রাজীব কুমার সাহা
বাংলা ভাষায় অতিপরিচিতি শব্দ হলো ফ্যাঁকড়া। যাপিত জীবনে কমবেশি আমরা সবাই ফ্যাঁকড়ায় পড়েছি। কখনো ফ্যাঁকড়া থেকে উত্তীর্ণ হতে পেরেছি, আবার কখনো ফ্যাঁকড়াতেই জীবন অতিবাহিত করছি। কিন্তু আমরা কি জানি ফ্যাঁকড়া শব্দটির মূল অর্থ কী? কীভাবে শব্দটি বাংলা ভাষায় এমন নেতিবাচক রূপ লাভ করেছে? শব্দটির মূল অর্থই কি নেতিবাচক? এতসব প্রশ্নের বেড়াজালে না জড়িয়ে চলুন জেনে নিই ফ্যাঁকড়া শব্দের সাতসতেরো।
ফ্যাঁকড়া দেশি শব্দ। এটি বিশেষ্য পদ। ফ্যাঁকড়া শব্দের আক্ষরিক অর্থ হলো প্রশাখা; গাছের ডাল। অপরদিকে ফ্যাঁকড়া শব্দের আভিধানিক অর্থ হলো ফ্যাসাদ, ঝামেলা; বাধা, বিঘ্ন, ছলচাতুরী; মূল বিষয় থেকে উদ্ভূত অন্যান্য বিষয়। মূলত ফ্যাঁকড়া শব্দের আক্ষরিক অর্থ থেকেই ক্রমবিবর্তনের মধ্য দিয়ে নেতিবাচক অর্থটি জাত।
‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ আমাদের বহুল প্রচলিত স্লোগানগুলোর একটি। জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিপর্যস্ত পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এমনকি তীব্র তাপপ্রবাহের মুখে বাংলাদেশে বৃক্ষরোপণের পক্ষে সরব প্রচারণা প্রত্যক্ষ করেছি সামাজিক যোগাযোগমাধ্যমে। মূল কথা হলো, বৃক্ষ একেবারেই আলাদা এক প্রাণ, স্বতন্ত্র এক অস্তিত্ব। এ সত্যকে মনেপ্রাণে ধারণ করতে না পারলে, বৃক্ষকে ভালোবাসতে না পারলে কখনো বৃক্ষের প্রয়োজনীয়তাকে অন্তর থেকে অনুধাবন করা সম্ভব নয়। বৃক্ষ নিয়ে কেন এতগুলো কথা বললাম, তার কারণ হলো আমাদের আলোচ্য ফ্যাঁকড়া শব্দটি সরাসরি বৃক্ষের সঙ্গে সম্পর্কিত। মূলত বৃক্ষের উপশাখা তথা ছোট ছোট ডালপালাকে ফ্যাঁকড়া বলে। একটি গাছ যখন ছোট থেকে বড় হয় তখন এই ফ্যাঁকড়ার ধাপ অতিক্রম করে করেই বড় হয়। যত বড় গাছ তত বেশি ফ্যাঁকড়া। আমরা ছোটবেলায় দেখেছি বাড়ির মুরব্বিরা বছরে একবার গাছ ছেঁটে দিতেন। এই গাছ ছেঁটে দেওয়া বলতে প্রকৃতপক্ষে গাছের ফ্যাঁকড়াকে পর্যায়ক্রমে ঝেড়ে ফেলা বুঝায়। সচরাচর দেখা যায় বড় প্রজাতির গাছগুলোর গুঁড়ির দিকের ফ্যাঁকড়া ছাঁটাই করা না হলে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয় না। গাছের স্বাভাবিক বৃদ্ধি এবং সুষম পুষ্টিগুণ অব্যাহত রাখতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ফ্যাঁকড়া ছাঁটাই করার কোনো বিকল্প নেই। আশানুরূপ ফলন পেতেও যেমন আমরা খেতে নিড়ানি দিই, তেমনি নির্দিষ্ট সময় অন্তর অন্তর গাছের ফ্যাঁকড়া ছাঁটাইও অত্যাবশ্যকীয় কাজ।
কোনো পরিকল্পনা বা কোনো সুনির্দিষ্ট কাজে যদি গাছের ফ্যাঁকড়ার মতো ফ্যাঁকড়া বাধে তবে ওই কাজ আর সিদ্ধ হয় না। কেননা ফ্যাঁকড়া কাজের স্বাভাবিক বিকাশ বা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। অঞ্চলভেদে ফ্যাঁকড়া শব্দের নানান রূপভেদ রয়েছে। গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেমন ফ্যাঁকড়া ছেঁটে ফেলতে হয়, তেমনি কোনো পরিকল্পনা বা কাজে সফলতা অর্জন করতে হলে ওই কাজের ফ্যাঁকড়া ঝেড়ে ফেলতে হয়। নতুবা এই ফ্যাঁকড়া থেকে কাজে নতুন করে জটিলতা সৃষ্টি হবে।
