সম্পাদকীয়
বাংলাদেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা এক ভয়াবহ রূপ ধারণ করেছে। যা সমাজের স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সমাজকে সামনে অগ্রসর হতে বাধার সৃষ্টি করছে। গত পাঁচ মাসে নারী ও শিশু নির্যাতনের ৯ হাজার ১০০টি মামলা দায়ের হয়েছে—যা দৈনিক ৬০টি এবং প্রতি ২৪ মিনিটে একটি মামলার সমান। এই নিয়ে ২০ জুলাই আজকের পত্রিকায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে, তা রীতিমতো আশঙ্কা সৃষ্টি করছে।
সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি আলোচিত ঘটনা সমাজের বিবেককে নাড়া দিয়েছে। বগুড়ায় এক স্কুলছাত্রীকে বখাটে যুবকের ছুরিকাঘাত, খাগড়াছড়িতে ত্রিপুরা নৃগোষ্ঠীর এক স্কুলছাত্রীর গণধর্ষণ এবং কুমিল্লা ও ভোলার দুই নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা প্রমাণ করে যে নারী ও শিশুরা প্রতিনিয়ত অনিরাপদ পরিবেশে বসবাস করছে।
মূলত দেশের নতুন বাস্তবতায় মানুষ আশাবাদী হলেও বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মব ভায়োলেন্স, ছিনতাই, পাশবিকভাবে হত্যার ঘটনা বন্ধ হয়নি। কিন্তু সরকার সব ধরনের অপরাধ দমনে ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এসব অপরাধের পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনাগুলো কম ঘটছে না। কারণ, সমাজে একটি অপরাধ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রচলিত অন্যান্য অপরাধও বেড়ে যায়।
সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে যখন মব ও মাজার ভাঙার ঘটনাগুলো ঘটছিল, তখন যদি শক্ত হাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় করা যেত, তাহলে নারী ও শিশু নির্যাতনসহ অন্য অপরাধগুলো সেভাবে বেড়ে যেতে পারত না। এসব ঘটনায় প্রথমে ব্যর্থতা সরকারের এবং তারপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর বর্তায়। কিন্তু আমরা বারবার দেখছি, কোনো ঘটনার পর আগের অন্যান্য সরকারের মতো বর্তমান সরকারের পক্ষ থেকেও শুধু ‘আশার বাণী’ দেওয়া হয়।
অপরাধীদের দ্রুত বিচার এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত না করলে কোনো অপরাধের সংখ্যাই কমবে না। দীর্ঘ মেয়াদে নারী ও শিশুর প্রতি সহিংসতা কমাতে হলে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক দৃষ্টিভঙ্গি বদলানো, সচেতনতা বাড়ানো এবং দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি। এসব জরুরি পদক্ষেপ গ্রহণ করতে সরকার বারবার যখন ব্যর্থতার পরিচয় দিচ্ছে, তখন আমাদের প্রত্যাশায় ভাটা পড়ে বৈকি।
থানাগুলোতে নারী ও শিশু সহায়তা ডেস্কগুলোকে আরও সক্রিয় করা দরকার। পাশাপাশি প্রয়োজন বিচারপ্রক্রিয়ার গতি বৃদ্ধি করা; যাতে অপরাধীরা দ্রুততম সময়ে শাস্তি পায়। যখন অপরাধীরা বিনা বাধায় ঘুরে বেড়ায়, তখন তা অন্যদেরও অপরাধ করতে উৎসাহিত করে। একই সঙ্গে ভুক্তভোগীদের আইনি সহায়তা, মনস্তাত্ত্বিক সমর্থন এবং সামাজিক পুনর্বাসনের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। অনেক ক্ষেত্রেই ভুক্তভোগীরা সামাজিক লাঞ্ছনার ভয়ে মুখ খুলতে দ্বিধা করে, যা অপরাধীদের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি করে।
নারী ও শিশু নির্যাতন সমস্যার সমাধানে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,
বিচার বিভাগ, মানবাধিকার সংগঠনসহ সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নয়তো হাতে লণ্ঠন নিয়ে বসে থেকে নারী ও শিশুবান্ধব সমাজ খুঁজে পাওয়া যাবে না!
বাংলাদেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা এক ভয়াবহ রূপ ধারণ করেছে। যা সমাজের স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সমাজকে সামনে অগ্রসর হতে বাধার সৃষ্টি করছে। গত পাঁচ মাসে নারী ও শিশু নির্যাতনের ৯ হাজার ১০০টি মামলা দায়ের হয়েছে—যা দৈনিক ৬০টি এবং প্রতি ২৪ মিনিটে একটি মামলার সমান। এই নিয়ে ২০ জুলাই আজকের পত্রিকায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে, তা রীতিমতো আশঙ্কা সৃষ্টি করছে।
সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি আলোচিত ঘটনা সমাজের বিবেককে নাড়া দিয়েছে। বগুড়ায় এক স্কুলছাত্রীকে বখাটে যুবকের ছুরিকাঘাত, খাগড়াছড়িতে ত্রিপুরা নৃগোষ্ঠীর এক স্কুলছাত্রীর গণধর্ষণ এবং কুমিল্লা ও ভোলার দুই নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা প্রমাণ করে যে নারী ও শিশুরা প্রতিনিয়ত অনিরাপদ পরিবেশে বসবাস করছে।
মূলত দেশের নতুন বাস্তবতায় মানুষ আশাবাদী হলেও বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মব ভায়োলেন্স, ছিনতাই, পাশবিকভাবে হত্যার ঘটনা বন্ধ হয়নি। কিন্তু সরকার সব ধরনের অপরাধ দমনে ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এসব অপরাধের পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনাগুলো কম ঘটছে না। কারণ, সমাজে একটি অপরাধ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রচলিত অন্যান্য অপরাধও বেড়ে যায়।
সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে যখন মব ও মাজার ভাঙার ঘটনাগুলো ঘটছিল, তখন যদি শক্ত হাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় করা যেত, তাহলে নারী ও শিশু নির্যাতনসহ অন্য অপরাধগুলো সেভাবে বেড়ে যেতে পারত না। এসব ঘটনায় প্রথমে ব্যর্থতা সরকারের এবং তারপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর বর্তায়। কিন্তু আমরা বারবার দেখছি, কোনো ঘটনার পর আগের অন্যান্য সরকারের মতো বর্তমান সরকারের পক্ষ থেকেও শুধু ‘আশার বাণী’ দেওয়া হয়।
অপরাধীদের দ্রুত বিচার এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত না করলে কোনো অপরাধের সংখ্যাই কমবে না। দীর্ঘ মেয়াদে নারী ও শিশুর প্রতি সহিংসতা কমাতে হলে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক দৃষ্টিভঙ্গি বদলানো, সচেতনতা বাড়ানো এবং দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি। এসব জরুরি পদক্ষেপ গ্রহণ করতে সরকার বারবার যখন ব্যর্থতার পরিচয় দিচ্ছে, তখন আমাদের প্রত্যাশায় ভাটা পড়ে বৈকি।
থানাগুলোতে নারী ও শিশু সহায়তা ডেস্কগুলোকে আরও সক্রিয় করা দরকার। পাশাপাশি প্রয়োজন বিচারপ্রক্রিয়ার গতি বৃদ্ধি করা; যাতে অপরাধীরা দ্রুততম সময়ে শাস্তি পায়। যখন অপরাধীরা বিনা বাধায় ঘুরে বেড়ায়, তখন তা অন্যদেরও অপরাধ করতে উৎসাহিত করে। একই সঙ্গে ভুক্তভোগীদের আইনি সহায়তা, মনস্তাত্ত্বিক সমর্থন এবং সামাজিক পুনর্বাসনের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। অনেক ক্ষেত্রেই ভুক্তভোগীরা সামাজিক লাঞ্ছনার ভয়ে মুখ খুলতে দ্বিধা করে, যা অপরাধীদের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি করে।
নারী ও শিশু নির্যাতন সমস্যার সমাধানে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,
বিচার বিভাগ, মানবাধিকার সংগঠনসহ সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নয়তো হাতে লণ্ঠন নিয়ে বসে থেকে নারী ও শিশুবান্ধব সমাজ খুঁজে পাওয়া যাবে না!
শান্তিতে নোবেল পুরস্কার একসময় ছিল আন্তর্জাতিক নৈতিকতার শীর্ষ সম্মান—যেখানে পুরস্কার পেতেন তাঁরা, যাঁদের জীবন ও কর্ম বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত। আজ সেই পুরস্কার অনেকটা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক সৌজন্য উপহার। যা দেওয়া হয় যখন কারও হাত মলতে হয়, অহংকারে তেল দিতে হয় বা নিজের অ্যাজেন্ডা...
১৮ দিন আগেগত বছর জুলাই মাস থেকে আমাদের আন্দোলনকারী তরুণ ছাত্রছাত্রীদের মুখে ও কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে, বেশি বেশি করে কয়েকটি বাক্য উচ্চারিত হয়ে আসছিল। বাকিগুলোর মধ্যে প্রথম যে বাক্যটি সবার কানে বেধেছে, সেটা হলো ‘বন্দোবস্ত’।
১৮ দিন আগেপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি রংপুরে অনুষ্ঠিত এক সভায় যে কথাগুলো বলেছেন, তা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি অকপটে স্বীকার করেছেন, সুষ্ঠু নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
১৮ দিন আগেজুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার অবসানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে কয়েক দিন ধরে পত্রপত্রিকা ও টেলিভিশনের টক শোতে চলছে এক বছরের মূল্যায়ন।
১৯ দিন আগে