সম্পাদকীয়
আমাদের দেশে যাঁরা দায়িত্বপূর্ণ পদে থাকেন, থাকেন নীতিনির্ধারণী পর্যায়ে—তাঁরা সাধারণত কখনো নিজের ভুল স্বীকার করেন না। তাঁদের কোনো কাজে অবহেলা বা গাফিলতি থাকে না। থাকে তুষ্টির কথা। সাফল্যের কথা। কোথাও কোনো সমস্যা নেই। সব ঠিক আছে।
এবার একটু ব্যতিক্রমী কথা শোনা গেল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কণ্ঠে। গত ২৯ এপ্রিল এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘জোরালোভাবেই বলতে চাই, স্বাস্থ্য খাতকে আমরা সেভাবে গুরুত্ব দেইনি। এ খাতকে অবহেলা করেছি। স্বাস্থ্য খাতকে গুরুত্ব না দেওয়ার ফল এই করোনাকালে আমরা পেয়েছি।’ মন্ত্রী অবশ্য ‘আমরা’ বলতে শুধু বাংলাদেশকে বোঝাননি। তিনি অন্যসব দেশকেও এর সঙ্গে যুক্ত করে বলেছেন, ‘শুধু আমরাই নই, কোনো দেশই স্বাস্থ্য খাতকে তেমনভাবে গুরুত্ব দেয়নি। করোনা মহামারিতে এসে সবাই এটা বুঝতে পারছে। আমরা কতটা অসহায়।’
স্বাস্থ্যমন্ত্রীর এসব কথার সঙ্গে দ্বিমত প্রকাশের সুযোগ কম। ঠিকই, শুধু আমাদের দেশ নয়, বড় বড় দেশগুলোর স্বাস্থ্য খাতের ভঙ্গুর অবস্থা অত্যন্ত প্রকটভাবে এবার নাগরিকদের সামনে এসেছে। তবে নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য অন্য দেশের দৃষ্টান্ত না দিয়ে এখন যেটা জরুরি সেটা হলো—আর অবহেলা নয়, স্বাস্থ্য খাতের দিকে এখনই আমাদের মনোযোগ দিতে হবে। কোথায় আমাদের ত্রুটি, কোথায় গাফিলতি বা অবহেলা, তা নিশ্চয়ই এর মধ্যেই আমরা বুঝতে বা চিহ্নিত করতে পেরেছি। সমস্যা বুঝতে পারলে সমাধান সহজ হয়ে যায়। আমরা আশা করব, স্বাস্থ্যমন্ত্রী তাঁর অবস্থানে থেকে ‘অবহেলা’ দূর করতে যথাযথ ভূমিকা রাখবেন।
মন্ত্রী বেশ ভালোভাবেই বলেছেন, ‘নভোযান পাঠানো হচ্ছে, মারণাস্ত্র তৈরি হচ্ছে। অথচ চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না, এমন একটা শত্রুর কাছে আজ দেশ পৃথিবী আক্রান্ত।’ স্বাস্থ্য খাতে দেশ পিছিয়ে আছে বলেও মন্ত্রী উল্লেখ করেছেন। মন্ত্রী হিসেবে জাহিদ মালেক খুব প্রশংসিত বলে মনে হয় না। তাঁর ব্যক্তিগত কোনো ‘অবহেলা’ স্বাস্থ্য খাতকে দুর্বল বা আক্রান্ত করেছে কি না, সে বিষয়টিও তিনি বিবেচনায় নিলে ভালো করবেন।
নতুন অর্থবছরের বাজেট ঘোষণা হবে অল্প কয়েক দিন পরই। আমরা বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ যেমন বেশি দেখতে চাই, তেমনি স্বাস্থ্য খাতকে আরও দক্ষ এবং গতিশীল করার মাধ্যমে বরাদ্দ অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করার দাবিও জানাই। সব ধরনের দুর্নীতি-অপচয় বন্ধ করতে না পারলে আসলে প্রকৃত ‘অবহেলা’ দূর হবে না।
আমাদের দেশে যাঁরা দায়িত্বপূর্ণ পদে থাকেন, থাকেন নীতিনির্ধারণী পর্যায়ে—তাঁরা সাধারণত কখনো নিজের ভুল স্বীকার করেন না। তাঁদের কোনো কাজে অবহেলা বা গাফিলতি থাকে না। থাকে তুষ্টির কথা। সাফল্যের কথা। কোথাও কোনো সমস্যা নেই। সব ঠিক আছে।
এবার একটু ব্যতিক্রমী কথা শোনা গেল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কণ্ঠে। গত ২৯ এপ্রিল এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘জোরালোভাবেই বলতে চাই, স্বাস্থ্য খাতকে আমরা সেভাবে গুরুত্ব দেইনি। এ খাতকে অবহেলা করেছি। স্বাস্থ্য খাতকে গুরুত্ব না দেওয়ার ফল এই করোনাকালে আমরা পেয়েছি।’ মন্ত্রী অবশ্য ‘আমরা’ বলতে শুধু বাংলাদেশকে বোঝাননি। তিনি অন্যসব দেশকেও এর সঙ্গে যুক্ত করে বলেছেন, ‘শুধু আমরাই নই, কোনো দেশই স্বাস্থ্য খাতকে তেমনভাবে গুরুত্ব দেয়নি। করোনা মহামারিতে এসে সবাই এটা বুঝতে পারছে। আমরা কতটা অসহায়।’
