাৎ অবস্থা এমন হয়েছে যে ভাঙচুরের সময়টিতে সেই জায়গাটি থাকবে সরকারবিহীন—এ রকমই একটা বন্দোবস্ত হয়েছে বলে অনুমান করা যায়।
সরকার যদি এদের ব্যাপারে কঠোরই হয়ে থাকে, তাহলে সিসিটিভি ফুটেজ থেকে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাওয়া ভিডিওগুলো থেকে এই অপরাধীদের ধরা হচ্ছে না কেন এবং বিচারের মুখোমুখি করা হচ্ছে না কেন? যদি সত্যিই কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকে তবে সেটা তো আইনি প্রক্রিয়ায় সমাধান করতে হবে। কারও বাড়ির দরজা ভেঙে তল্লাশি চালানোর অধিকার এই উচ্ছৃঙ্খল জনতাকে কে দিয়েছে? এটা তো ফৌজদারি অপরাধ। ছাত্র-জনতা নাম নিয়ে একদল উচ্ছৃঙ্খল অপরাধী এ রকম অরাজকতা চালালে সেটা জায়েজ হয়ে যায় না। সাত মাস পরেও যদি সরকার এই ধরনের মবোক্র্যাসি বন্ধ করতে না পারে, তাহলে জাতির ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা দেখা ছাড়া আর কী-ইবা অপেক্ষা করছে?
দেশের বিভিন্ন জায়গায় ছিনতাই, লুটপাট, রাহাজানি বেড়ে গেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যদিও বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি, কিন্তু বাস্তব অবস্থা যে আসলেই ভয়াবহ, তা খালি চোখেই দেখা যাচ্ছে। প্রধান উপদেষ্টাকে যাঁরা নিয়মিত ব্রিফিং করেন, তাঁরা তাঁর কাছ থেকে সত্যকে আড়াল করতে চান বলেই মনে হয়। এমনকি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্বীকার করে নিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের পর্যায় পর্যন্ত আসেনি।
যদি সমাজে একটি অস্থিতিশীল অবস্থা বজায় রেখে নির্বাচনকে দূরে সরিয়ে রাখার কথা ভাবা হয়, তাহলে তা রাষ্ট্রের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। কারণ, যে ফ্রাঙ্কেনস্টাইনকে মুক্ত করে দেওয়া হচ্ছে, তাকে পোষ মানিয়ে আবার বন্দী করা যাবে, এ রকম কোনো নিশ্চয়তা নেই।
রাজধানীর গুলশানে মঙ্গলবার মধ্যরাতে আবার মব ভায়োলেন্স ঘটতে দেখা গেল। কোত্থেকে অভিযোগ এসেছে সেটা কতটা গুরুত্বপূর্ণ তা না ভেবেই একদল মানুষ আওয়ামী লীগের সাবেক নেতা এইচ টি ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামের বাড়ি ভেবে একটি বাড়িতে ভাঙচুর চালিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে এসব ক্ষেত্রে পুলিশকে অভিযোগ জানানো হয় এবং পুলিশ আইনসংগতভাবে কারও বাড়িতে প্রবেশের অনুমতিসহ সেখানে উপস্থিত হয় এবং তল্লাশি চালায়। কিন্তু দেখা যাচ্ছে, এখনো সাধারণ মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে এবং এ রকম পরিস্থিতিতে সংশ্লিষ্ট মহল নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে।
যে অবস্থাটি এই মুহূর্তে বাংলাদেশে বিরাজ করছে তা অনেকটাই অরাজক। মব ভায়োলেন্স নিয়ে সরকার তার কঠোর অবস্থানের কথা জানালেও তাতে কোনো কাজ হচ্ছে না। এখনো মব ভায়োলেন্স ঘটে যাচ্ছে। কিছু মানুষ একত্র হয়ে যেকোনো একটা অভিযোগ তুলে যে কারও বাড়িতে হানা দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত তুলকালাম কাণ্ড ঘটানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকেই সেখানে দেখা যাচ্ছে না। এমনকি এই ঘটনার সময়ও সেনাবাহিনী এসেছে ভাঙচুরের পরে। অর্থাৎ অবস্থা এমন হয়েছে যে ভাঙচুরের সময়টিতে সেই জায়গাটি থাকবে সরকারবিহীন—এ রকমই একটা বন্দোবস্ত হয়েছে বলে অনুমান করা যায়।
