সম্পাদকীয়
মুক্তিযুদ্ধে বীর প্রতীক উপাধি পেয়েছেন যিনি, তাঁকে একজন চিকিৎসক না-ও চিনতে পারেন। কিন্তু এ কারণে তাঁর ছেলের চিকিৎসাসেবা দেবেন না স্রেফ অফিস টাইমে আসেননি বলে, এটাএক উদ্ভট যুক্তি!
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গত শনিবার ভোরে কোনো চিকিৎসক ছিলেন না। বীর প্রতীক আব্দুল মজিদ মারা গেছেন, তাঁর ছেলে মেসবাউল গণি সুমন অজ্ঞান হয়ে গেছেন, তাঁর চিকিৎসা দরকার। উপায়ান্তর না দেখে কমপ্লেক্সের আরএমওর কোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। এরপরই আরএমও দুর্ব্যবহার করেন রোগীর আত্মীয়দের সঙ্গে। হতে পারে, অত ভোরে নিজ কোয়ার্টারে হঠাৎ করে বাইরের মানুষ দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি আরএমও সিফাত আরা সামরিন। কিন্তু একজন দায়িত্বশীল মানুষ হিসেবে এরপর যে ব্যবহার করেছেন, তা ভদ্রোচিত নয়।
মুক্তিযুদ্ধের একজন স্বীকৃত বীরকে তিনি হয়তো ইচ্ছাকৃতভাবে অপমান করেননি, কিন্তু এ কথা তো সত্য, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে একটা অশুভ প্রচারণা চলছে এ দেশে দিনের পর দিন। নিজেরা দেশের জন্য কোনো ত্যাগ স্বীকার না করেই স্বাধীন দেশের সুফলটুকু পাচ্ছেন, কিন্তু দোষারোপ করে যাচ্ছেন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের—এ রকম মানুষের সংখ্যা এ দেশে বাড়ছে। এর একটা বড় কারণ, যে অঙ্গীকার নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, সে অঙ্গীকারগুলো পূরণ করা হয়নি। বাঙালির জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের মতো এত বড় ঘটনা আর একটিও নেই। সেই মুক্তিযুদ্ধকে যে যার মতো ব্যবহার করতে চেয়েছে। এবং এ কথা বলা অন্যায় হবে না, দেশ স্বাধীন হওয়ার সাড়ে তিন বছরের মধ্যেই দেশকে আবার ‘মিনি পাকিস্তান’ বানানোর ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছিল, যা অনেকাংশেই সফল হয়েছে। এ রকম প্রেক্ষাপটে দেশপ্রেমের জায়গায় মানুষের মনে সুবিধাবাদ জায়গা করে নিতেই পারে। চারদিকে যখন সবকিছু ভেঙে পড়ছে, তখন ‘কে দেবে ধিক্কার কাকে’?
বীর প্রতীক মুক্তিযোদ্ধাকে চেনেন না বলা হলে আসলে বলা হয়, তিনি মুক্তিযুদ্ধ বিষয়ে খুব একটা আগ্রহী নন। দেশের ভাবমূর্তি ধরে না রাখার ক্ষেত্রে এটা সম্মিলিত ব্যর্থতার ফল।
আরেকটি বিষয় হলো, চিকিৎসাসেবা। কে না জানে, একজন চিকিৎসককে হিপোক্রেটিসের শপথ নিতে হয়। একজন রোগী, তিনি যে-ই হোন না কেন, তাঁর সেবা করার অঙ্গীকার করেই চিকিৎসক হতে হয়। কমপ্লেক্সের জরুরি বিভাগটি কেন সে সময় ছিল চিকিৎসকহীন, সেটার জবাব চাওয়ার পাশাপাশি আরএমওর কাছ থেকে সংযত ব্যবহারের প্রত্যাশা করা কোনো বাড়তি চাওয়া নয়।
ক্ষমতা মানুষকে অন্ধ করে তুলতে পারে, সে কথা আরএমও বোঝেন কি না, জানি না। কিন্তু তিনি সংযমী হয়ে কথা বললে বা কাজ করলে শুধু তিনিই নন, উপকৃত হবে গোটা এলাকার মানুষ। দেশকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসার মাধ্যমেই তো তিনি তাঁর কর্মস্থলে অবদান রাখবেন, সে কথা ভুলে গেলে চলবে কেন? শিষ্টাচার শব্দটা কি ব্যবহারিক জীবন থেকে হারিয়েই গেল?
মুক্তিযুদ্ধে বীর প্রতীক উপাধি পেয়েছেন যিনি, তাঁকে একজন চিকিৎসক না-ও চিনতে পারেন। কিন্তু এ কারণে তাঁর ছেলের চিকিৎসাসেবা দেবেন না স্রেফ অফিস টাইমে আসেননি বলে, এটাএক উদ্ভট যুক্তি!
