সম্পাদকীয়
ভারতবর্ষ আক্রমণ করতে এসে বীর আলেকজান্ডার নিছক রসিকতা করে নিশ্চয়ই বলেননি, ‘সত্যিই সেলুকাস, কী বিচিত্র এই দেশ!’ আলেকজান্ডার এই দেশের বৈচিত্র্য আর কতটুকু দেখেছেন? বাংলা পর্যন্ত পৌঁছাতে পারলে তিনি বুঝতে পারতেন কত ধানে কত চাল। ভাগ্যিস, বাংলা পর্যন্ত তাঁকে আসতে হয়নি। জীবনের অনেক বৈপরীত্য দেখার হাত থেকে বেঁচে গেছেন তিনি।
এটা এমনই এক দেশ, যাকে ইতিহাসের এক নির্দিষ্ট সময়ে অনেকেই ‘মবের মুল্লুক’ নামে অভিহিত করেছেন। একদল শিক্ষার্থী ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নাম নিয়ে বিভিন্ন মানুষকে টার্গেট করে চাঁদাবাজি করতে লেগে গেছে। আলেকজান্ডার এসব দেখে নিশ্চয়ই বুঝতে পারতেন, তাঁর রাজত্বকালে যদি এভাবে হঠাৎ করে মবতন্ত্র কায়েম হতো, তাহলে ক্ষমতায় টিকে থাকা তাঁর পক্ষে সম্ভব হতো না। সহযোদ্ধা সেলুকাসকে বলা ‘বিচিত্র দেশ’ তাঁকে মুহূর্তেই অস্তিত্বহীন করে দিত।
এই বিচিত্র দেশের বিচিত্র এক খবর বেরিয়েছে ২৭ জুলাইয়ের আজকের পত্রিকায়। যদিও বিচিত্র দেশে এ রকম ঘটনা সব সময়ই ঘটে কি না, সে প্রশ্ন আলেকজান্ডার করতেই পারেন। কিন্তু এই প্রশ্নের সহজ উত্তর পাবেন, এ রকম আশ্বাস তাঁকে কেউ দিতে পারবে না। ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে হত্যা মামলার সাক্ষ্য দিতে গিয়ে কেন বিপাকে পড়েছিলেন আব্দুল মান্নান চুন্নু মৃধা, সে কথা কি দিগ্বিজয়ী বীর ধারণা করতে পারবেন? কেন চুন্নু মৃধা আদালতে সাক্ষ্য দিতে গিয়েছিলেন? কারণ, তিনি রুবেল গাজী হত্যার একমাত্র প্রত্যক্ষদর্শী। তাঁর সাক্ষ্যের ওপর এই মামলার অনেক কিছুই নির্ভর করছে। চুন্নু মৃধা নিজে যা দেখেছেন, সে কথাই নিশ্চয় আদালতে বলেছেন। এবং তারপর কর্মশেষে বাড়ি ফেরার জন্য তৈরি হন। তখন আদালত প্রাঙ্গণেই মামলার আসামিপক্ষ লাঠিসোঁটা দিয়ে তাঁকে বেদম মারধর করে। চুন্নু মৃধা নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়া গ্রামের সাবেক ইউপি সদস্য। কিন্তু এই পরিচয় তাঁর রক্ষাকবজ হয়ে উঠতে পারেনি। হামলাকারীরা লোহার হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে তাঁকে রক্তাক্ত করে তোলে। স্থানীয় লোকেরা তাঁকে উদ্ধার করে আদালত ভবনে এনে প্রাথমিক সেবা দেওয়ার পর পুলিশের সহায়তায় ঝালকাঠি জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আলেকজান্ডারকে যদি বলা হয়, প্রত্যক্ষদর্শী এই সাক্ষীকে আসামিপক্ষ আদালত চত্বরেই মারধর করেছে, তাহলে কি দিগ্বিজয়ী এই যোদ্ধার কপালে ভাঁজ পড়বে না? তাঁদের জামানায় আসামিরা কি আদালত প্রাঙ্গণে হত্যা মামলার প্রত্যক্ষদর্শীকে এভাবে পেটাতে পারতেন? তাঁদের সময়কালে আদালত চত্বর কি এ রকম অরক্ষিত ছিল? এই যদি হয় নিরাপত্তার অবস্থা, তাহলে প্রত্যক্ষদর্শীরা কি আর আদালতে সাক্ষ্য দিতে যাবেন? জীবনের মূল্য বড় নাকি সাক্ষ্য দেওয়ার কর্তব্য বড়? জীবনই যদি না থাকল, তাহলে সাক্ষ্যের দাম কী? এসব কথা ভাবতে ভাবতে আলেকজান্ডারের মাথাটা নিশ্চয়ই ঝিমঝিম করে উঠত। তিনি নিশ্চয়ই মাথা চুলকে সেলুকাসকে বলতেন, ‘সত্যিই সেলুকাস, কী বিচিত্র এই দেশ!’
তবে এবার সে উক্তির উদ্দেশ্য থাকত ভিন্ন!
