সম্পাদকীয়
একজনের নাম হাসিনা আক্তার। আরেকজনের নাম হাসিনা বেগম। দুজনের নামের প্রথম অংশ এক হলেও তাঁদের দুজনের স্বামীর নাম এক—হামিদ হোসেন। এই মিলের কারণে অপরাধী হাসিনা আক্তারের বদলে নির্দোষ হাসিনা বেগমকে ১৭ মাস জেলে থাকতে হয়েছে। বিষয়টি আদালতের নজরে আনা হলে এবং ঘটনা সত্য বলে প্রমাণ হওয়ায় আদালতের নির্দেশে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন হাসিনা বেগম। এখন প্রশ্ন হলো, যাদের ইচ্ছাকৃত ভুল কিংবা গাফেলতি বা দায়িত্বহীনতার কারণে এই নির্দোষ নারীকে এক বছর পাঁচ মাস কারাগারে কাটাতে হলো, তারা কি তাদের এই অপরাধের কোনো শাস্তি পাবে না? যদি এই ঘটনার সঙ্গে যারা জড়িত, যারা একজন
অসহায় নারীর জীবন থেকে ১৭টি মাস কেড়ে নিয়েছে, তাদের যদি আইনের আওতায় না আনা হয়, তাহলে হাসিনা বেগম কারামুক্ত হয়েও শান্তি বা স্বস্তি পাবেন না।
টেকনাফ পৌর এলাকার বাসিন্দা হাসিনা বেগম এখন ন্যায়বিচার আশা করছেন। তাঁর এই আশা করা অন্যায় বা অন্যায্য নয়।
জানা গেছে, ২০১৭ সালের ২৪ ফেব্রুয়ারি কর্ণফুলি থানার মইজ্জারটেক পুলিশ চেকপোস্ট এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ হাসিনা আক্তার নামের এক নারী এবং তাঁর স্বামী হামিদ হোসেনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় নয় মাস জেল খাটার পর উচ্চ আদালতের আদেশে হাসিনা আক্তার কারাগার থেকে ছাড়া পান। ২০১৯ সালের ১ জুলাই চট্টগ্রাম মহানগর পঞ্চম আদালতের বিচারক মামলার রায়ে ছয় বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস সশ্রম কারাদণ্ড প্রদান করেন। টেকনাফ থানা পুলিশ ১৬ ডিসেম্বর হাসিনা আক্তারের পরিবর্তে হাসিনা বেগমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
এটা কি পুলিশের ইচ্ছাকৃত ভুল না, নামের মিলের বিভ্রাট তা এখনও পরিষ্কার নয়।
একজন আইনজীবী বিষয়টি আদালতের নজরে আনলে এ বিষয়ে তদন্ত করে টেকনাফ পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। এই প্রতিবেদন আদালতে জমা হওয়ার পর এটা স্পষ্ট হয় যে সাজা ভোগকারী নারী ‘প্রকৃত আসামি নন’। হাসিনা আক্তারের বদলে হাসিনা বেগম জেল খাটছেন। সবশেষে হাসিনা বেগম মুক্তি পেলেও তাঁকে যাদের ভুলে বা উদ্দেশ্যমূলক কারাসাজিতে জেলজীবন ভোগ করতে হলো তাদের খুঁজে বের করার বিষয়টি সামনে এসেছে। পুলিশের এমন খামখেয়ালিপনা বা অতিতৎপরতার অসহায় শিকার হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। আগেও এ রকম ‘ভুল’ আসামির কারাভোগ করার ঘটনা ঘটেছে। এমনিতেই আইনের ধীরগতি, বিচারহীনতার সংস্কৃতি নিয়ে মানুষের মনে বিরূপ ধারণা আছে, অনেক কথা আছে। তার ওপর যদি পুলিশের ভুলে নির্দোষ মানুষকে কারাবাস করতে হয়, তাহলে সেটা অত্যন্ত কষ্টের ব্যাপার। আমরা এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সবার অধিক সতর্কতা ও মনোযোগ কামনা করছি।
একজনের নাম হাসিনা আক্তার। আরেকজনের নাম হাসিনা বেগম। দুজনের নামের প্রথম অংশ এক হলেও তাঁদের দুজনের স্বামীর নাম এক—হামিদ হোসেন। এই মিলের কারণে অপরাধী হাসিনা আক্তারের বদলে নির্দোষ হাসিনা বেগমকে ১৭ মাস জেলে থাকতে হয়েছে। বিষয়টি আদালতের নজরে আনা হলে এবং ঘটনা সত্য বলে প্রমাণ হওয়ায় আদালতের নির্দেশে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন হাসিনা বেগম। এখন প্রশ্ন হলো, যাদের ইচ্ছাকৃত ভুল কিংবা গাফেলতি বা দায়িত্বহীনতার কারণে এই নির্দোষ নারীকে এক বছর পাঁচ মাস কারাগারে কাটাতে হলো, তারা কি তাদের এই অপরাধের কোনো শাস্তি পাবে না? যদি এই ঘটনার সঙ্গে যারা জড়িত, যারা একজন
