সম্পাদকীয়
আজ ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেট। অর্থমন্ত্রী আ. হ. ম মুস্তফা কামাল জাতীয় সংসদে বিকেলে বাজেট উপস্থাপন করবেন। ইতিমধ্যে জানা গেছে, এবারের বাজেট হবে ৬ লাখ ৩ হাজার কোটি টাকার। আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে এ বাজেট চলতি বাজেট থেকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বেশি। বাস্তবে জিডিপির শতাংশের হিসাবে ধরলে আসলে এ বাজেট চলতি বাজেট থেকে ছোট। ফলে বাজেটের আকার নিয়ে যে মাতামাতি, তার প্রকৃত ভিত্তি নেই। আসছে বাজেটের আকার জিডিপির মাত্র ১৭ দশমিক ৪৬ শতাংশ।
অথচ চলতি বাজেটের আকার জিডিপির ১৭ দশমিক ৯০ শতাংশ। কারণ প্রস্তাবিত বাজেটের আকার বাড়লেও গত এক বছরে জিডিপির আকার বাড়ায় এ অঙ্ক ছোট হয়ে গেছে।
তা ছাড়া, খবরে জানা গেছে, বাজেটের বেশির ভাগ খরচই হবে অনুন্নয়ন তথা দেশ পরিচালনার পেছনে। ঋণের সুদ আর সরকারি চাকুরেদের বেতন-ভাতায়। ফলে করোনার ক্ষতি থেকে অর্থনীতি বাঁচানোর যে কথা বলা হচ্ছে, প্রকৃত হিসাবে তার প্রতিফলনও বাজেটে খুব একটা দেখা যাবে না। করোনার মতো একটি বিশেষ পরিস্থিতিতে বিশেষ বাজেট বরাদ্দ রাখার প্রয়োজন হলেও এর প্রভাব দেখা যাবে সামান্যই। আর বাজেট দেওয়া হলেও এ দেশে তা বাস্তবায়ন হার খুবই দুর্বল। অদক্ষতা ও অপচয়ের কবলে পড়ে প্রতিটি বাজেট। বরাদ্দের টাকা খরচে নজরদারির অভাব থাকায় প্রায় অনিয়ম, দুর্নীতির খবর পাওয়া যায়।
তবে রাজস্ব খাতে বেসরকারি ব্যবসায়ী ও উদ্যোক্তা শ্রেণিকে কিছু কর ছাড় দেওয়া হচ্ছে। এটা ভালো খবর। এর ফলে তারা তাদের ব্যবসা গোছাতে বিশেষ সুবিধা পেতে পারেন। তবে সরকার রাজস্ব হারাবে। এ কথা মাথায় রেখে বাজেটে করের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়নি। ফলে টাকার অঙ্কে বড় বাজেট করায় যে বাড়তি টাকা খরচের কথা ভাবা হচ্ছে, তা জোগাতে সরকারকে ঋণ করতে হবে বেশি হারে। এতে সরকারের ঘাটতির চাপ বাড়বে।
এ জন্য বিদেশি উৎস আর সঞ্চয়পত্রে নির্ভরতা বেশি দেখা যাবে। এ জন্য ঋণের সুদের পেছনে আসছে অর্থবছরে বেশি খরচ করতে হবে। এটা সরকারের জন্য দায় বাড়াবে।
সব মিলিয়ে সরকার যে বড় বাজেট করছে বলে আত্মতৃপ্তিতে আছে, এটা মনে করার কারণ নেই। কারণ এটা কেবলই অঙ্কের মারপ্যাঁচ আর গতানুগতিক বাজেট। সবচেয়ে বড় কথা, বাজেট যাই হোক, তা বাস্তবায়ন হলো কিনা, এটাই বড় কথা। বড় বড় অঙ্কের হিসাব করা হলো বাজেট দেওয়ার সময়। আর অর্থবছর শেষে দেখা গেল, বাস্তবায়নে হতাশা ছাড়া আর কিছু নয়। এমন বাজেট দিয়ে কী লাভ? বাজেটকে বাস্তবায়নযোগ্য করতে হবে। জড়িত সবাইকে এই বার্তা দিতে হবে যে, এটা জনগণের করের টাকা। এর যথাযথ ব্যবহার করতে হবে। কৃচ্ছ সাধন করতে হবে। অপচয় রোধ এবং অপ্রয়োজনীয় বিদেশভ্রমণ বন্ধ করতে হবে।
