সম্পাদকীয়
দুই যুবক এমন এক কাণ্ড ঘটালেন, যা নিয়ে একটা ভালো চিত্রনাট্য লেখাও সম্ভব নয়। মানুষকে বোকা বানিয়ে, জালিয়াতি করে পার পাওয়া নিয়ে কত নাটক-সিনেমা হয়েছে! এমনকি সেই চোর-বাটপারের কাহিনি পড়ে কিংবা সেই কাহিনি নিয়ে সিনেমা তৈরি হলে তাদের প্রতি সহানুভূতিও দেখিয়েছে মানুষ, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের এ দুই যুবক চাঁদাবাজিটাও ভালোভাবে রপ্ত করতে পারেননি। শিক্ষানবিশ হিসেবেই কলাবোঝাই পিকআপ থামিয়ে টাকা আদায় করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তাঁরা! ‘মারি তো গন্ডার, লুটি তো ভান্ডার’ প্রবাদবাক্যটিকে কলা দেখিয়ে তাঁরা কিনা থামালেন কলাবোঝাই পিকআপ ভ্যান! এ বড় লজ্জার কথা!
জালিয়াতদের নিয়ে যেসব বই বা চলচ্চিত্রের কথা এই মুহূর্তে মনে পড়ছে, তার মধ্যে ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’, ‘ক্যান ইউ এভার ফরগিভ মি’, ‘দ্য ক্যাপ্টেন ফ্রম কোপেনিক’, ‘আই লাভ ইউ ফিলিপ মরিস’, ‘বান্টি আওর বাবলি’ উল্লেখযোগ্য। এ ছাড়া আরও অনেক ছবি আছে, যেগুলোতে প্রতারকদের সূক্ষ্ম প্রতারণা দেখে চোখ কপালে ওঠে। কিন্তু প্রতারণা বা চাঁদাবাজিতে হাত পাকানোর জন্য তৈরি না হয়েই মো. রাকিব মিয়া আর মো. জাহিদ হাসান কেন মোটরসাইকেল রাজপথে রেখে পিকআপ থামানোর নাটক করতে গেলেন, তা বোধগম্য নয়। আহা!
যদি চৌকস জালিয়াত হতেন, তাহলে আত্মবিশ্বাসে বলীয়ান হয়েই ঝাঁপিয়ে পড়তে পারতেন কাজে! রাজপথে আড়াআড়ি মোটরসাইকেল রেখে থামাতে পারতেন চোরাই অস্ত্র বা মোবাইলফোন বোঝাই ট্রাক। তারপর বলতে পারতেন, ‘ট্রাকে অবৈধ মাল আছে!’ বোঝাপড়ার অফার দিতেন। এরপর যা হয় আরকি! ঝামেলা এড়াতে ওই ট্রাকে থাকা দুর্বৃত্তরা ‘পুলিশ–ম্যাজিস্ট্রেট’কে ‘খুশি’ করত। রাজার মতো ফিরে আসতেন ছদ্ম ম্যাজিস্ট্রেট রাকিব মিয়া আর ছদ্ম পুলিশের সার্জেন্ট জাহিদ হাসান।
এসবের কিছুই হলো না। ভালো হোমওয়ার্ক করেননি বলে ধরা পড়ে গেলেন। সাধারণত রাস্তায় যদি পুলিশ কোনো মালবাহী যান থামায়, তাহলে সেখানে বিভিন্ন রকম নাটক হতে পারে।