স্বাস্থ্যমন্ত্রীর এসব কথার সঙ্গে দ্বিমত প্রকাশের সুযোগ কম। ঠিকই, শুধু আমাদের দেশ নয়, বড় বড় দেশগুলোর স্বাস্থ্য খাতের ভঙ্গুর অবস্থা অত্যন্ত প্রকটভাবে এবার নাগরিকদের সামনে এসেছে। তবে নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য অন্য দেশের দৃষ্টান্ত না দিয়ে এখন যেটা জরুরি সেটা হলো—আর অবহেলা নয়, স্বাস্থ্য খাতের দিকে এখনই আমাদের মনোযোগ দিতে হবে। কোথায় আমাদের ত্রুটি, কোথায় গাফিলতি বা অবহেলা, তা নিশ্চয়ই এর মধ্যেই আমরা বুঝতে বা চিহ্নিত করতে পেরেছি। সমস্যা বুঝতে পারলে সমাধান সহজ হয়ে যায়। আমরা আশা করব, স্বাস্থ্যমন্ত্রী তাঁর অবস্থানে থেকে ‘অবহেলা’ দূর করতে যথাযথ ভূমিকা রাখবেন।
মন্ত্রী বেশ ভালোভাবেই বলেছেন, ‘নভোযান পাঠানো হচ্ছে, মারণাস্ত্র তৈরি হচ্ছে। অথচ চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না, এমন একটা শত্রুর কাছে আজ দেশ পৃথিবী আক্রান্ত।’ স্বাস্থ্য খাতে দেশ পিছিয়ে আছে বলেও মন্ত্রী উল্লেখ করেছেন। মন্ত্রী হিসেবে জাহিদ মালেক খুব প্রশংসিত বলে মনে হয় না। তাঁর ব্যক্তিগত কোনো ‘অবহেলা’ স্বাস্থ্য খাতকে দুর্বল বা আক্রান্ত করেছে কি না, সে বিষয়টিও তিনি বিবেচনায় নিলে ভালো করবেন।
নতুন অর্থবছরের বাজেট ঘোষণা হবে অল্প কয়েক দিন পরই। আমরা বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ যেমন বেশি দেখতে চাই, তেমনি স্বাস্থ্য খাতকে আরও দক্ষ এবং গতিশীল করার মাধ্যমে বরাদ্দ অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করার দাবিও জানাই। সব ধরনের দুর্নীতি-অপচয় বন্ধ করতে না পারলে আসলে প্রকৃত ‘অবহেলা’ দূর হবে না।
শান্তিতে নোবেল পুরস্কার একসময় ছিল আন্তর্জাতিক নৈতিকতার শীর্ষ সম্মান—যেখানে পুরস্কার পেতেন তাঁরা, যাঁদের জীবন ও কর্ম বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত। আজ সেই পুরস্কার অনেকটা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক সৌজন্য উপহার। যা দেওয়া হয় যখন কারও হাত মলতে হয়, অহংকারে তেল দিতে হয় বা নিজের অ্যাজেন্ডা...
১২ আগস্ট ২০২৫গত বছর জুলাই মাস থেকে আমাদের আন্দোলনকারী তরুণ ছাত্রছাত্রীদের মুখে ও কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে, বেশি বেশি করে কয়েকটি বাক্য উচ্চারিত হয়ে আসছিল। বাকিগুলোর মধ্যে প্রথম যে বাক্যটি সবার কানে বেধেছে, সেটা হলো ‘বন্দোবস্ত’।
১২ আগস্ট ২০২৫প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি রংপুরে অনুষ্ঠিত এক সভায় যে কথাগুলো বলেছেন, তা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি অকপটে স্বীকার করেছেন, সুষ্ঠু নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
১২ আগস্ট ২০২৫জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার অবসানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে কয়েক দিন ধরে পত্রপত্রিকা ও টেলিভিশনের টক শোতে চলছে এক বছরের মূল্যায়ন।
১১ আগস্ট ২০২৫