উপসম্পাদকীয়
ভাই, ব্যানার ঠিক আছে? পোস্টার সোজা লাগছে তো? আরে না না, ওই কোনার ছেলেটা একটু ডান দিকে সরো—পোস্টারের অর্ধেক ঢাকা পড়ে গেছে। ক্যামেরায় হাসিটা ভালো আসছে তো? কেউ কি ‘লাইক’ বাড়ানোর মতো ছবি তুলেছে?
এইসব কথাবার্তার মধ্য দিয়েই শুরু হয় আজকালকার মিছিল। কেউ আর চেঁচিয়ে জিজ্ঞেস করে না—‘কার জন্য এই সংগ্রাম?’ বরং বলে—‘এই ছবিটা কি কভার ফটো হতে পারে?’
মিছিল এখন আর কেবল বিক্ষোভ নয়, এটা একধরনের ইভেন্ট ম্যানেজমেন্ট। আগে যেভাবে বিয়ের অনুষ্ঠানে সাজিয়ে তোলা হতো মঞ্চ, এখন ঠিক তেমনই সাজানো হয় ব্যানার, মুখাবয়ব, এমনকি স্লোগানও। উদ্বোধনী বক্তব্যের পর এক মিনিট নীরবতা, তারপর এক মিনিট ফটোসেশন। এক সিনিয়র নেতা নির্দেশ দেন—‘পোস্টারটা একটু উঁচু করে ধরো, পাশে দাঁড়াও, স্লোগান যেন ব্যানারের মধ্যে আসে। সেলফি তোলো, এরপর হাঁটা শুরু করো।’ যেন বিপ্লব নয়, ফ্যাশন শোতে হাঁটার প্রস্তুতি।
একসময় মিছিল মানেই ছিল উত্তাল মুখ, তপ্ত পা—‘মুখে গর্জন, পায়ে ঝড়’। এখন তা বদলে দাঁড়িয়েছে—‘মুখে পাউডার, চোখে সানগ্লাস’। যদি অ্যাঙ্গেল ভালো না আসে, তাহলে গণতন্ত্র পুনরুদ্ধারের সেলফি কেমন করে শেয়ার হবে? লাইক কম পড়লে কি সরকারের মসনদ কাঁপবে?
আন্দোলনের আগেই ঘোষণা আসে—ফেসবুক ইভেন্ট তৈরি হয়েছে, সবাইকে ইনভাইট করো। মিছিল শুরুর আগে ফেসবুক লাইভ, ইনস্টাগ্রামে স্টোরি, ক্যাপশন: ‘পথে নেমেছি—চোখে আগুন, বুকে ধ্বনি!’ এক তরুণ নেতা বলেন, ‘স্লোগান শুরু করার আগে স্টোরি আপলোডটা দরকার ভাই। জনগণ জানুক—আমরা পথেই আছি!’ সঙ্গে সেলফি, হাসি, পোজ—ক্যামেরার সামনে বিপ্লবী হতে পারলে তবেই তো বিপ্লব সফল!
অন্যদিকে, পুলিশও যেন নাটক বুঝে রিহার্সাল করে আসে। আগের মতো পেছন থেকে হানা
দেয় না, এখন বলে, ‘তুলে নেন ভাই, এরপর ঠেলা দেই।’ ক্যামেরার দিকে মুখ করে প্রথমে একটু চোখ রাঙিয়ে নেয়, তারপর নায়কোচিত ভঙ্গিতে লাঠি তোলে। যেন রাষ্ট্রীয় দমনও একটা দৃশ্যমান আর্ট ফর্ম!