অন্যগুলো বাদ দিয়ে একটাই কেবল বলি, হয় নিয়মের বাইরে বেশি পরিমাণ মাল বহন করছেন অথবা যানের কাগজপত্র ঠিক নেই অথবা এমন মাল নিয়ে যাচ্ছেন, যা নিয়ে সন্দেহ থাকতেই পারে। তাই মওকামতো মালবাহী যান আটকাতে পারলে সত্যিই সে নাটক ‘কমেডি’ নাটকে পরিণত হতে পারে। আর গোল বাধলেই তা ট্র্যাজেডি। আর এই প্রক্রিয়ায় যদি রাকিব-জাহিদের মতো অদক্ষ চাঁদাবাজ যুক্ত হয়ে পড়েন, তবে তা সীমাহীন হাস্যরসের জন্ম দিতে পারে।
রসিকতা পাশে সরিয়ে রেখে এবার বলি, করোনার কারণে কর্মসংস্থানের অভাব কিন্তু প্রকট হয়ে পড়েছে। এখন বাঁচার তাগিদেই মানুষ নানা ধরনের অভিনব সব কায়দাকানুন রপ্ত করার চেষ্টা করছে। কর্মসংস্থানের মাধ্যমে এই প্রবণতা রোধ করতে হবে। সমাজে যেন এ ধরনের ব্যাধি ছড়িয়ে না পড়ে, সেটা নিশ্চিত করার দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই নয়, আশপাশের মানুষেরও। চেনাজানা কারও জীবনযাত্রার ধরন পাল্টে গেলে তাঁরা সেটা চিহ্নিত করে পুলিশে খবর দিতে পারেন। তাতে হয়তো প্রতারণা বা চাঁদাবাজি নিয়ে একটা উৎকৃষ্ট চলচ্চিত্র নির্মাণ হবে না, কিন্তু সমাজ বাঁচবে। সেটা বোধ হয় বেশি জরুরি।
দুই যুবক এমন এক কাণ্ড ঘটালেন, যা নিয়ে একটা ভালো চিত্রনাট্য লেখাও সম্ভব নয়। মানুষকে বোকা বানিয়ে, জালিয়াতি করে পার পাওয়া নিয়ে কত নাটক-সিনেমা হয়েছে! এমনকি সেই চোর-বাটপারের কাহিনি পড়ে কিংবা সেই কাহিনি নিয়ে সিনেমা তৈরি হলে তাদের প্রতি সহানুভূতিও দেখিয়েছে মানুষ, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের এ দুই যুবক চাঁদাবাজিটাও ভালোভাবে রপ্ত করতে পারেননি। শিক্ষানবিশ হিসেবেই কলাবোঝাই পিকআপ থামিয়ে টাকা আদায় করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তাঁরা! ‘মারি তো গন্ডার, লুটি তো ভান্ডার’ প্রবাদবাক্যটিকে কলা দেখিয়ে তাঁরা কিনা থামালেন কলাবোঝাই পিকআপ ভ্যান! এ বড় লজ্জার কথা!
জালিয়াতদের নিয়ে যেসব বই বা চলচ্চিত্রের কথা এই মুহূর্তে মনে পড়ছে, তার মধ্যে ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’, ‘ক্যান ইউ এভার ফরগিভ মি’, ‘দ্য ক্যাপ্টেন ফ্রম কোপেনিক’, ‘আই লাভ ইউ ফিলিপ মরিস’, ‘বান্টি আওর বাবলি’ উল্লেখযোগ্য। এ ছাড়া আরও অনেক ছবি আছে, যেগুলোতে প্রতারকদের সূক্ষ্ম প্রতারণা দেখে চোখ কপালে ওঠে। কিন্তু প্রতারণা বা চাঁদাবাজিতে হাত পাকানোর জন্য তৈরি না হয়েই মো. রাকিব মিয়া আর মো. জাহিদ হাসান কেন মোটরসাইকেল রাজপথে রেখে পিকআপ থামানোর নাটক করতে গেলেন, তা বোধগম্য নয়। আহা!