সরকার যদি এদের ব্যাপারে কঠোরই হয়ে থাকে, তাহলে সিসিটিভি ফুটেজ থেকে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাওয়া ভিডিওগুলো থেকে এই অপরাধীদের ধরা হচ্ছে না কেন এবং বিচারের মুখোমুখি করা হচ্ছে না কেন? যদি সত্যিই কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকে তবে সেটা তো আইনি প্রক্রিয়ায় সমাধান করতে হবে। কারও বাড়ির দরজা ভেঙে তল্লাশি চালানোর অধিকার এই উচ্ছৃঙ্খল জনতাকে কে দিয়েছে? এটা তো ফৌজদারি অপরাধ। ছাত্র-জনতা নাম নিয়ে একদল উচ্ছৃঙ্খল অপরাধী এ রকম অরাজকতা চালালে সেটা জায়েজ হয়ে যায় না। সাত মাস পরেও যদি সরকার এই ধরনের মবোক্র্যাসি বন্ধ করতে না পারে, তাহলে জাতির ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা দেখা ছাড়া আর কী-ইবা অপেক্ষা করছে?
দেশের বিভিন্ন জায়গায় ছিনতাই, লুটপাট, রাহাজানি বেড়ে গেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যদিও বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি, কিন্তু বাস্তব অবস্থা যে আসলেই ভয়াবহ, তা খালি চোখেই দেখা যাচ্ছে। প্রধান উপদেষ্টাকে যাঁরা নিয়মিত ব্রিফিং করেন, তাঁরা তাঁর কাছ থেকে সত্যকে আড়াল করতে চান বলেই মনে হয়। এমনকি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্বীকার করে নিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের পর্যায় পর্যন্ত আসেনি।
যদি সমাজে একটি অস্থিতিশীল অবস্থা বজায় রেখে নির্বাচনকে দূরে সরিয়ে রাখার কথা ভাবা হয়, তাহলে তা রাষ্ট্রের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। কারণ, যে ফ্রাঙ্কেনস্টাইনকে মুক্ত করে দেওয়া হচ্ছে, তাকে পোষ মানিয়ে আবার বন্দী করা যাবে, এ রকম কোনো নিশ্চয়তা নেই।
শান্তিতে নোবেল পুরস্কার একসময় ছিল আন্তর্জাতিক নৈতিকতার শীর্ষ সম্মান—যেখানে পুরস্কার পেতেন তাঁরা, যাঁদের জীবন ও কর্ম বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত। আজ সেই পুরস্কার অনেকটা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক সৌজন্য উপহার। যা দেওয়া হয় যখন কারও হাত মলতে হয়, অহংকারে তেল দিতে হয় বা নিজের অ্যাজেন্ডা...
২০ দিন আগেগত বছর জুলাই মাস থেকে আমাদের আন্দোলনকারী তরুণ ছাত্রছাত্রীদের মুখে ও কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে, বেশি বেশি করে কয়েকটি বাক্য উচ্চারিত হয়ে আসছিল। বাকিগুলোর মধ্যে প্রথম যে বাক্যটি সবার কানে বেধেছে, সেটা হলো ‘বন্দোবস্ত’।
২০ দিন আগেপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি রংপুরে অনুষ্ঠিত এক সভায় যে কথাগুলো বলেছেন, তা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি অকপটে স্বীকার করেছেন, সুষ্ঠু নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
২০ দিন আগেজুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার অবসানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে কয়েক দিন ধরে পত্রপত্রিকা ও টেলিভিশনের টক শোতে চলছে এক বছরের মূল্যায়ন।
২১ দিন আগে