ভারতবর্ষ আক্রমণ করতে এসে বীর আলেকজান্ডার নিছক রসিকতা করে নিশ্চয়ই বলেননি, ‘সত্যিই সেলুকাস, কী বিচিত্র এই দেশ!’ আলেকজান্ডার এই দেশের বৈচিত্র্য আর কতটুকু দেখেছেন? বাংলা পর্যন্ত পৌঁছাতে পারলে তিনি বুঝতে পারতেন কত ধানে কত চাল। ভাগ্যিস, বাংলা পর্যন্ত তাঁকে আসতে হয়নি। জীবনের অনেক বৈপরীত্য দেখার হাত থেকে বেঁচে গেছেন তিনি।
এটা এমনই এক দেশ, যাকে ইতিহাসের এক নির্দিষ্ট সময়ে অনেকেই ‘মবের মুল্লুক’ নামে অভিহিত করেছেন। একদল শিক্ষার্থী ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নাম নিয়ে বিভিন্ন মানুষকে টার্গেট করে চাঁদাবাজি করতে লেগে গেছে। আলেকজান্ডার এসব দেখে নিশ্চয়ই বুঝতে পারতেন, তাঁর রাজত্বকালে যদি এভাবে হঠাৎ করে মবতন্ত্র কায়েম হতো, তাহলে ক্ষমতায় টিকে থাকা তাঁর পক্ষে সম্ভব হতো না। সহযোদ্ধা সেলুকাসকে বলা ‘বিচিত্র দেশ’ তাঁকে মুহূর্তেই অস্তিত্বহীন করে দিত।
এই বিচিত্র দেশের বিচিত্র এক খবর বেরিয়েছে ২৭ জুলাইয়ের আজকের পত্রিকায়। যদিও বিচিত্র দেশে এ রকম ঘটনা সব সময়ই ঘটে কি না, সে প্রশ্ন আলেকজান্ডার করতেই পারেন। কিন্তু এই প্রশ্নের সহজ উত্তর পাবেন, এ রকম আশ্বাস তাঁকে কেউ দিতে পারবে না। ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে হত্যা মামলার সাক্ষ্য দিতে গিয়ে কেন বিপাকে পড়েছিলেন আব্দুল মান্নান চুন্নু মৃধা, সে কথা কি দিগ্বিজয়ী বীর ধারণা করতে পারবেন? কেন চুন্নু মৃধা আদালতে সাক্ষ্য দিতে গিয়েছিলেন? কারণ, তিনি রুবেল গাজী হত্যার একমাত্র প্রত্যক্ষদর্শী। তাঁর সাক্ষ্যের ওপর এই মামলার অনেক কিছুই নির্ভর করছে। চুন্নু মৃধা নিজে যা দেখেছেন, সে কথাই নিশ্চয় আদালতে বলেছেন। এবং তারপর কর্মশেষে বাড়ি ফেরার জন্য তৈরি হন। তখন আদালত প্রাঙ্গণেই মামলার আসামিপক্ষ লাঠিসোঁটা দিয়ে তাঁকে বেদম মারধর করে। চুন্নু মৃধা নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়া গ্রামের সাবেক ইউপি সদস্য। কিন্তু এই পরিচয় তাঁর রক্ষাকবজ হয়ে উঠতে পারেনি। হামলাকারীরা লোহার হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে তাঁকে রক্তাক্ত করে তোলে। স্থানীয় লোকেরা তাঁকে উদ্ধার করে আদালত ভবনে এনে প্রাথমিক সেবা দেওয়ার পর পুলিশের সহায়তায় ঝালকাঠি জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আলেকজান্ডারকে যদি বলা হয়, প্রত্যক্ষদর্শী এই সাক্ষীকে আসামিপক্ষ আদালত চত্বরেই মারধর করেছে, তাহলে কি দিগ্বিজয়ী এই যোদ্ধার কপালে ভাঁজ পড়বে না? তাঁদের জামানায় আসামিরা কি আদালত প্রাঙ্গণে হত্যা মামলার প্রত্যক্ষদর্শীকে এভাবে পেটাতে পারতেন? তাঁদের সময়কালে আদালত চত্বর কি এ রকম অরক্ষিত ছিল? এই যদি হয় নিরাপত্তার অবস্থা, তাহলে প্রত্যক্ষদর্শীরা কি আর আদালতে সাক্ষ্য দিতে যাবেন? জীবনের মূল্য বড় নাকি সাক্ষ্য দেওয়ার কর্তব্য বড়? জীবনই যদি না থাকল, তাহলে সাক্ষ্যের দাম কী? এসব কথা ভাবতে ভাবতে আলেকজান্ডারের মাথাটা নিশ্চয়ই ঝিমঝিম করে উঠত। তিনি নিশ্চয়ই মাথা চুলকে সেলুকাসকে বলতেন, ‘সত্যিই সেলুকাস, কী বিচিত্র এই দেশ!’
তবে এবার সে উক্তির উদ্দেশ্য থাকত ভিন্ন!
শান্তিতে নোবেল পুরস্কার একসময় ছিল আন্তর্জাতিক নৈতিকতার শীর্ষ সম্মান—যেখানে পুরস্কার পেতেন তাঁরা, যাঁদের জীবন ও কর্ম বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত। আজ সেই পুরস্কার অনেকটা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক সৌজন্য উপহার। যা দেওয়া হয় যখন কারও হাত মলতে হয়, অহংকারে তেল দিতে হয় বা নিজের অ্যাজেন্ডা...
১৯ দিন আগেগত বছর জুলাই মাস থেকে আমাদের আন্দোলনকারী তরুণ ছাত্রছাত্রীদের মুখে ও কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে, বেশি বেশি করে কয়েকটি বাক্য উচ্চারিত হয়ে আসছিল। বাকিগুলোর মধ্যে প্রথম যে বাক্যটি সবার কানে বেধেছে, সেটা হলো ‘বন্দোবস্ত’।
১৯ দিন আগেপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি রংপুরে অনুষ্ঠিত এক সভায় যে কথাগুলো বলেছেন, তা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি অকপটে স্বীকার করেছেন, সুষ্ঠু নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
১৯ দিন আগেজুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার অবসানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে কয়েক দিন ধরে পত্রপত্রিকা ও টেলিভিশনের টক শোতে চলছে এক বছরের মূল্যায়ন।
২০ দিন আগে