যদি চৌকস জালিয়াত হতেন, তাহলে আত্মবিশ্বাসে বলীয়ান হয়েই ঝাঁপিয়ে পড়তে পারতেন কাজে! রাজপথে আড়াআড়ি মোটরসাইকেল রেখে থামাতে পারতেন চোরাই অস্ত্র বা মোবাইলফোন বোঝাই ট্রাক। তারপর বলতে পারতেন, ‘ট্রাকে অবৈধ মাল আছে!’ বোঝাপড়ার অফার দিতেন। এরপর যা হয় আরকি! ঝামেলা এড়াতে ওই ট্রাকে থাকা দুর্বৃত্তরা ‘পুলিশ–ম্যাজিস্ট্রেট’কে ‘খুশি’ করত। রাজার মতো ফিরে আসতেন ছদ্ম ম্যাজিস্ট্রেট রাকিব মিয়া আর ছদ্ম পুলিশের সার্জেন্ট জাহিদ হাসান।
এসবের কিছুই হলো না। ভালো হোমওয়ার্ক করেননি বলে ধরা পড়ে গেলেন। সাধারণত রাস্তায় যদি পুলিশ কোনো মালবাহী যান থামায়, তাহলে সেখানে বিভিন্ন রকম নাটক হতে পারে।
অন্যগুলো বাদ দিয়ে একটাই কেবল বলি, হয় নিয়মের বাইরে বেশি পরিমাণ মাল বহন করছেন অথবা যানের কাগজপত্র ঠিক নেই অথবা এমন মাল নিয়ে যাচ্ছেন, যা নিয়ে সন্দেহ থাকতেই পারে। তাই মওকামতো মালবাহী যান আটকাতে পারলে সত্যিই সে নাটক ‘কমেডি’ নাটকে পরিণত হতে পারে। আর গোল বাধলেই তা ট্র্যাজেডি। আর এই প্রক্রিয়ায় যদি রাকিব-জাহিদের মতো অদক্ষ চাঁদাবাজ যুক্ত হয়ে পড়েন, তবে তা সীমাহীন হাস্যরসের জন্ম দিতে পারে।
রসিকতা পাশে সরিয়ে রেখে এবার বলি, করোনার কারণে কর্মসংস্থানের অভাব কিন্তু প্রকট হয়ে পড়েছে। এখন বাঁচার তাগিদেই মানুষ নানা ধরনের অভিনব সব কায়দাকানুন রপ্ত করার চেষ্টা করছে। কর্মসংস্থানের মাধ্যমে এই প্রবণতা রোধ করতে হবে। সমাজে যেন এ ধরনের ব্যাধি ছড়িয়ে না পড়ে, সেটা নিশ্চিত করার দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই নয়, আশপাশের মানুষেরও। চেনাজানা কারও জীবনযাত্রার ধরন পাল্টে গেলে তাঁরা সেটা চিহ্নিত করে পুলিশে খবর দিতে পারেন। তাতে হয়তো প্রতারণা বা চাঁদাবাজি নিয়ে একটা উৎকৃষ্ট চলচ্চিত্র নির্মাণ হবে না, কিন্তু সমাজ বাঁচবে। সেটা বোধ হয় বেশি জরুরি।
শান্তিতে নোবেল পুরস্কার একসময় ছিল আন্তর্জাতিক নৈতিকতার শীর্ষ সম্মান—যেখানে পুরস্কার পেতেন তাঁরা, যাঁদের জীবন ও কর্ম বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত। আজ সেই পুরস্কার অনেকটা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক সৌজন্য উপহার। যা দেওয়া হয় যখন কারও হাত মলতে হয়, অহংকারে তেল দিতে হয় বা নিজের অ্যাজেন্ডা...
১২ আগস্ট ২০২৫গত বছর জুলাই মাস থেকে আমাদের আন্দোলনকারী তরুণ ছাত্রছাত্রীদের মুখে ও কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে, বেশি বেশি করে কয়েকটি বাক্য উচ্চারিত হয়ে আসছিল। বাকিগুলোর মধ্যে প্রথম যে বাক্যটি সবার কানে বেধেছে, সেটা হলো ‘বন্দোবস্ত’।
১২ আগস্ট ২০২৫প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি রংপুরে অনুষ্ঠিত এক সভায় যে কথাগুলো বলেছেন, তা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি অকপটে স্বীকার করেছেন, সুষ্ঠু নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
১২ আগস্ট ২০২৫জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার অবসানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে কয়েক দিন ধরে পত্রপত্রিকা ও টেলিভিশনের টক শোতে চলছে এক বছরের মূল্যায়ন।
১১ আগস্ট ২০২৫