সম্পাদকীয়
শওকত ওসমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খবর শুনে লিখেছিলেন, ‘আর তো কিছু শোনার প্রয়োজন করে না।’ ঘাতকদের উদ্দেশে লিখেছিলেন, ‘সাম্রাজ্যবাদীরা ঘাতক খুঁজে পায় তৃতীয় বিশ্বের সামাজিক নর্দমা থেকে!’ লিখেছিলেন, ‘এমন ফেরেবের গর্তে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চলে গেলেন বড় চড়া দাম দিয়ে। দেশপ্রেমের অভাব থাকলে তিনি সাম্রাজ্যবাদের শিকার হতেন না।’
‘বঙ্গবন্ধুহীন বাংলাদেশ!’ একজন লেখকের মনের তোলপাড় বুঝতে হলে শওকত ওসমানের ওই সময়কার লেখা শব্দাবলির দিকে চোখ রাখতে হবে। ১৯৭৫ সালের ১৬ আগস্ট তিনি লিখেছেন, ‘বজ্রাহত। বসে থাকি। পায়চারি করি। মাথার ভেতর নানা দাপাদাপি।...ইতিহাস কোথায় নিয়ে চলেছে আমাদের?’ ১৮ আগস্ট লেখেন, ‘হেথা নয় অন্য কোনোখানে!’ ফিরে এলেন রবীন্দ্রনাথ। না এইভাবে ধুঁকে ধুঁকে মরতে পারব না।...ঘাতকেরা গদি রক্ষায় মগ্ন। ওদের বেতার ভাষণ আমি আর শুনি না।’
কয়েকটি বিষণ্ণ দিন কাটিয়ে এরপর কলকাতায় চলে গেলেন তিনি। সেখানে গিয়ে অনিদ্রা হলো। কদিন ঘুমাতে পারলেন না। ঢাকার রাজনৈতিক সংবাদ জানার জন্য ব্যাকুল থাকলেন। ডায়েরি লেখা কমে গেল। ২২ অক্টোবর রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। শেখ মুজিবুর রহমানের সঙ্গে দুরন্ত বন্যার মধ্যে জল–প্রান্তর হেঁটে পার হচ্ছেন তিনি। বঙ্গবন্ধু হেঁকে বলছেন, ‘ওইখানে আশ্রয় নিতে হবে...ওই যে ডাঙ্গা...তাহলেই নিরাপদ।’
স্রোতের শব্দ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে জনতার কোলাহল। বঙ্গবন্ধু বলছেন, ‘এগোও, এগোও’...।
বঙ্গবন্ধু আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছিলেন শওকত ওসমানকে। এ কারণেই বাস্তব আর স্বপ্নের জগতে তিনি খুঁজে বেড়াতে থাকেন বঙ্গবন্ধুকে।
এরপর ৫ নভেম্বর খবর পেলেন জেলহত্যার। প্রথমে শুনলেন তিনজনের কথা। নজরুল ইসলামও যে খুনের শিকার হয়েছেন, সেটা প্রথমে শোনেননি। রেডিওতে সেই খবর শুনে জানলেন চারজনের কথা। বুঝলেন, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের সব বড় নেতাকে হত্যা করা হয়েছে। এই কষ্ট জীবনের শেষ দিন পর্যন্ত আচ্ছন্ন করে রেখেছিল শওকত ওসমানকে।
সূত্র: শওকত ওসমান, উত্তরপর্ব মুজিবনগর,
পৃষ্ঠা: ১৩, ১৭, ২৮
শওকত ওসমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খবর শুনে লিখেছিলেন, ‘আর তো কিছু শোনার প্রয়োজন করে না।’ ঘাতকদের উদ্দেশে লিখেছিলেন, ‘সাম্রাজ্যবাদীরা ঘাতক খুঁজে পায় তৃতীয় বিশ্বের সামাজিক নর্দমা থেকে!’ লিখেছিলেন, ‘এমন ফেরেবের গর্তে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চলে গেলেন বড় চড়া দাম দিয়ে। দেশপ্রেমের অভাব থাকলে তিনি সাম্রাজ্যবাদের শিকার হতেন না।’
