ড. বদিউল আলম মজুমদার
১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে আন্দোলনরত মোটরশ্রমিক নূর হোসেন পুলিশের গুলিতে নিহত হন, যা প্রতিবছর ‘নূর হোসেন দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। মৃত্যুকালে নূর হোসেনের বুকে-পিঠে লেখা স্লোগান ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ ছিল স্বাধীনতার স্বপ্ন থেকে বিচ্যুত দিশেহারা জাতির জন্য জেগে ওঠার এক ঘণ্টাধ্বনি।
আমাদের স্বাধীনতার ঘোষণায় অঙ্গীকার ছিল: ‘গণতান্ত্রিত পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক
মনবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে।’ এরই প্রতিফলন ঘটে আমাদের সংবিধানের ১১ অনুচ্ছেদের নির্দেশনায়: ‘প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র’। গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার লক্ষ্যে সংবিধানের ৫৯ অনুচ্ছেদে অঙ্গীকার করা হয় প্রজাতন্ত্রের সকল প্রশাসনিক স্তরে জনগণের প্রতিনিধিদের শাসন প্রতিষ্ঠার। এমনই এক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়েই মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, যাতে আমাদের বীর মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছিলেন এবং পরবর্তী সময়ে নূর হোসেন আত্মত্যাগ করেছিলেন, কিন্তু এ স্বপ্ন যেন আজ এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো কতগুলো রাজনৈতিক অধিকার এবং নাগরিক অধিকার। দুর্ভাগ্যবশত এসব অধিকার আমাদের দেশে আজ চরমভাবে সংকুচিত। নির্বাচন আজ নির্বাসনে চলে গেছে এবং সরকার আর জনগণের কাছে দায়বদ্ধ নয়। রাজনৈতিক কর্মকাণ্ড এবং তাতে জনগণের অবাধ অংশগ্রহণের সুযোগ আজ প্রায় অনুপস্থিত। গণমাধ্যমের স্বাধীনতা ভূলণ্ঠিত। আইনের শাসনের পরিবর্তে অন্যায় করে পার পেয়ে যাওয়ার এবং গুম-খুনের এক অপসংস্কৃতি আজ আমাদের ওপর জেঁকে বসেছে। স্বাধীন বিচার বিভাগ, সংসদ ও নির্বাচন কমিশন আমাদের দেশে অনুপস্থিত।
আমাদের এসব ক্রম অবক্ষয়ই প্রতিফলিত হয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ফ্রিডম হাউসের রাজনৈতিক ও নাগরিক অধিকার-সম্পর্কিত স্কোরে। বর্তমানে বাংলাদেশের স্কোর ১০০-এর মধ্যে ৩৯, যা ২০১৭ ছিল ৪৭। ইকোনমিক ইনটেলিজেন্স ইউনিট অনুযায়ী, আমরা একটি হাইব্রিড রেজিম বা সংকর গণতন্ত্র, যেখানে গণতন্ত্রের সব অনুষ্ঠান-আনুষ্ঠানিকতা এবং প্রয়োজনীয় প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু অকার্যকর। আর জার্মানির থিংকট্যাংক বরাটেলসম্যান স্টিফটুং আমাদের অটোক্রেটিক বা স্বৈরাচার বলে আখ্যায়িত করেছে। বাংলাদেশের এ দুরবস্থারই প্রতিফলন ঘটেছে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের ডিসেম্বর মাসে অনুষ্ঠেয় ‘ডেমোক্রেসি সামিট’-এ আমাদের আমন্ত্রণ না জানানোর মাধ্যমে। অর্থাৎ যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার ভবিষ্যৎ সম্পর্কে হাল ছেড়ে দিয়েছে, যা আমাদের জেগে ওঠার জন্য আবারও এক ঘণ্টাধ্বনি।
তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ সম্পর্কে হাল ছেড়ে দিলেও আমরা সে বিলাসিতা প্রদর্শন করতে পারি না। কারণ, বাংলাদেশ আমাদের রক্তের দামে কেনা স্বদেশ এবং এর সঙ্গে আমাদের এবং আমাদের ভবিষ্যৎ বংশধরদের ভবিষ্যৎ জড়িত। কিন্তু দুর্ভাগ্যবশত এ পরিস্থিতি থেকে উত্তরণের কোনো ম্যাজিক ফর্মুলা নেই, নেই কোনো সহজ পথ। একমাত্র পথ হলো নাগরিকের সক্রিয়তা ও অতন্দ্র প্রহরীর ভূমিকা। বস্তুত সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ। এর জন্য আরও প্রয়োজন ক্ষমতাসীনদের নীতি-নৈতিকতাবিবর্জিত হয়ে ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থ চরিতার্থ করার পরিবর্তে জনস্বার্থে কাজ করার সদিচ্ছা।
লেখক: সম্পাদক, সুজন।
১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে আন্দোলনরত মোটরশ্রমিক নূর হোসেন পুলিশের গুলিতে নিহত হন, যা প্রতিবছর ‘নূর হোসেন দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। মৃত্যুকালে নূর হোসেনের বুকে-পিঠে লেখা স্লোগান ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ ছিল স্বাধীনতার স্বপ্ন থেকে বিচ্যুত দিশেহারা জাতির জন্য জেগে ওঠার এক ঘণ্টাধ্বনি।
আমাদের স্বাধীনতার ঘোষণায় অঙ্গীকার ছিল: ‘গণতান্ত্রিত পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক
মনবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে।’ এরই প্রতিফলন ঘটে আমাদের সংবিধানের ১১ অনুচ্ছেদের নির্দেশনায়: ‘প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র’। গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার লক্ষ্যে সংবিধানের ৫৯ অনুচ্ছেদে অঙ্গীকার করা হয় প্রজাতন্ত্রের সকল প্রশাসনিক স্তরে জনগণের প্রতিনিধিদের শাসন প্রতিষ্ঠার। এমনই এক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়েই মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, যাতে আমাদের বীর মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছিলেন এবং পরবর্তী সময়ে নূর হোসেন আত্মত্যাগ করেছিলেন, কিন্তু এ স্বপ্ন যেন আজ এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো কতগুলো রাজনৈতিক অধিকার এবং নাগরিক অধিকার। দুর্ভাগ্যবশত এসব অধিকার আমাদের দেশে আজ চরমভাবে সংকুচিত। নির্বাচন আজ নির্বাসনে চলে গেছে এবং সরকার আর জনগণের কাছে দায়বদ্ধ নয়। রাজনৈতিক কর্মকাণ্ড এবং তাতে জনগণের অবাধ অংশগ্রহণের সুযোগ আজ প্রায় অনুপস্থিত। গণমাধ্যমের স্বাধীনতা ভূলণ্ঠিত। আইনের শাসনের পরিবর্তে অন্যায় করে পার পেয়ে যাওয়ার এবং গুম-খুনের এক অপসংস্কৃতি আজ আমাদের ওপর জেঁকে বসেছে। স্বাধীন বিচার বিভাগ, সংসদ ও নির্বাচন কমিশন আমাদের দেশে অনুপস্থিত।
আমাদের এসব ক্রম অবক্ষয়ই প্রতিফলিত হয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ফ্রিডম হাউসের রাজনৈতিক ও নাগরিক অধিকার-সম্পর্কিত স্কোরে। বর্তমানে বাংলাদেশের স্কোর ১০০-এর মধ্যে ৩৯, যা ২০১৭ ছিল ৪৭। ইকোনমিক ইনটেলিজেন্স ইউনিট অনুযায়ী, আমরা একটি হাইব্রিড রেজিম বা সংকর গণতন্ত্র, যেখানে গণতন্ত্রের সব অনুষ্ঠান-আনুষ্ঠানিকতা এবং প্রয়োজনীয় প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু অকার্যকর। আর জার্মানির থিংকট্যাংক বরাটেলসম্যান স্টিফটুং আমাদের অটোক্রেটিক বা স্বৈরাচার বলে আখ্যায়িত করেছে। বাংলাদেশের এ দুরবস্থারই প্রতিফলন ঘটেছে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের ডিসেম্বর মাসে অনুষ্ঠেয় ‘ডেমোক্রেসি সামিট’-এ আমাদের আমন্ত্রণ না জানানোর মাধ্যমে। অর্থাৎ যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার ভবিষ্যৎ সম্পর্কে হাল ছেড়ে দিয়েছে, যা আমাদের জেগে ওঠার জন্য আবারও এক ঘণ্টাধ্বনি।
তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ সম্পর্কে হাল ছেড়ে দিলেও আমরা সে বিলাসিতা প্রদর্শন করতে পারি না। কারণ, বাংলাদেশ আমাদের রক্তের দামে কেনা স্বদেশ এবং এর সঙ্গে আমাদের এবং আমাদের ভবিষ্যৎ বংশধরদের ভবিষ্যৎ জড়িত। কিন্তু দুর্ভাগ্যবশত এ পরিস্থিতি থেকে উত্তরণের কোনো ম্যাজিক ফর্মুলা নেই, নেই কোনো সহজ পথ। একমাত্র পথ হলো নাগরিকের সক্রিয়তা ও অতন্দ্র প্রহরীর ভূমিকা। বস্তুত সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ। এর জন্য আরও প্রয়োজন ক্ষমতাসীনদের নীতি-নৈতিকতাবিবর্জিত হয়ে ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থ চরিতার্থ করার পরিবর্তে জনস্বার্থে কাজ করার সদিচ্ছা।
লেখক: সম্পাদক, সুজন।
শান্তিতে নোবেল পুরস্কার একসময় ছিল আন্তর্জাতিক নৈতিকতার শীর্ষ সম্মান—যেখানে পুরস্কার পেতেন তাঁরা, যাঁদের জীবন ও কর্ম বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত। আজ সেই পুরস্কার অনেকটা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক সৌজন্য উপহার। যা দেওয়া হয় যখন কারও হাত মলতে হয়, অহংকারে তেল দিতে হয় বা নিজের অ্যাজেন্ডা...
১২ আগস্ট ২০২৫গত বছর জুলাই মাস থেকে আমাদের আন্দোলনকারী তরুণ ছাত্রছাত্রীদের মুখে ও কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে, বেশি বেশি করে কয়েকটি বাক্য উচ্চারিত হয়ে আসছিল। বাকিগুলোর মধ্যে প্রথম যে বাক্যটি সবার কানে বেধেছে, সেটা হলো ‘বন্দোবস্ত’।
১২ আগস্ট ২০২৫প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি রংপুরে অনুষ্ঠিত এক সভায় যে কথাগুলো বলেছেন, তা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি অকপটে স্বীকার করেছেন, সুষ্ঠু নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
১২ আগস্ট ২০২৫জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার অবসানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে কয়েক দিন ধরে পত্রপত্রিকা ও টেলিভিশনের টক শোতে চলছে এক বছরের মূল্যায়ন।
১১ আগস্ট ২০২৫