সম্পাদকীয়
মায়ের হাতে ধোঁয়াওঠা গরম ভাত, সঙ্গে পুকুর থেকে ধরা তাজা কই বা শিং মাছের ঝোল। আহা! এ যে অমৃত! জানি ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে এ রকম নানান মধুর ঘটনাবহুল কয়েকটি দিন কাটানো আমাদের চিরায়ত সংস্কৃতির অংশ। তাই টানা লকডাউনের পর কিছুটা ছাড়া পেয়ে যান্ত্রিকতার খোলশ ভেঙে মানুষ নগর ছেড়ে মাটির টানে ছুটবেন–এটাই স্বাভাবিক। এ জন্য কয়েক দিন ধরেই চলছে আয়োজন। এরই মধ্যে হয়তো অনেকেই ঢাকা ছেড়েছেন। যাঁরা এখনো আছেন, তাঁরাও নিশ্চয় বাক্সপেটরা গোছাতে শুরু করেছেন। মনের আনন্দে বাড়ি যাবেন, ঈদ করবেন—কী যে শান্তি!
করোনায় দিনে গড়ে দুই শতাধিক মানুষ মারা যাচ্ছে। এর মধ্যেও সরকার সবকিছু খুলে দিয়েছে। এ সিদ্ধান্ত কতটা ঠিক হলো, তা নিয়ে নিশ্চয় বিশেষজ্ঞরা বলবেন। তবে এটুকু বলা যায়, সামনের দিন আরও ঝুঁকিপূর্ণ। গণমাধ্যমে খবর ও ছবি দেখা যাচ্ছে। মানুষ গাদাগাদি করে বাড়ি ফিরছে। গরুর হাঁটগুলো উপচে পড়ছে মানুষের চাপে। সত্যি সত্যি একটি মেগা উৎসবে অংশ নিয়েছি আমরা! বিষয়টি এমন মনে হচ্ছে যে—আগে উৎসব, পরে জীবন!
এটা ঠিক, দীর্ঘ লকডাউনে ব্যবসা-বাণিজ্য বসে গেছে। তাদের কিছুটা স্বস্তি দরকার। অনেক কৃষকের একমাত্র সহায়সম্বল একটি গরু, সেটি ঈদে বিক্রি করা জরুরি। আরও কত জরুরি কারণে হয়তো একটা সুযোগ সরকার দিয়েছে। কিন্তু নাগরিক হিসেবে আমরা এই সুযোগের অপব্যবহার করছি কি না, ভাবা দরকার।
আসলে সবকিছু খুলে দেওয়া মানে এটা সবার জন্য ভালো খবর নয়। এতে দল বেঁধে সবার খুশিতে শামিল হওয়ার কোনো কারণ নেই। সবার ভাবা উচিত, এটা স্বাভাবিক সময় নয়। একটি বিশেষ পরিস্থিতি পার করছি আমরা। ভাবছি না যে, কী ভয়ংকর রূপে ক্রমেই আমাদের নিজেদের ঘরে ঢুকে যাচ্ছে করোনা। কারও কারও পরিবারের একাধিক প্রিয় মানুষকে কেড়ে নিয়েছে এই মরণব্যাধি।
বিষয়টিকে আমরা হালকাভাবেই নিয়েছি মনে হয়। সবারই মনে রাখতে হবে, নিজের জীবনের সুরক্ষা নিজেকেই দিতে হবে। সাধারণ মানুষের একধরনের চাপের মুখে সরকার সবকিছু শিথিল করলেও করোনার সংক্রমণের বিষয়টি ভুলে গেলে চলবে না। সরকার শিথিল করল বলেই সবাই অতি উৎসাহে রাস্তায় নেমে পড়ল, শপিংয়ে কেনাকাটায় ব্যস্ত হয়ে গেল—এটা ঠিক নয়। নিতান্ত জরুরি ছাড়া কারও বাইরে বের হওয়া বন্ধ করুন। হাটে গিয়ে পশু কেনার চেয়ে অনলাইনেও কেনার সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগানো যায়। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। অবশ্যই মাস্ক পরা ও দূরত্ব মেনে চলাচল করা এখন জীবনেরই অংশ। মনে রাখতে হবে, এই বিশেষ সময়ে স্বাভাবিক সময়ের মতো আচরণ বড় ক্ষতির কারণ হতে পারে।
মায়ের হাতে ধোঁয়াওঠা গরম ভাত, সঙ্গে পুকুর থেকে ধরা তাজা কই বা শিং মাছের ঝোল। আহা! এ যে অমৃত! জানি ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে এ রকম নানান মধুর ঘটনাবহুল কয়েকটি দিন কাটানো আমাদের চিরায়ত সংস্কৃতির অংশ। তাই টানা লকডাউনের পর কিছুটা ছাড়া পেয়ে যান্ত্রিকতার খোলশ ভেঙে মানুষ নগর ছেড়ে মাটির টানে ছুটবেন–এটাই স্বাভাবিক। এ জন্য কয়েক দিন ধরেই চলছে আয়োজন। এরই মধ্যে হয়তো অনেকেই ঢাকা ছেড়েছেন। যাঁরা এখনো আছেন, তাঁরাও নিশ্চয় বাক্সপেটরা গোছাতে শুরু করেছেন। মনের আনন্দে বাড়ি যাবেন, ঈদ করবেন—কী যে শান্তি!