‘বঙ্গবন্ধুহীন বাংলাদেশ!’ একজন লেখকের মনের তোলপাড় বুঝতে হলে শওকত ওসমানের ওই সময়কার লেখা শব্দাবলির দিকে চোখ রাখতে হবে। ১৯৭৫ সালের ১৬ আগস্ট তিনি লিখেছেন, ‘বজ্রাহত। বসে থাকি। পায়চারি করি। মাথার ভেতর নানা দাপাদাপি।...ইতিহাস কোথায় নিয়ে চলেছে আমাদের?’ ১৮ আগস্ট লেখেন, ‘হেথা নয় অন্য কোনোখানে!’ ফিরে এলেন রবীন্দ্রনাথ। না এইভাবে ধুঁকে ধুঁকে মরতে পারব না।...ঘাতকেরা গদি রক্ষায় মগ্ন। ওদের বেতার ভাষণ আমি আর শুনি না।’
কয়েকটি বিষণ্ণ দিন কাটিয়ে এরপর কলকাতায় চলে গেলেন তিনি। সেখানে গিয়ে অনিদ্রা হলো। কদিন ঘুমাতে পারলেন না। ঢাকার রাজনৈতিক সংবাদ জানার জন্য ব্যাকুল থাকলেন। ডায়েরি লেখা কমে গেল। ২২ অক্টোবর রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। শেখ মুজিবুর রহমানের সঙ্গে দুরন্ত বন্যার মধ্যে জল–প্রান্তর হেঁটে পার হচ্ছেন তিনি। বঙ্গবন্ধু হেঁকে বলছেন, ‘ওইখানে আশ্রয় নিতে হবে...ওই যে ডাঙ্গা...তাহলেই নিরাপদ।’
স্রোতের শব্দ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে জনতার কোলাহল। বঙ্গবন্ধু বলছেন, ‘এগোও, এগোও’...।
বঙ্গবন্ধু আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছিলেন শওকত ওসমানকে। এ কারণেই বাস্তব আর স্বপ্নের জগতে তিনি খুঁজে বেড়াতে থাকেন বঙ্গবন্ধুকে।
এরপর ৫ নভেম্বর খবর পেলেন জেলহত্যার। প্রথমে শুনলেন তিনজনের কথা। নজরুল ইসলামও যে খুনের শিকার হয়েছেন, সেটা প্রথমে শোনেননি। রেডিওতে সেই খবর শুনে জানলেন চারজনের কথা। বুঝলেন, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের সব বড় নেতাকে হত্যা করা হয়েছে। এই কষ্ট জীবনের শেষ দিন পর্যন্ত আচ্ছন্ন করে রেখেছিল শওকত ওসমানকে।
সূত্র: শওকত ওসমান, উত্তরপর্ব মুজিবনগর,
পৃষ্ঠা: ১৩, ১৭, ২৮
শান্তিতে নোবেল পুরস্কার একসময় ছিল আন্তর্জাতিক নৈতিকতার শীর্ষ সম্মান—যেখানে পুরস্কার পেতেন তাঁরা, যাঁদের জীবন ও কর্ম বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত। আজ সেই পুরস্কার অনেকটা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক সৌজন্য উপহার। যা দেওয়া হয় যখন কারও হাত মলতে হয়, অহংকারে তেল দিতে হয় বা নিজের অ্যাজেন্ডা...
১২ আগস্ট ২০২৫গত বছর জুলাই মাস থেকে আমাদের আন্দোলনকারী তরুণ ছাত্রছাত্রীদের মুখে ও কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে, বেশি বেশি করে কয়েকটি বাক্য উচ্চারিত হয়ে আসছিল। বাকিগুলোর মধ্যে প্রথম যে বাক্যটি সবার কানে বেধেছে, সেটা হলো ‘বন্দোবস্ত’।
১২ আগস্ট ২০২৫প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি রংপুরে অনুষ্ঠিত এক সভায় যে কথাগুলো বলেছেন, তা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি অকপটে স্বীকার করেছেন, সুষ্ঠু নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
১২ আগস্ট ২০২৫জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার অবসানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে কয়েক দিন ধরে পত্রপত্রিকা ও টেলিভিশনের টক শোতে চলছে এক বছরের মূল্যায়ন।
১১ আগস্ট ২০২৫