অসহায় নারীর জীবন থেকে ১৭টি মাস কেড়ে নিয়েছে, তাদের যদি আইনের আওতায় না আনা হয়, তাহলে হাসিনা বেগম কারামুক্ত হয়েও শান্তি বা স্বস্তি পাবেন না।
টেকনাফ পৌর এলাকার বাসিন্দা হাসিনা বেগম এখন ন্যায়বিচার আশা করছেন। তাঁর এই আশা করা অন্যায় বা অন্যায্য নয়।
জানা গেছে, ২০১৭ সালের ২৪ ফেব্রুয়ারি কর্ণফুলি থানার মইজ্জারটেক পুলিশ চেকপোস্ট এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ হাসিনা আক্তার নামের এক নারী এবং তাঁর স্বামী হামিদ হোসেনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় নয় মাস জেল খাটার পর উচ্চ আদালতের আদেশে হাসিনা আক্তার কারাগার থেকে ছাড়া পান। ২০১৯ সালের ১ জুলাই চট্টগ্রাম মহানগর পঞ্চম আদালতের বিচারক মামলার রায়ে ছয় বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস সশ্রম কারাদণ্ড প্রদান করেন। টেকনাফ থানা পুলিশ ১৬ ডিসেম্বর হাসিনা আক্তারের পরিবর্তে হাসিনা বেগমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
এটা কি পুলিশের ইচ্ছাকৃত ভুল না, নামের মিলের বিভ্রাট তা এখনও পরিষ্কার নয়।
একজন আইনজীবী বিষয়টি আদালতের নজরে আনলে এ বিষয়ে তদন্ত করে টেকনাফ পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। এই প্রতিবেদন আদালতে জমা হওয়ার পর এটা স্পষ্ট হয় যে সাজা ভোগকারী নারী ‘প্রকৃত আসামি নন’। হাসিনা আক্তারের বদলে হাসিনা বেগম জেল খাটছেন। সবশেষে হাসিনা বেগম মুক্তি পেলেও তাঁকে যাদের ভুলে বা উদ্দেশ্যমূলক কারাসাজিতে জেলজীবন ভোগ করতে হলো তাদের খুঁজে বের করার বিষয়টি সামনে এসেছে। পুলিশের এমন খামখেয়ালিপনা বা অতিতৎপরতার অসহায় শিকার হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। আগেও এ রকম ‘ভুল’ আসামির কারাভোগ করার ঘটনা ঘটেছে। এমনিতেই আইনের ধীরগতি, বিচারহীনতার সংস্কৃতি নিয়ে মানুষের মনে বিরূপ ধারণা আছে, অনেক কথা আছে। তার ওপর যদি পুলিশের ভুলে নির্দোষ মানুষকে কারাবাস করতে হয়, তাহলে সেটা অত্যন্ত কষ্টের ব্যাপার। আমরা এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সবার অধিক সতর্কতা ও মনোযোগ কামনা করছি।
শান্তিতে নোবেল পুরস্কার একসময় ছিল আন্তর্জাতিক নৈতিকতার শীর্ষ সম্মান—যেখানে পুরস্কার পেতেন তাঁরা, যাঁদের জীবন ও কর্ম বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত। আজ সেই পুরস্কার অনেকটা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক সৌজন্য উপহার। যা দেওয়া হয় যখন কারও হাত মলতে হয়, অহংকারে তেল দিতে হয় বা নিজের অ্যাজেন্ডা...
১২ আগস্ট ২০২৫গত বছর জুলাই মাস থেকে আমাদের আন্দোলনকারী তরুণ ছাত্রছাত্রীদের মুখে ও কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে, বেশি বেশি করে কয়েকটি বাক্য উচ্চারিত হয়ে আসছিল। বাকিগুলোর মধ্যে প্রথম যে বাক্যটি সবার কানে বেধেছে, সেটা হলো ‘বন্দোবস্ত’।
১২ আগস্ট ২০২৫প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি রংপুরে অনুষ্ঠিত এক সভায় যে কথাগুলো বলেছেন, তা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি অকপটে স্বীকার করেছেন, সুষ্ঠু নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
১২ আগস্ট ২০২৫জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার অবসানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে কয়েক দিন ধরে পত্রপত্রিকা ও টেলিভিশনের টক শোতে চলছে এক বছরের মূল্যায়ন।
১১ আগস্ট ২০২৫