সম্পাদকীয়
বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের ওপর জনগণের প্রত্যাশা যেমন বাড়ছে, তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়েরও গভীর পর্যবেক্ষণ রয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) সাম্প্রতিক প্রতিবেদনে স্পষ্ট হয়েছে যে, এই সরকার প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নে ক্রমবর্ধমান চাপে রয়েছে। ৩১ জানুয়ারি আজকের পত্রিকায় এই প্রতিবেদন নিয়ে একটি খবর ছাপা হয়েছে।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার প্রথম দিকে ব্যাপক সমর্থন পেলেও সময়ের সঙ্গে সঙ্গে জনগণের মধ্যে প্রত্যাশা ও হতাশার মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। সরকার ক্ষমতায় এসে সাংবিধানিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে, যা বাস্তবায়ন না হলে গণতন্ত্রের পথ আরও জটিল হয়ে উঠতে পারে। আইসিজির প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে আসন্ন নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম শেষ করার ব্যাপারে সরকারের ওপর আন্তর্জাতিক চাপও বাড়ছে।
বর্তমান সরকারের সামনে দুটি প্রধান চ্যালেঞ্জ রয়েছে—একদিকে দেশের রাজনৈতিক শক্তিগুলোর বিভক্তি সামাল দেওয়া, অন্যদিকে আন্তর্জাতিক মিত্রদের আস্থা অর্জন করা। আসন্ন নির্বাচন নিয়ে বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামপন্থী দলগুলোর রাজনৈতিক অবস্থান সরকারকে আরও কঠিন অবস্থায় ফেলতে পারে।
প্রতিবেশী দেশ ভারতের অবস্থানও গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার সরকারকে দীর্ঘদিন সমর্থন দিয়ে আসা ভারত এখন নতুন রাজনৈতিক বাস্তবতায় কীভাবে নিজেদের কৌশল ঠিক করবে, সেটিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে ভারতের স্বার্থ জড়িত।
আইসিজির প্রতিবেদনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও এর সদস্যদেশগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমকে নানাভাবে সমর্থন দেয়। এতে করে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং বিরোধী শক্তিগুলো দুর্বল হবে বলে সংস্থাটি মনে করে।
তবে এখানে প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা কি শুধুই সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এটি অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা? বাংলাদেশের জনগণ একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা চায়, যেখানে অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ কম থাকবে।
সরকারের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, প্রতিশ্রুতি অনুযায়ী সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা। স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা, শক্তিশালী প্রশাসনিক কাঠামো ও অর্থনৈতিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক সহযোগিতা গ্রহণ করা যেতে পারে, তবে তা যেন দেশের সার্বভৌমত্ব ও জনগণের চাহিদার সঙ্গে সাংঘর্ষিক না হয়।
এ ছাড়া, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সংলাপ এবং মতবিনিময় জোরদার করা প্রয়োজন। এক পক্ষকে দুর্বল করার চেষ্টা করলে স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে, যা ভবিষ্যতের জন্য ভালো বার্তা বহন করবে না।
আইসিজির প্রতিবেদনে উত্থাপিত বিষয়গুলো বিবেচনায় নিলে স্পষ্ট হয় যে বর্তমান সরকার এক সংকটপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সংস্কার কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়িত না হলে এটি সরকারের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তাই সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে জনগণের প্রত্যাশা পূরণ হয় এবং ভবিষ্যতে একটি স্থিতিশীল রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো গড়ে তোলা সম্ভব হয়।
বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের ওপর জনগণের প্রত্যাশা যেমন বাড়ছে, তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়েরও গভীর পর্যবেক্ষণ রয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) সাম্প্রতিক প্রতিবেদনে স্পষ্ট হয়েছে যে, এই সরকার প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নে ক্রমবর্ধমান চাপে রয়েছে। ৩১ জানুয়ারি আজকের পত্রিকায় এই প্রতিবেদন নিয়ে একটি খবর ছাপা হয়েছে।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার প্রথম দিকে ব্যাপক সমর্থন পেলেও সময়ের সঙ্গে সঙ্গে জনগণের মধ্যে প্রত্যাশা ও হতাশার মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। সরকার ক্ষমতায় এসে সাংবিধানিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে, যা বাস্তবায়ন না হলে গণতন্ত্রের পথ আরও জটিল হয়ে উঠতে পারে। আইসিজির প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে আসন্ন নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম শেষ করার ব্যাপারে সরকারের ওপর আন্তর্জাতিক চাপও বাড়ছে।
