সম্পাদকীয়
সবাই যেন বেশ খুশি! প্রিয় ঢাকাসহ সব আগের রূপে! বিষয়টা এমন যে, জ্যামের শহরে জ্যাম না থাকলে কি চলে? এই শহরে জ্যাম থাকবে, কোলাহল, হুইহুল্লোড়, বেড়ানো, আড্ডা, শপিং–এসব না থাকলে ঢাকাকে ঢাকাই মনে হয় না! তাই লকডাউন তুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই সবাই ঝাঁকের কইয়ের মতো বেরিয়ে পড়েছেন রাস্তায়, গলিতে, মার্কেটে–সর্বত্র। এটাই তো ঢাকা।
খবরে জানা যায়, প্রায় ১৯ দিনের টানা লকডাউন শেষে বিধিনিষেধ শিথিল হওয়ায় রাজধানীসহ সারা দেশ ফিরে গেছে তার আগের রূপে। স্বাভাবিক নিয়মে চলছে গণপরিবহন। বাধা ছাড়াই ঢাকায় ফিরছে মানুষ। ট্রেন ও গণপরিবহনে আসনসংখ্যার চেয়ে বেশি যাত্রী নেওয়া হচ্ছে। লঞ্চের ডেকের অবস্থাও একই। কোথাও নেই স্বাস্থ্যবিধি। গণপরিবহনের অনেক চালক, হেলপার, যাত্রীরাও সবাই স্বাস্থ্যবিধি মানছেন না। মার্কেটে, বাজারে, দোকানে উপচে পড়া ভিড়। সবাই যেন হুমড়ি খেয়ে পড়ছে। দোকানে দোকানে চায়ের আড্ডায় তরুণ-তরুণীদের সরব উপস্থিতি। বেড়ানোর জায়গাগুলোয়ও ভিড়।
প্রশ্ন হচ্ছে, তাহলে কি করোনা শেষ হয়ে গেছে? লকডাউনের সঙ্গে সঙ্গে করোনাও চলে গেছে? না, এমনটি মনে করার কোনো কারণ নেই। তথ্য বলছে, করোনা সংক্রমণের হার এখনো বিপৎসীমার ওপরে আছে। এখনো মৃত্যু দিনে গড়ে আড়াই শর মতো। আর যেভাবে মানুষ স্বাভাবিক সময়ের মতো বের হচ্ছে, আগামী দুই সপ্তাহ পর সংক্রমণ আরও বাড়তে পারে–এমন আশঙ্কাও প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সবকিছু খুলে দেওয়া মানে কি সবকিছু স্বাভাবিক? তা তো নয়। একটি ছোট অর্থনীতির দেশ। সবকিছু দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকলে এর চাপ এই অর্থনীতি সইতে পারে না। অসংখ্য মানুষকে না খেয়ে থাকতে হয়। আয় বন্ধ হয়ে অনেকের জীবন বিপন্ন হয়। ব্যবসা-বাণিজ্য প্রায় ধ্বংসের মুখে পড়ে। তাই সরকার খুলে দিয়েছে সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে নিজেদের অপরিহার্য কাজগুলো করতে পারে।
কিন্তু সবকিছু খুলে দেওয়ার প্রথম দিনেই যা দেখা গেল, তা রীতিমতো ভয়ংকর। অনেকেই স্বাস্থ্যবিধি না মেনে বের হয়েছেন। অনেকের মুখে মাস্ক দেখা যায়নি। যেহেতু করোনার সংক্রমণ এখনো বিপজ্জনক অবস্থায় আছে। মানুষ মরছে। তাই সবকিছু খুলে দিলেও স্বাভাবিক সময়ের মতো আচরণ করা উচিত নয়। সবারই বুঝতে হবে, অনেককে জীবিকার প্রয়োজনে বের হতে হচ্ছে। যাঁরা বের হচ্ছেন, তাঁরা অবশ্যই শতভাগ নিয়মনীতি মেনে বের হবেন। কারখানা, অফিস, মার্কেট–সর্বত্র একইভাবে সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে।
আর যাঁদের বের হওয়ার প্রয়োজন নেই। যাঁরা চাকরি, ব্যবসা বা কোনো ধরনের কাজে যুক্ত নন, তাঁরা কেন বের হবেন? কেন পার্ক, খেলার মাঠ, গলির চায়ের দোকানে ভিড় করবেন, আড্ডা দেবেন? দেড় বছর ধরে নিশ্চয় সবাই জেনে গেছেন স্বাস্থ্যবিধি কী, কেন তা মানতে হবে? তারপরও ঠিকমতো এর চর্চা হচ্ছে না। সবাই হুজুগে বের হচ্ছেন, আনন্দ করছেন। সবারই আরও সতর্ক হওয়া উচিত। গড্ডলিকায় গা না ভাসিয়ে যাঁদের না বের হলেই নয়, শুধু তারাই বের হন, অন্যরা ঘরে থাকুন।
সবাই যেন বেশ খুশি! প্রিয় ঢাকাসহ সব আগের রূপে! বিষয়টা এমন যে, জ্যামের শহরে জ্যাম না থাকলে কি চলে? এই শহরে জ্যাম থাকবে, কোলাহল, হুইহুল্লোড়, বেড়ানো, আড্ডা, শপিং–এসব না থাকলে ঢাকাকে ঢাকাই মনে হয় না! তাই লকডাউন তুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই সবাই ঝাঁকের কইয়ের মতো বেরিয়ে পড়েছেন রাস্তায়, গলিতে, মার্কেটে–সর্বত্র। এটাই তো ঢাকা।