যারা অনিয়ম–দুর্নীতিতে জড়াবে তাদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। সর্বস্তরে জবাবদিহি নিশ্চিত করতে হবে। আমরা মনে করি, যে বাজেট দেওয়া হয়েছে এটিও যদি দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করা যায় তবে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
আর আসছে বাজেটে যেহেতু কর বাড়ানো হচ্ছে না, ফলে যে রাজস্ব ক্ষতি হবে, সেটা করের আওতা বাড়িয়ে, বেশি বেশি করদাতাকে করজালের ভেতরে এনে এ ক্ষতি পোষানোর পদক্ষেপ নিতে হবে। মোট কথা বাজেটকে সফল করতে হবে।
আজ ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেট। অর্থমন্ত্রী আ. হ. ম মুস্তফা কামাল জাতীয় সংসদে বিকেলে বাজেট উপস্থাপন করবেন। ইতিমধ্যে জানা গেছে, এবারের বাজেট হবে ৬ লাখ ৩ হাজার কোটি টাকার। আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে এ বাজেট চলতি বাজেট থেকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বেশি। বাস্তবে জিডিপির শতাংশের হিসাবে ধরলে আসলে এ বাজেট চলতি বাজেট থেকে ছোট। ফলে বাজেটের আকার নিয়ে যে মাতামাতি, তার প্রকৃত ভিত্তি নেই। আসছে বাজেটের আকার জিডিপির মাত্র ১৭ দশমিক ৪৬ শতাংশ।
অথচ চলতি বাজেটের আকার জিডিপির ১৭ দশমিক ৯০ শতাংশ। কারণ প্রস্তাবিত বাজেটের আকার বাড়লেও গত এক বছরে জিডিপির আকার বাড়ায় এ অঙ্ক ছোট হয়ে গেছে।
তা ছাড়া, খবরে জানা গেছে, বাজেটের বেশির ভাগ খরচই হবে অনুন্নয়ন তথা দেশ পরিচালনার পেছনে। ঋণের সুদ আর সরকারি চাকুরেদের বেতন-ভাতায়। ফলে করোনার ক্ষতি থেকে অর্থনীতি বাঁচানোর যে কথা বলা হচ্ছে, প্রকৃত হিসাবে তার প্রতিফলনও বাজেটে খুব একটা দেখা যাবে না। করোনার মতো একটি বিশেষ পরিস্থিতিতে বিশেষ বাজেট বরাদ্দ রাখার প্রয়োজন হলেও এর প্রভাব দেখা যাবে সামান্যই। আর বাজেট দেওয়া হলেও এ দেশে তা বাস্তবায়ন হার খুবই দুর্বল। অদক্ষতা ও অপচয়ের কবলে পড়ে প্রতিটি বাজেট। বরাদ্দের টাকা খরচে নজরদারির অভাব থাকায় প্রায় অনিয়ম, দুর্নীতির খবর পাওয়া যায়।
তবে রাজস্ব খাতে বেসরকারি ব্যবসায়ী ও উদ্যোক্তা শ্রেণিকে কিছু কর ছাড় দেওয়া হচ্ছে। এটা ভালো খবর। এর ফলে তারা তাদের ব্যবসা গোছাতে বিশেষ সুবিধা পেতে পারেন। তবে সরকার রাজস্ব হারাবে। এ কথা মাথায় রেখে বাজেটে করের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়নি। ফলে টাকার অঙ্কে বড় বাজেট করায় যে বাড়তি টাকা খরচের কথা ভাবা হচ্ছে, তা জোগাতে সরকারকে ঋণ করতে হবে বেশি হারে। এতে সরকারের ঘাটতির চাপ বাড়বে।