বর্তমান সরকারের সামনে দুটি প্রধান চ্যালেঞ্জ রয়েছে—একদিকে দেশের রাজনৈতিক শক্তিগুলোর বিভক্তি সামাল দেওয়া, অন্যদিকে আন্তর্জাতিক মিত্রদের আস্থা অর্জন করা। আসন্ন নির্বাচন নিয়ে বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামপন্থী দলগুলোর রাজনৈতিক অবস্থান সরকারকে আরও কঠিন অবস্থায় ফেলতে পারে।
প্রতিবেশী দেশ ভারতের অবস্থানও গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার সরকারকে দীর্ঘদিন সমর্থন দিয়ে আসা ভারত এখন নতুন রাজনৈতিক বাস্তবতায় কীভাবে নিজেদের কৌশল ঠিক করবে, সেটিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে ভারতের স্বার্থ জড়িত।
আইসিজির প্রতিবেদনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও এর সদস্যদেশগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমকে নানাভাবে সমর্থন দেয়। এতে করে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং বিরোধী শক্তিগুলো দুর্বল হবে বলে সংস্থাটি মনে করে।
তবে এখানে প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা কি শুধুই সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এটি অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা? বাংলাদেশের জনগণ একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা চায়, যেখানে অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ কম থাকবে।
সরকারের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, প্রতিশ্রুতি অনুযায়ী সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা। স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা, শক্তিশালী প্রশাসনিক কাঠামো ও অর্থনৈতিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক সহযোগিতা গ্রহণ করা যেতে পারে, তবে তা যেন দেশের সার্বভৌমত্ব ও জনগণের চাহিদার সঙ্গে সাংঘর্ষিক না হয়।
এ ছাড়া, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সংলাপ এবং মতবিনিময় জোরদার করা প্রয়োজন। এক পক্ষকে দুর্বল করার চেষ্টা করলে স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে, যা ভবিষ্যতের জন্য ভালো বার্তা বহন করবে না।
আইসিজির প্রতিবেদনে উত্থাপিত বিষয়গুলো বিবেচনায় নিলে স্পষ্ট হয় যে বর্তমান সরকার এক সংকটপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সংস্কার কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়িত না হলে এটি সরকারের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তাই সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে জনগণের প্রত্যাশা পূরণ হয় এবং ভবিষ্যতে একটি স্থিতিশীল রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো গড়ে তোলা সম্ভব হয়।
শান্তিতে নোবেল পুরস্কার একসময় ছিল আন্তর্জাতিক নৈতিকতার শীর্ষ সম্মান—যেখানে পুরস্কার পেতেন তাঁরা, যাঁদের জীবন ও কর্ম বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত। আজ সেই পুরস্কার অনেকটা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক সৌজন্য উপহার। যা দেওয়া হয় যখন কারও হাত মলতে হয়, অহংকারে তেল দিতে হয় বা নিজের অ্যাজেন্ডা...
১২ আগস্ট ২০২৫গত বছর জুলাই মাস থেকে আমাদের আন্দোলনকারী তরুণ ছাত্রছাত্রীদের মুখে ও কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে, বেশি বেশি করে কয়েকটি বাক্য উচ্চারিত হয়ে আসছিল। বাকিগুলোর মধ্যে প্রথম যে বাক্যটি সবার কানে বেধেছে, সেটা হলো ‘বন্দোবস্ত’।
১২ আগস্ট ২০২৫প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি রংপুরে অনুষ্ঠিত এক সভায় যে কথাগুলো বলেছেন, তা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি অকপটে স্বীকার করেছেন, সুষ্ঠু নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
১২ আগস্ট ২০২৫জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার অবসানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে কয়েক দিন ধরে পত্রপত্রিকা ও টেলিভিশনের টক শোতে চলছে এক বছরের মূল্যায়ন।
১১ আগস্ট ২০২৫