খবরে জানা যায়, প্রায় ১৯ দিনের টানা লকডাউন শেষে বিধিনিষেধ শিথিল হওয়ায় রাজধানীসহ সারা দেশ ফিরে গেছে তার আগের রূপে। স্বাভাবিক নিয়মে চলছে গণপরিবহন। বাধা ছাড়াই ঢাকায় ফিরছে মানুষ। ট্রেন ও গণপরিবহনে আসনসংখ্যার চেয়ে বেশি যাত্রী নেওয়া হচ্ছে। লঞ্চের ডেকের অবস্থাও একই। কোথাও নেই স্বাস্থ্যবিধি। গণপরিবহনের অনেক চালক, হেলপার, যাত্রীরাও সবাই স্বাস্থ্যবিধি মানছেন না। মার্কেটে, বাজারে, দোকানে উপচে পড়া ভিড়। সবাই যেন হুমড়ি খেয়ে পড়ছে। দোকানে দোকানে চায়ের আড্ডায় তরুণ-তরুণীদের সরব উপস্থিতি। বেড়ানোর জায়গাগুলোয়ও ভিড়।
প্রশ্ন হচ্ছে, তাহলে কি করোনা শেষ হয়ে গেছে? লকডাউনের সঙ্গে সঙ্গে করোনাও চলে গেছে? না, এমনটি মনে করার কোনো কারণ নেই। তথ্য বলছে, করোনা সংক্রমণের হার এখনো বিপৎসীমার ওপরে আছে। এখনো মৃত্যু দিনে গড়ে আড়াই শর মতো। আর যেভাবে মানুষ স্বাভাবিক সময়ের মতো বের হচ্ছে, আগামী দুই সপ্তাহ পর সংক্রমণ আরও বাড়তে পারে–এমন আশঙ্কাও প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সবকিছু খুলে দেওয়া মানে কি সবকিছু স্বাভাবিক? তা তো নয়। একটি ছোট অর্থনীতির দেশ। সবকিছু দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকলে এর চাপ এই অর্থনীতি সইতে পারে না। অসংখ্য মানুষকে না খেয়ে থাকতে হয়। আয় বন্ধ হয়ে অনেকের জীবন বিপন্ন হয়। ব্যবসা-বাণিজ্য প্রায় ধ্বংসের মুখে পড়ে। তাই সরকার খুলে দিয়েছে সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে নিজেদের অপরিহার্য কাজগুলো করতে পারে।
কিন্তু সবকিছু খুলে দেওয়ার প্রথম দিনেই যা দেখা গেল, তা রীতিমতো ভয়ংকর। অনেকেই স্বাস্থ্যবিধি না মেনে বের হয়েছেন। অনেকের মুখে মাস্ক দেখা যায়নি। যেহেতু করোনার সংক্রমণ এখনো বিপজ্জনক অবস্থায় আছে। মানুষ মরছে। তাই সবকিছু খুলে দিলেও স্বাভাবিক সময়ের মতো আচরণ করা উচিত নয়। সবারই বুঝতে হবে, অনেককে জীবিকার প্রয়োজনে বের হতে হচ্ছে। যাঁরা বের হচ্ছেন, তাঁরা অবশ্যই শতভাগ নিয়মনীতি মেনে বের হবেন। কারখানা, অফিস, মার্কেট–সর্বত্র একইভাবে সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে।
আর যাঁদের বের হওয়ার প্রয়োজন নেই। যাঁরা চাকরি, ব্যবসা বা কোনো ধরনের কাজে যুক্ত নন, তাঁরা কেন বের হবেন? কেন পার্ক, খেলার মাঠ, গলির চায়ের দোকানে ভিড় করবেন, আড্ডা দেবেন? দেড় বছর ধরে নিশ্চয় সবাই জেনে গেছেন স্বাস্থ্যবিধি কী, কেন তা মানতে হবে? তারপরও ঠিকমতো এর চর্চা হচ্ছে না। সবাই হুজুগে বের হচ্ছেন, আনন্দ করছেন। সবারই আরও সতর্ক হওয়া উচিত। গড্ডলিকায় গা না ভাসিয়ে যাঁদের না বের হলেই নয়, শুধু তারাই বের হন, অন্যরা ঘরে থাকুন।
শান্তিতে নোবেল পুরস্কার একসময় ছিল আন্তর্জাতিক নৈতিকতার শীর্ষ সম্মান—যেখানে পুরস্কার পেতেন তাঁরা, যাঁদের জীবন ও কর্ম বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত। আজ সেই পুরস্কার অনেকটা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক সৌজন্য উপহার। যা দেওয়া হয় যখন কারও হাত মলতে হয়, অহংকারে তেল দিতে হয় বা নিজের অ্যাজেন্ডা...
১২ আগস্ট ২০২৫গত বছর জুলাই মাস থেকে আমাদের আন্দোলনকারী তরুণ ছাত্রছাত্রীদের মুখে ও কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে, বেশি বেশি করে কয়েকটি বাক্য উচ্চারিত হয়ে আসছিল। বাকিগুলোর মধ্যে প্রথম যে বাক্যটি সবার কানে বেধেছে, সেটা হলো ‘বন্দোবস্ত’।
১২ আগস্ট ২০২৫প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি রংপুরে অনুষ্ঠিত এক সভায় যে কথাগুলো বলেছেন, তা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি অকপটে স্বীকার করেছেন, সুষ্ঠু নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
১২ আগস্ট ২০২৫জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার অবসানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে কয়েক দিন ধরে পত্রপত্রিকা ও টেলিভিশনের টক শোতে চলছে এক বছরের মূল্যায়ন।
১১ আগস্ট ২০২৫