যোগাযোগমাধ্যমও কম যায় না। আন্দোলনের খবর মানেই এখন নেতার জুতা ঝাড়া দৃশ্য, নেত্রীর শাড়ি ঠিক করার মুহূর্ত, আর কিছু ঝলমলে হাসি। পাঠকের চোখের আরাম আর বিরোধী দলের নেতার বিজ্ঞাপন একসঙ্গেই চলে। এক ফটোসাংবাদিক বলেন, ‘এই যুগে বিপ্লব না দেখাতে পারলে, গণতন্ত্র আসে না। আগে ছবি, পরে দাবি।’
আরেকবার এক মিছিলে হঠাৎ বৃষ্টি শুরু হতেই ছাতা খুঁজতে ব্যস্ত সবাই। কেউ না ভিজলেও ব্যানার যেন না ভেজে। ব্যানারের কালি গলে গেলে বিপ্লবের মানেই বদলে যাবে—এমনই আশঙ্কাজনক অবস্থা। তৎক্ষণাৎ ঘোষণা আসে, ‘আজকের মিছিল বাতিল। ছবি যথেষ্ট হয়ে গেছে। সবাই শেয়ার করে দেন।’
সবাই জানে, আন্দোলন এখন আর রাস্তায় গড়ে ওঠে না, গড়ে ওঠে নিউজফিডে। ইনস্টাগ্রামের ফিল্টারে সাদা-কালো ছবি, সঙ্গে হ্যাশট্যাগ—#প্রতিবাদের_পথে, #গণতন্ত্র_ফিরিয়ে_দাও, #লড়বো_জিতব।
পেছনে কেউ দাঁড়িয়ে থাকে ট্যাগ করার জন্য, কেউ স্টোরির রিপোস্ট চায়, কেউ বলে, ‘ভাই, ওই ছবিটা ইনবক্স করেন তো, আমি কাল টুইট করব।’
নেতাদের চেহারাও বদলেছে। আগে তাঁরা ছিলেন মাঠের মানুষ—মরচে ধরা স্যান্ডেল, কণ্ঠে হুংকার, চোখে আগুন। এখন তাঁরা ক্যামেরাবান্ধব। কোনটা ফ্রন্ট ক্যামেরা, কোনটা ব্যাক, কোন অ্যাঙ্গেলে দাঁড়ালে ধ্বনিত হবে বিপ্লব—সবই জানেন তাঁরা। ‘বক্তব্য কেমন হবে?’—এই চিন্তা নয়, ‘ক্যাপশন কেমন হবে?’—এই চিন্তা নিয়েই তাঁরা এখন পথ হাঁটেন।
সবচেয়ে মজার ব্যাপার হলো, যারা আন্দোলন করতে চায়, তারাও ভাবছে কোন সময় ট্রেন্ড হবে। সন্ধ্যা ৬টা থেকে ৮টা—এই সময়টা সবচেয়ে কার্যকর। কারণ, তখন সবচেয়ে বেশি দর্শক অনলাইনে থাকে। রাজনীতি এখন প্রাইমটাইমে সম্প্রচারযোগ্য না হলে, সেটা কি আদৌ রাজনীতি?
তাই আজকের দিনে দাঁড়িয়ে একটাই প্রশ্ন—বিপ্লব কি আসলেই গড়ে ওঠে মানুষের কণ্ঠে, রক্তে, ঘামে? নাকি গড়ে ওঠে শেয়ার, লাইক আর ফিল্টারে? এখনকার মিছিল শেষে সবাই একসঙ্গে বসে দেখে—‘কে কতটা ভাইরাল হলো?’ তারপর বলে, ‘ভাই, এইটুকু হইলেই হয়। কাল আবার নতুন ক্যাম্পেইন শুরু করব!’
বিপ্লব এখন আর মাটিতে নয়, মাউসে। মাঠে নয়, মেমোরিতে। গর্জন নয়, গ্ল্যামারে। আর প্রতিরোধ নয়, পোস্টে!
ভাই, ব্যানার ঠিক আছে? পোস্টার সোজা লাগছে তো? আরে না না, ওই কোনার ছেলেটা একটু ডান দিকে সরো—পোস্টারের অর্ধেক ঢাকা পড়ে গেছে। ক্যামেরায় হাসিটা ভালো আসছে তো? কেউ কি ‘লাইক’ বাড়ানোর মতো ছবি তুলেছে?
এইসব কথাবার্তার মধ্য দিয়েই শুরু হয় আজকালকার মিছিল। কেউ আর চেঁচিয়ে জিজ্ঞেস করে না—‘কার জন্য এই সংগ্রাম?’ বরং বলে—‘এই ছবিটা কি কভার ফটো হতে পারে?’
