সম্পাদকীয়
চট্টগ্রাম নগরীর অলংকার মোড়ে হঠাৎ বেহালা হাতে দাঁড়িয়ে গেলেন দুই তরুণী। বেহালা থেকে ভেসে এল করুণ সুর। সাউন্ডবক্স থেকে ভেসে আসতে লাগল পশু-পাখির ডাক, যেন তারা বলতে চায়, ‘আমাদের রক্ষা করো।’ সেখানে ছিল গরু, মহিষ, ছাগল আর ভেড়া। ছিল নানা ধরনের ফুলের গাছপালা। পরিবেশ বাঁচানোর দাবিতে গত মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ভিন্নধর্মী আয়োজন মন কেড়ে নেয় পথচারীদের।
মানুষ নানাভাবে পরিবেশ ধ্বংস করছে। জলবায়ু ইতিমধ্যেই সংকটে পড়ে গেছে। বিশ্বের টাকাওয়ালা দেশগুলো ধাপে ধাপে কারিগরি উন্নতির শিখরে উঠছে, অন্যদিকে তাদের কারণেই মূলত বাড়ছে কার্বন নিঃসরণ। পৃথিবী হয়ে উঠছে বসবাস অযোগ্য। এ জন্য যারা দায়ী, তারা বিশ্বব্যাপী এতটাই ক্ষমতাধর যে জলবায়ু সম্মেলন করেও তা থেকে কোনো নিষ্কৃতি মিলছে না।
একজন শিল্পী তাঁর এই অভিনব প্রতিবাদের ভাষায় আমাদের মনে করিয়ে দিলেন, পৃথিবী মানেই শুধু মানুষ নয়, পৃথিবী মানে সমগ্র জীববৈচিত্র্য ও প্রকৃতি নিয়ে গড়ে ওঠা গ্রহটি। সবারই বাঁচার অধিকার আছে, কিন্তু মানুষ সেই অধিকারে বাদ সেধেছে।
অভিনব প্রতিবাদটি আমাদের নীতিনির্ধারকেরা যদি একটু হলেও হৃদয়ঙ্গম করেন, তাহলে আমাদের দেশের পরিবেশ দূষণ এবং পশু-পাখির বিচরণস্থলে হামলার ঘটনা কিছুটা হলেও কমতে পারে। দেশে বনাঞ্চল ধ্বংস করে গড়ে উঠছে বাড়ি। বনের প্রাণীর আর্তি মানুষের মনে এসে পৌঁছাতে পারছে না। নদীদূষণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। মারা পড়ছে মাছ। এ বিষয়গুলো বিবেচনা করে শিল্পী টুটুল চৌধুরী প্রাণের তাগিদে যে কাজটি করলেন, তা প্রকৃতি রক্ষার প্রতি আগ্রহী করে তুলুক মনুষ্য সমাজকে।
এই প্রতিবাদ দেখে বিশ্বজুড়ে অভিনব প্রতিবাদের কিছু ঘটনা মনে পড়ে গেল। ২০১২ সালে অর্থনৈতিক মন্দায় জর্জরিত হয়ে ইতালিতে বহু কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল। কর্মচ্যুত শ্রমিকেরা তাঁদের হলুদ হেলমেট সুশৃঙ্খলভাবে একটির পাশে এবং পেছনে রেখে করেছিলেন শান্তিপূর্ণ প্রতিবাদ। ২০১২ সালে স্থানীয় ডেইরি খামারের অস্তিত্ব বিপন্ন হতে পারে—এ রকম একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছিল ইউরোপীয় ইউনিয়ন, তখন এর প্রতিবাদে ফ্রান্স, লুক্সেমবার্গ, জার্মানি, হল্যান্ড থেকে হাজার হাজার খামারি ট্রাক্টরে চেপে হাজির হয়েছিলেন ব্রাসেলসে।
পুলিশ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করার আগেই তাঁরা নিজেরাই পুলিশের ওপর জলকামানের মতো দুগ্ধকামান ব্যবহার করেন। এ-ও ছিল এক ব্যতিক্রমী প্রতিবাদ। দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তাঁকে ক্ষমতাচ্যুত করার দাবিতে মোমবাতি আন্দোলন হয়েছিল ২০১৬ সালে। লাখ লাখ মানুষ রাস্তায় নেমে মোমবাতি প্রজ্বালন করে সেই শান্তিপূর্ণ আন্দোলন করেছিল। নিরবচ্ছিন্নভাবে ছয় মাস আন্দোলনের পর প্রেসিডেন্ট ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন।
টুটুল চৌধুরী গোটা মানবজাতির কাছে একটি আকুতি নিয়ে হাজির হয়েছেন—রক্ষা করতে হবে জীববৈচিত্র্য এবং পরিবেশ। এই আন্দোলনের সঙ্গে দেশের ক্ষমতাসীনেরা এবং জনগণ ব্যাপকভাবে যুক্ত হলে অন্তত আমাদের দেশটা দূষণমুক্ত হওয়ার পথে একটু এগোতে পারত।
চট্টগ্রাম নগরীর অলংকার মোড়ে হঠাৎ বেহালা হাতে দাঁড়িয়ে গেলেন দুই তরুণী। বেহালা থেকে ভেসে এল করুণ সুর। সাউন্ডবক্স থেকে ভেসে আসতে লাগল পশু-পাখির ডাক, যেন তারা বলতে চায়, ‘আমাদের রক্ষা করো।’ সেখানে ছিল গরু, মহিষ, ছাগল আর ভেড়া। ছিল নানা ধরনের ফুলের গাছপালা। পরিবেশ বাঁচানোর দাবিতে গত মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ভিন্নধর্মী আয়োজন মন কেড়ে নেয় পথচারীদের।