প্রকৃতিজুড়েই রয়েছে প্রাণের মেলা। এই মেলার বড় অংশজুড়েই গাছ। প্রতিটি গাছই আলাদা। কারও কারও হাতের যত্নে গাছ যেমন তরতরিয়ে বেড়ে ওঠে, তেমনি কারও কারও নেতিবাচক ভূমিকার কারণে কাজের ফ্যাঁকড়াও বেড়ে যেতে পারে। এগুলো এড়াতে গাছের যেমন চাই বাড়তি যত্ন, তেমনি কাজেকর্মে ফ্যাঁকড়া এড়াতে চাই প্রয়োজনীয় সতর্কতা। ফ্যাঁকড়া শব্দটি গাছ থেকে জাত হয়ে এভাবেই আমাদের মুখের ভাষায় চলে এসেছে। তবে মনে রাখতে হবে, গাছের ফ্যাঁকড়া যেমন আকারে ছোট, তেমনি কোনো কাজের ফ্যাঁকড়াও ঝামেলা বা কোনো বিপদ থেকে অপেক্ষাকৃত ছোট। কিন্তু ফ্যাঁকড়া নির্মূল না করে কোনো কর্মে শতভাগ সফলতা অর্জন করা সম্ভব নয়।
লেখক: রাজীব কুমার সাহা
আভিধানিক ও প্রাবন্ধিক
বাংলা ভাষায় অতিপরিচিতি শব্দ হলো ফ্যাঁকড়া। যাপিত জীবনে কমবেশি আমরা সবাই ফ্যাঁকড়ায় পড়েছি। কখনো ফ্যাঁকড়া থেকে উত্তীর্ণ হতে পেরেছি, আবার কখনো ফ্যাঁকড়াতেই জীবন অতিবাহিত করছি। কিন্তু আমরা কি জানি ফ্যাঁকড়া শব্দটির মূল অর্থ কী? কীভাবে শব্দটি বাংলা ভাষায় এমন নেতিবাচক রূপ লাভ করেছে? শব্দটির মূল অর্থই কি নেতিবাচক? এতসব প্রশ্নের বেড়াজালে না জড়িয়ে চলুন জেনে নিই ফ্যাঁকড়া শব্দের সাতসতেরো।
ফ্যাঁকড়া দেশি শব্দ। এটি বিশেষ্য পদ। ফ্যাঁকড়া শব্দের আক্ষরিক অর্থ হলো প্রশাখা; গাছের ডাল। অপরদিকে ফ্যাঁকড়া শব্দের আভিধানিক অর্থ হলো ফ্যাসাদ, ঝামেলা; বাধা, বিঘ্ন, ছলচাতুরী; মূল বিষয় থেকে উদ্ভূত অন্যান্য বিষয়। মূলত ফ্যাঁকড়া শব্দের আক্ষরিক অর্থ থেকেই ক্রমবিবর্তনের মধ্য দিয়ে নেতিবাচক অর্থটি জাত।
‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ আমাদের বহুল প্রচলিত স্লোগানগুলোর একটি। জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিপর্যস্ত পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এমনকি তীব্র তাপপ্রবাহের মুখে বাংলাদেশে বৃক্ষরোপণের পক্ষে সরব প্রচারণা প্রত্যক্ষ করেছি সামাজিক যোগাযোগমাধ্যমে। মূল কথা হলো, বৃক্ষ একেবারেই আলাদা এক প্রাণ, স্বতন্ত্র এক অস্তিত্ব। এ সত্যকে মনেপ্রাণে ধারণ করতে না পারলে, বৃক্ষকে ভালোবাসতে না পারলে কখনো বৃক্ষের প্রয়োজনীয়তাকে অন্তর থেকে অনুধাবন করা সম্ভব নয়। বৃক্ষ নিয়ে কেন এতগুলো কথা বললাম, তার কারণ হলো আমাদের আলোচ্য ফ্যাঁকড়া শব্দটি সরাসরি বৃক্ষের সঙ্গে সম্পর্কিত। মূলত বৃক্ষের উপশাখা তথা ছোট ছোট ডালপালাকে ফ্যাঁকড়া বলে। একটি গাছ যখন ছোট থেকে বড় হয় তখন এই ফ্যাঁকড়ার ধাপ অতিক্রম করে করেই বড় হয়। যত বড় গাছ তত বেশি ফ্যাঁকড়া। আমরা ছোটবেলায় দেখেছি বাড়ির মুরব্বিরা বছরে একবার গাছ ছেঁটে দিতেন। এই গাছ ছেঁটে দেওয়া বলতে প্রকৃতপক্ষে গাছের ফ্যাঁকড়াকে পর্যায়ক্রমে ঝেড়ে ফেলা বুঝায়। সচরাচর দেখা যায় বড় প্রজাতির গাছগুলোর গুঁড়ির দিকের ফ্যাঁকড়া ছাঁটাই করা না হলে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয় না। গাছের স্বাভাবিক বৃদ্ধি এবং সুষম পুষ্টিগুণ অব্যাহত রাখতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ফ্যাঁকড়া ছাঁটাই করার কোনো বিকল্প নেই। আশানুরূপ ফলন পেতেও যেমন আমরা খেতে নিড়ানি দিই, তেমনি নির্দিষ্ট সময় অন্তর অন্তর গাছের ফ্যাঁকড়া ছাঁটাইও অত্যাবশ্যকীয় কাজ।