মিছিল এখন আর কেবল বিক্ষোভ নয়, এটা একধরনের ইভেন্ট ম্যানেজমেন্ট। আগে যেভাবে বিয়ের অনুষ্ঠানে সাজিয়ে তোলা হতো মঞ্চ, এখন ঠিক তেমনই সাজানো হয় ব্যানার, মুখাবয়ব, এমনকি স্লোগানও। উদ্বোধনী বক্তব্যের পর এক মিনিট নীরবতা, তারপর এক মিনিট ফটোসেশন। এক সিনিয়র নেতা নির্দেশ দেন—‘পোস্টারটা একটু উঁচু করে ধরো, পাশে দাঁড়াও, স্লোগান যেন ব্যানারের মধ্যে আসে। সেলফি তোলো, এরপর হাঁটা শুরু করো।’ যেন বিপ্লব নয়, ফ্যাশন শোতে হাঁটার প্রস্তুতি।
একসময় মিছিল মানেই ছিল উত্তাল মুখ, তপ্ত পা—‘মুখে গর্জন, পায়ে ঝড়’। এখন তা বদলে দাঁড়িয়েছে—‘মুখে পাউডার, চোখে সানগ্লাস’। যদি অ্যাঙ্গেল ভালো না আসে, তাহলে গণতন্ত্র পুনরুদ্ধারের সেলফি কেমন করে শেয়ার হবে? লাইক কম পড়লে কি সরকারের মসনদ কাঁপবে?
আন্দোলনের আগেই ঘোষণা আসে—ফেসবুক ইভেন্ট তৈরি হয়েছে, সবাইকে ইনভাইট করো। মিছিল শুরুর আগে ফেসবুক লাইভ, ইনস্টাগ্রামে স্টোরি, ক্যাপশন: ‘পথে নেমেছি—চোখে আগুন, বুকে ধ্বনি!’ এক তরুণ নেতা বলেন, ‘স্লোগান শুরু করার আগে স্টোরি আপলোডটা দরকার ভাই। জনগণ জানুক—আমরা পথেই আছি!’ সঙ্গে সেলফি, হাসি, পোজ—ক্যামেরার সামনে বিপ্লবী হতে পারলে তবেই তো বিপ্লব সফল!
অন্যদিকে, পুলিশও যেন নাটক বুঝে রিহার্সাল করে আসে। আগের মতো পেছন থেকে হানা
দেয় না, এখন বলে, ‘তুলে নেন ভাই, এরপর ঠেলা দেই।’ ক্যামেরার দিকে মুখ করে প্রথমে একটু চোখ রাঙিয়ে নেয়, তারপর নায়কোচিত ভঙ্গিতে লাঠি তোলে। যেন রাষ্ট্রীয় দমনও একটা দৃশ্যমান আর্ট ফর্ম!
যোগাযোগমাধ্যমও কম যায় না। আন্দোলনের খবর মানেই এখন নেতার জুতা ঝাড়া দৃশ্য, নেত্রীর শাড়ি ঠিক করার মুহূর্ত, আর কিছু ঝলমলে হাসি। পাঠকের চোখের আরাম আর বিরোধী দলের নেতার বিজ্ঞাপন একসঙ্গেই চলে। এক ফটোসাংবাদিক বলেন, ‘এই যুগে বিপ্লব না দেখাতে পারলে, গণতন্ত্র আসে না। আগে ছবি, পরে দাবি।’
আরেকবার এক মিছিলে হঠাৎ বৃষ্টি শুরু হতেই ছাতা খুঁজতে ব্যস্ত সবাই। কেউ না ভিজলেও ব্যানার যেন না ভেজে। ব্যানারের কালি গলে গেলে বিপ্লবের মানেই বদলে যাবে—এমনই আশঙ্কাজনক অবস্থা। তৎক্ষণাৎ ঘোষণা আসে, ‘আজকের মিছিল বাতিল। ছবি যথেষ্ট হয়ে গেছে। সবাই শেয়ার করে দেন।’
সবাই জানে, আন্দোলন এখন আর রাস্তায় গড়ে ওঠে না, গড়ে ওঠে নিউজফিডে। ইনস্টাগ্রামের ফিল্টারে সাদা-কালো ছবি, সঙ্গে হ্যাশট্যাগ—#প্রতিবাদের_পথে, #গণতন্ত্র_ফিরিয়ে_দাও, #লড়বো_জিতব।
পেছনে কেউ দাঁড়িয়ে থাকে ট্যাগ করার জন্য, কেউ স্টোরির রিপোস্ট চায়, কেউ বলে, ‘ভাই, ওই ছবিটা ইনবক্স করেন তো, আমি কাল টুইট করব।’