এ জন্য বিদেশি উৎস আর সঞ্চয়পত্রে নির্ভরতা বেশি দেখা যাবে। এ জন্য ঋণের সুদের পেছনে আসছে অর্থবছরে বেশি খরচ করতে হবে। এটা সরকারের জন্য দায় বাড়াবে।
সব মিলিয়ে সরকার যে বড় বাজেট করছে বলে আত্মতৃপ্তিতে আছে, এটা মনে করার কারণ নেই। কারণ এটা কেবলই অঙ্কের মারপ্যাঁচ আর গতানুগতিক বাজেট। সবচেয়ে বড় কথা, বাজেট যাই হোক, তা বাস্তবায়ন হলো কিনা, এটাই বড় কথা। বড় বড় অঙ্কের হিসাব করা হলো বাজেট দেওয়ার সময়। আর অর্থবছর শেষে দেখা গেল, বাস্তবায়নে হতাশা ছাড়া আর কিছু নয়। এমন বাজেট দিয়ে কী লাভ? বাজেটকে বাস্তবায়নযোগ্য করতে হবে। জড়িত সবাইকে এই বার্তা দিতে হবে যে, এটা জনগণের করের টাকা। এর যথাযথ ব্যবহার করতে হবে। কৃচ্ছ সাধন করতে হবে। অপচয় রোধ এবং অপ্রয়োজনীয় বিদেশভ্রমণ বন্ধ করতে হবে।
যারা অনিয়ম–দুর্নীতিতে জড়াবে তাদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। সর্বস্তরে জবাবদিহি নিশ্চিত করতে হবে। আমরা মনে করি, যে বাজেট দেওয়া হয়েছে এটিও যদি দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করা যায় তবে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
আর আসছে বাজেটে যেহেতু কর বাড়ানো হচ্ছে না, ফলে যে রাজস্ব ক্ষতি হবে, সেটা করের আওতা বাড়িয়ে, বেশি বেশি করদাতাকে করজালের ভেতরে এনে এ ক্ষতি পোষানোর পদক্ষেপ নিতে হবে। মোট কথা বাজেটকে সফল করতে হবে।
শান্তিতে নোবেল পুরস্কার একসময় ছিল আন্তর্জাতিক নৈতিকতার শীর্ষ সম্মান—যেখানে পুরস্কার পেতেন তাঁরা, যাঁদের জীবন ও কর্ম বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত। আজ সেই পুরস্কার অনেকটা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক সৌজন্য উপহার। যা দেওয়া হয় যখন কারও হাত মলতে হয়, অহংকারে তেল দিতে হয় বা নিজের অ্যাজেন্ডা...
১২ আগস্ট ২০২৫গত বছর জুলাই মাস থেকে আমাদের আন্দোলনকারী তরুণ ছাত্রছাত্রীদের মুখে ও কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে, বেশি বেশি করে কয়েকটি বাক্য উচ্চারিত হয়ে আসছিল। বাকিগুলোর মধ্যে প্রথম যে বাক্যটি সবার কানে বেধেছে, সেটা হলো ‘বন্দোবস্ত’।
১২ আগস্ট ২০২৫প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি রংপুরে অনুষ্ঠিত এক সভায় যে কথাগুলো বলেছেন, তা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি অকপটে স্বীকার করেছেন, সুষ্ঠু নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
১২ আগস্ট ২০২৫জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার অবসানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে কয়েক দিন ধরে পত্রপত্রিকা ও টেলিভিশনের টক শোতে চলছে এক বছরের মূল্যায়ন।
১১ আগস্ট ২০২৫