করোনায় দিনে গড়ে দুই শতাধিক মানুষ মারা যাচ্ছে। এর মধ্যেও সরকার সবকিছু খুলে দিয়েছে। এ সিদ্ধান্ত কতটা ঠিক হলো, তা নিয়ে নিশ্চয় বিশেষজ্ঞরা বলবেন। তবে এটুকু বলা যায়, সামনের দিন আরও ঝুঁকিপূর্ণ। গণমাধ্যমে খবর ও ছবি দেখা যাচ্ছে। মানুষ গাদাগাদি করে বাড়ি ফিরছে। গরুর হাঁটগুলো উপচে পড়ছে মানুষের চাপে। সত্যি সত্যি একটি মেগা উৎসবে অংশ নিয়েছি আমরা! বিষয়টি এমন মনে হচ্ছে যে—আগে উৎসব, পরে জীবন!
এটা ঠিক, দীর্ঘ লকডাউনে ব্যবসা-বাণিজ্য বসে গেছে। তাদের কিছুটা স্বস্তি দরকার। অনেক কৃষকের একমাত্র সহায়সম্বল একটি গরু, সেটি ঈদে বিক্রি করা জরুরি। আরও কত জরুরি কারণে হয়তো একটা সুযোগ সরকার দিয়েছে। কিন্তু নাগরিক হিসেবে আমরা এই সুযোগের অপব্যবহার করছি কি না, ভাবা দরকার।
আসলে সবকিছু খুলে দেওয়া মানে এটা সবার জন্য ভালো খবর নয়। এতে দল বেঁধে সবার খুশিতে শামিল হওয়ার কোনো কারণ নেই। সবার ভাবা উচিত, এটা স্বাভাবিক সময় নয়। একটি বিশেষ পরিস্থিতি পার করছি আমরা। ভাবছি না যে, কী ভয়ংকর রূপে ক্রমেই আমাদের নিজেদের ঘরে ঢুকে যাচ্ছে করোনা। কারও কারও পরিবারের একাধিক প্রিয় মানুষকে কেড়ে নিয়েছে এই মরণব্যাধি।
বিষয়টিকে আমরা হালকাভাবেই নিয়েছি মনে হয়। সবারই মনে রাখতে হবে, নিজের জীবনের সুরক্ষা নিজেকেই দিতে হবে। সাধারণ মানুষের একধরনের চাপের মুখে সরকার সবকিছু শিথিল করলেও করোনার সংক্রমণের বিষয়টি ভুলে গেলে চলবে না। সরকার শিথিল করল বলেই সবাই অতি উৎসাহে রাস্তায় নেমে পড়ল, শপিংয়ে কেনাকাটায় ব্যস্ত হয়ে গেল—এটা ঠিক নয়। নিতান্ত জরুরি ছাড়া কারও বাইরে বের হওয়া বন্ধ করুন। হাটে গিয়ে পশু কেনার চেয়ে অনলাইনেও কেনার সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগানো যায়। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। অবশ্যই মাস্ক পরা ও দূরত্ব মেনে চলাচল করা এখন জীবনেরই অংশ। মনে রাখতে হবে, এই বিশেষ সময়ে স্বাভাবিক সময়ের মতো আচরণ বড় ক্ষতির কারণ হতে পারে।
শান্তিতে নোবেল পুরস্কার একসময় ছিল আন্তর্জাতিক নৈতিকতার শীর্ষ সম্মান—যেখানে পুরস্কার পেতেন তাঁরা, যাঁদের জীবন ও কর্ম বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত। আজ সেই পুরস্কার অনেকটা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক সৌজন্য উপহার। যা দেওয়া হয় যখন কারও হাত মলতে হয়, অহংকারে তেল দিতে হয় বা নিজের অ্যাজেন্ডা...
১২ আগস্ট ২০২৫গত বছর জুলাই মাস থেকে আমাদের আন্দোলনকারী তরুণ ছাত্রছাত্রীদের মুখে ও কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে, বেশি বেশি করে কয়েকটি বাক্য উচ্চারিত হয়ে আসছিল। বাকিগুলোর মধ্যে প্রথম যে বাক্যটি সবার কানে বেধেছে, সেটা হলো ‘বন্দোবস্ত’।
১২ আগস্ট ২০২৫প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি রংপুরে অনুষ্ঠিত এক সভায় যে কথাগুলো বলেছেন, তা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি অকপটে স্বীকার করেছেন, সুষ্ঠু নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
১২ আগস্ট ২০২৫জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার অবসানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে কয়েক দিন ধরে পত্রপত্রিকা ও টেলিভিশনের টক শোতে চলছে এক বছরের মূল্যায়ন।
১১ আগস্ট ২০২৫