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গত শনিবার ভোরে কোনো চিকিৎসক ছিলেন না। বীর প্রতীক আব্দুল মজিদ মারা গেছেন, তাঁর ছেলে মেসবাউল গণি সুমন অজ্ঞান হয়ে গেছেন, তাঁর চিকিৎসা দরকার। উপায়ান্তর না দেখে কমপ্লেক্সের আরএমওর কোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। এরপরই আরএমও দুর্ব্যবহার করেন রোগীর আত্মীয়দের সঙ্গে। হতে পারে, অত ভোরে নিজ কোয়ার্টারে হঠাৎ করে বাইরের মানুষ দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি আরএমও সিফাত আরা সামরিন। কিন্তু একজন দায়িত্বশীল মানুষ হিসেবে এরপর যে ব্যবহার করেছেন, তা ভদ্রোচিত নয়।
মুক্তিযুদ্ধের একজন স্বীকৃত বীরকে তিনি হয়তো ইচ্ছাকৃতভাবে অপমান করেননি, কিন্তু এ কথা তো সত্য, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে একটা অশুভ প্রচারণা চলছে এ দেশে দিনের পর দিন। নিজেরা দেশের জন্য কোনো ত্যাগ স্বীকার না করেই স্বাধীন দেশের সুফলটুকু পাচ্ছেন, কিন্তু দোষারোপ করে যাচ্ছেন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের—এ রকম মানুষের সংখ্যা এ দেশে বাড়ছে। এর একটা বড় কারণ, যে অঙ্গীকার নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, সে অঙ্গীকারগুলো পূরণ করা হয়নি। বাঙালির জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের মতো এত বড় ঘটনা আর একটিও নেই। সেই মুক্তিযুদ্ধকে যে যার মতো ব্যবহার করতে চেয়েছে। এবং এ কথা বলা অন্যায় হবে না, দেশ স্বাধীন হওয়ার সাড়ে তিন বছরের মধ্যেই দেশকে আবার ‘মিনি পাকিস্তান’ বানানোর ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছিল, যা অনেকাংশেই সফল হয়েছে। এ রকম প্রেক্ষাপটে দেশপ্রেমের জায়গায় মানুষের মনে সুবিধাবাদ জায়গা করে নিতেই পারে। চারদিকে যখন সবকিছু ভেঙে পড়ছে, তখন ‘কে দেবে ধিক্কার কাকে’?
বীর প্রতীক মুক্তিযোদ্ধাকে চেনেন না বলা হলে আসলে বলা হয়, তিনি মুক্তিযুদ্ধ বিষয়ে খুব একটা আগ্রহী নন। দেশের ভাবমূর্তি ধরে না রাখার ক্ষেত্রে এটা সম্মিলিত ব্যর্থতার ফল।
আরেকটি বিষয় হলো, চিকিৎসাসেবা। কে না জানে, একজন চিকিৎসককে হিপোক্রেটিসের শপথ নিতে হয়। একজন রোগী, তিনি যে-ই হোন না কেন, তাঁর সেবা করার অঙ্গীকার করেই চিকিৎসক হতে হয়। কমপ্লেক্সের জরুরি বিভাগটি কেন সে সময় ছিল চিকিৎসকহীন, সেটার জবাব চাওয়ার পাশাপাশি আরএমওর কাছ থেকে সংযত ব্যবহারের প্রত্যাশা করা কোনো বাড়তি চাওয়া নয়।
ক্ষমতা মানুষকে অন্ধ করে তুলতে পারে, সে কথা আরএমও বোঝেন কি না, জানি না। কিন্তু তিনি সংযমী হয়ে কথা বললে বা কাজ করলে শুধু তিনিই নন, উপকৃত হবে গোটা এলাকার মানুষ। দেশকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসার মাধ্যমেই তো তিনি তাঁর কর্মস্থলে অবদান রাখবেন, সে কথা ভুলে গেলে চলবে কেন? শিষ্টাচার শব্দটা কি ব্যবহারিক জীবন থেকে হারিয়েই গেল?
শান্তিতে নোবেল পুরস্কার একসময় ছিল আন্তর্জাতিক নৈতিকতার শীর্ষ সম্মান—যেখানে পুরস্কার পেতেন তাঁরা, যাঁদের জীবন ও কর্ম বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত। আজ সেই পুরস্কার অনেকটা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক সৌজন্য উপহার। যা দেওয়া হয় যখন কারও হাত মলতে হয়, অহংকারে তেল দিতে হয় বা নিজের অ্যাজেন্ডা...
১২ আগস্ট ২০২৫গত বছর জুলাই মাস থেকে আমাদের আন্দোলনকারী তরুণ ছাত্রছাত্রীদের মুখে ও কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে, বেশি বেশি করে কয়েকটি বাক্য উচ্চারিত হয়ে আসছিল। বাকিগুলোর মধ্যে প্রথম যে বাক্যটি সবার কানে বেধেছে, সেটা হলো ‘বন্দোবস্ত’।
১২ আগস্ট ২০২৫প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি রংপুরে অনুষ্ঠিত এক সভায় যে কথাগুলো বলেছেন, তা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি অকপটে স্বীকার করেছেন, সুষ্ঠু নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
১২ আগস্ট ২০২৫জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার অবসানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে কয়েক দিন ধরে পত্রপত্রিকা ও টেলিভিশনের টক শোতে চলছে এক বছরের মূল্যায়ন।
১১ আগস্ট ২০২৫