মানুষ নানাভাবে পরিবেশ ধ্বংস করছে। জলবায়ু ইতিমধ্যেই সংকটে পড়ে গেছে। বিশ্বের টাকাওয়ালা দেশগুলো ধাপে ধাপে কারিগরি উন্নতির শিখরে উঠছে, অন্যদিকে তাদের কারণেই মূলত বাড়ছে কার্বন নিঃসরণ। পৃথিবী হয়ে উঠছে বসবাস অযোগ্য। এ জন্য যারা দায়ী, তারা বিশ্বব্যাপী এতটাই ক্ষমতাধর যে জলবায়ু সম্মেলন করেও তা থেকে কোনো নিষ্কৃতি মিলছে না।
একজন শিল্পী তাঁর এই অভিনব প্রতিবাদের ভাষায় আমাদের মনে করিয়ে দিলেন, পৃথিবী মানেই শুধু মানুষ নয়, পৃথিবী মানে সমগ্র জীববৈচিত্র্য ও প্রকৃতি নিয়ে গড়ে ওঠা গ্রহটি। সবারই বাঁচার অধিকার আছে, কিন্তু মানুষ সেই অধিকারে বাদ সেধেছে।
অভিনব প্রতিবাদটি আমাদের নীতিনির্ধারকেরা যদি একটু হলেও হৃদয়ঙ্গম করেন, তাহলে আমাদের দেশের পরিবেশ দূষণ এবং পশু-পাখির বিচরণস্থলে হামলার ঘটনা কিছুটা হলেও কমতে পারে। দেশে বনাঞ্চল ধ্বংস করে গড়ে উঠছে বাড়ি। বনের প্রাণীর আর্তি মানুষের মনে এসে পৌঁছাতে পারছে না। নদীদূষণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। মারা পড়ছে মাছ। এ বিষয়গুলো বিবেচনা করে শিল্পী টুটুল চৌধুরী প্রাণের তাগিদে যে কাজটি করলেন, তা প্রকৃতি রক্ষার প্রতি আগ্রহী করে তুলুক মনুষ্য সমাজকে।
এই প্রতিবাদ দেখে বিশ্বজুড়ে অভিনব প্রতিবাদের কিছু ঘটনা মনে পড়ে গেল। ২০১২ সালে অর্থনৈতিক মন্দায় জর্জরিত হয়ে ইতালিতে বহু কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল। কর্মচ্যুত শ্রমিকেরা তাঁদের হলুদ হেলমেট সুশৃঙ্খলভাবে একটির পাশে এবং পেছনে রেখে করেছিলেন শান্তিপূর্ণ প্রতিবাদ। ২০১২ সালে স্থানীয় ডেইরি খামারের অস্তিত্ব বিপন্ন হতে পারে—এ রকম একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছিল ইউরোপীয় ইউনিয়ন, তখন এর প্রতিবাদে ফ্রান্স, লুক্সেমবার্গ, জার্মানি, হল্যান্ড থেকে হাজার হাজার খামারি ট্রাক্টরে চেপে হাজির হয়েছিলেন ব্রাসেলসে।
পুলিশ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করার আগেই তাঁরা নিজেরাই পুলিশের ওপর জলকামানের মতো দুগ্ধকামান ব্যবহার করেন। এ-ও ছিল এক ব্যতিক্রমী প্রতিবাদ। দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তাঁকে ক্ষমতাচ্যুত করার দাবিতে মোমবাতি আন্দোলন হয়েছিল ২০১৬ সালে। লাখ লাখ মানুষ রাস্তায় নেমে মোমবাতি প্রজ্বালন করে সেই শান্তিপূর্ণ আন্দোলন করেছিল। নিরবচ্ছিন্নভাবে ছয় মাস আন্দোলনের পর প্রেসিডেন্ট ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন।
টুটুল চৌধুরী গোটা মানবজাতির কাছে একটি আকুতি নিয়ে হাজির হয়েছেন—রক্ষা করতে হবে জীববৈচিত্র্য এবং পরিবেশ। এই আন্দোলনের সঙ্গে দেশের ক্ষমতাসীনেরা এবং জনগণ ব্যাপকভাবে যুক্ত হলে অন্তত আমাদের দেশটা দূষণমুক্ত হওয়ার পথে একটু এগোতে পারত।
শান্তিতে নোবেল পুরস্কার একসময় ছিল আন্তর্জাতিক নৈতিকতার শীর্ষ সম্মান—যেখানে পুরস্কার পেতেন তাঁরা, যাঁদের জীবন ও কর্ম বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত। আজ সেই পুরস্কার অনেকটা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক সৌজন্য উপহার। যা দেওয়া হয় যখন কারও হাত মলতে হয়, অহংকারে তেল দিতে হয় বা নিজের অ্যাজেন্ডা...
১২ আগস্ট ২০২৫গত বছর জুলাই মাস থেকে আমাদের আন্দোলনকারী তরুণ ছাত্রছাত্রীদের মুখে ও কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে, বেশি বেশি করে কয়েকটি বাক্য উচ্চারিত হয়ে আসছিল। বাকিগুলোর মধ্যে প্রথম যে বাক্যটি সবার কানে বেধেছে, সেটা হলো ‘বন্দোবস্ত’।
১২ আগস্ট ২০২৫প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি রংপুরে অনুষ্ঠিত এক সভায় যে কথাগুলো বলেছেন, তা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি অকপটে স্বীকার করেছেন, সুষ্ঠু নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
১২ আগস্ট ২০২৫জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার অবসানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে কয়েক দিন ধরে পত্রপত্রিকা ও টেলিভিশনের টক শোতে চলছে এক বছরের মূল্যায়ন।
১১ আগস্ট ২০২৫