কোনো পরিকল্পনা বা কোনো সুনির্দিষ্ট কাজে যদি গাছের ফ্যাঁকড়ার মতো ফ্যাঁকড়া বাধে তবে ওই কাজ আর সিদ্ধ হয় না। কেননা ফ্যাঁকড়া কাজের স্বাভাবিক বিকাশ বা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। অঞ্চলভেদে ফ্যাঁকড়া শব্দের নানান রূপভেদ রয়েছে। গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেমন ফ্যাঁকড়া ছেঁটে ফেলতে হয়, তেমনি কোনো পরিকল্পনা বা কাজে সফলতা অর্জন করতে হলে ওই কাজের ফ্যাঁকড়া ঝেড়ে ফেলতে হয়। নতুবা এই ফ্যাঁকড়া থেকে কাজে নতুন করে জটিলতা সৃষ্টি হবে।
প্রকৃতিজুড়েই রয়েছে প্রাণের মেলা। এই মেলার বড় অংশজুড়েই গাছ। প্রতিটি গাছই আলাদা। কারও কারও হাতের যত্নে গাছ যেমন তরতরিয়ে বেড়ে ওঠে, তেমনি কারও কারও নেতিবাচক ভূমিকার কারণে কাজের ফ্যাঁকড়াও বেড়ে যেতে পারে। এগুলো এড়াতে গাছের যেমন চাই বাড়তি যত্ন, তেমনি কাজেকর্মে ফ্যাঁকড়া এড়াতে চাই প্রয়োজনীয় সতর্কতা। ফ্যাঁকড়া শব্দটি গাছ থেকে জাত হয়ে এভাবেই আমাদের মুখের ভাষায় চলে এসেছে। তবে মনে রাখতে হবে, গাছের ফ্যাঁকড়া যেমন আকারে ছোট, তেমনি কোনো কাজের ফ্যাঁকড়াও ঝামেলা বা কোনো বিপদ থেকে অপেক্ষাকৃত ছোট। কিন্তু ফ্যাঁকড়া নির্মূল না করে কোনো কর্মে শতভাগ সফলতা অর্জন করা সম্ভব নয়।
লেখক: রাজীব কুমার সাহা
আভিধানিক ও প্রাবন্ধিক
শান্তিতে নোবেল পুরস্কার একসময় ছিল আন্তর্জাতিক নৈতিকতার শীর্ষ সম্মান—যেখানে পুরস্কার পেতেন তাঁরা, যাঁদের জীবন ও কর্ম বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত। আজ সেই পুরস্কার অনেকটা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক সৌজন্য উপহার। যা দেওয়া হয় যখন কারও হাত মলতে হয়, অহংকারে তেল দিতে হয় বা নিজের অ্যাজেন্ডা...
২৪ দিন আগেগত বছর জুলাই মাস থেকে আমাদের আন্দোলনকারী তরুণ ছাত্রছাত্রীদের মুখে ও কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে, বেশি বেশি করে কয়েকটি বাক্য উচ্চারিত হয়ে আসছিল। বাকিগুলোর মধ্যে প্রথম যে বাক্যটি সবার কানে বেধেছে, সেটা হলো ‘বন্দোবস্ত’।
২৪ দিন আগেপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি রংপুরে অনুষ্ঠিত এক সভায় যে কথাগুলো বলেছেন, তা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি অকপটে স্বীকার করেছেন, সুষ্ঠু নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
২৪ দিন আগেজুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার অবসানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে কয়েক দিন ধরে পত্রপত্রিকা ও টেলিভিশনের টক শোতে চলছে এক বছরের মূল্যায়ন।
২৫ দিন আগে