নেতাদের চেহারাও বদলেছে। আগে তাঁরা ছিলেন মাঠের মানুষ—মরচে ধরা স্যান্ডেল, কণ্ঠে হুংকার, চোখে আগুন। এখন তাঁরা ক্যামেরাবান্ধব। কোনটা ফ্রন্ট ক্যামেরা, কোনটা ব্যাক, কোন অ্যাঙ্গেলে দাঁড়ালে ধ্বনিত হবে বিপ্লব—সবই জানেন তাঁরা। ‘বক্তব্য কেমন হবে?’—এই চিন্তা নয়, ‘ক্যাপশন কেমন হবে?’—এই চিন্তা নিয়েই তাঁরা এখন পথ হাঁটেন।
সবচেয়ে মজার ব্যাপার হলো, যারা আন্দোলন করতে চায়, তারাও ভাবছে কোন সময় ট্রেন্ড হবে। সন্ধ্যা ৬টা থেকে ৮টা—এই সময়টা সবচেয়ে কার্যকর। কারণ, তখন সবচেয়ে বেশি দর্শক অনলাইনে থাকে। রাজনীতি এখন প্রাইমটাইমে সম্প্রচারযোগ্য না হলে, সেটা কি আদৌ রাজনীতি?
তাই আজকের দিনে দাঁড়িয়ে একটাই প্রশ্ন—বিপ্লব কি আসলেই গড়ে ওঠে মানুষের কণ্ঠে, রক্তে, ঘামে? নাকি গড়ে ওঠে শেয়ার, লাইক আর ফিল্টারে? এখনকার মিছিল শেষে সবাই একসঙ্গে বসে দেখে—‘কে কতটা ভাইরাল হলো?’ তারপর বলে, ‘ভাই, এইটুকু হইলেই হয়। কাল আবার নতুন ক্যাম্পেইন শুরু করব!’
বিপ্লব এখন আর মাটিতে নয়, মাউসে। মাঠে নয়, মেমোরিতে। গর্জন নয়, গ্ল্যামারে। আর প্রতিরোধ নয়, পোস্টে!
শান্তিতে নোবেল পুরস্কার একসময় ছিল আন্তর্জাতিক নৈতিকতার শীর্ষ সম্মান—যেখানে পুরস্কার পেতেন তাঁরা, যাঁদের জীবন ও কর্ম বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত। আজ সেই পুরস্কার অনেকটা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক সৌজন্য উপহার। যা দেওয়া হয় যখন কারও হাত মলতে হয়, অহংকারে তেল দিতে হয় বা নিজের অ্যাজেন্ডা...
১২ আগস্ট ২০২৫গত বছর জুলাই মাস থেকে আমাদের আন্দোলনকারী তরুণ ছাত্রছাত্রীদের মুখে ও কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে, বেশি বেশি করে কয়েকটি বাক্য উচ্চারিত হয়ে আসছিল। বাকিগুলোর মধ্যে প্রথম যে বাক্যটি সবার কানে বেধেছে, সেটা হলো ‘বন্দোবস্ত’।
১২ আগস্ট ২০২৫প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি রংপুরে অনুষ্ঠিত এক সভায় যে কথাগুলো বলেছেন, তা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি অকপটে স্বীকার করেছেন, সুষ্ঠু নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
১২ আগস্ট ২০২৫জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার অবসানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে কয়েক দিন ধরে পত্রপত্রিকা ও টেলিভিশনের টক শোতে চলছে এক বছরের মূল্যায়ন।
১১ আগস্ট ২০২৫