অধ্যাপক এম এম আকাশ
পৃথিবীর অধিকাংশ দেশ জ্বালানি তেল আমদানি করে। তাদের আমদানি করা দামের ওপরে দেশে দাম নির্ধারণ হয়। সম্প্রতি তরল পেট্রোলিয়াম ও তরলীকৃত গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সে অনুযায়ী দেশের বাজারে দাম বাড়ানো যেতে পারে। কিন্তু তার একটি কর্তৃপক্ষ আছে, সেটি হলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
আমরা জানি, বাজারে ডিজেলের খুচরা দাম ৬৫ টাকা লিটার। এটা এক লাফে ২৩% বাড়ান হলো। এখন প্রশ্ন হলো, এক লাফে এতটা বাড়ান কোনো নীতিনির্ধারক সহজে করেন না। বিশেষ করে ডিজেলের ক্ষেত্রে করা ঠিক না। কারণ এটা অনেক প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হয়। প্রথমত কৃষি কাজে ও দ্বিতীয়ত পণ্য পরিবহন কাজে। কৃষির উৎপাদন ও পরিবহন খরচ বেড়ে যাবে। ফলে শিল্পজাত পণ্যসহ অন্যান্য পণ্যের দাম বেড়ে যাবে। করোনার পরে মানুষ এমনতেই কষ্টে আছে। আর হঠাৎ করে দাম বাড়লে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে।
ডিজেলের দাম বাড়ার কারণে যারা ধর্মঘট ডেকেছে তাদের সঙ্গে সরকারের দ্রুত বসা উচিত ছিল। অথবা আগেই বসার দরকার ছিল। এ ছাড়া দাম বাড়ানোর আগে নোটিশ দেওয়া উচিত ছিল। এর কোনো কিছু হয়েছে কিনা, আমি জানি না। আর সরকারের উচিত ছিল ধর্মঘটকারীদের সঙ্গে বসে তাঁদের দাবি নিয়ে আলাপ আলোচনা করা। কিন্তু তা না করায় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুর্ভোগ পোহাচ্ছে। দুই দিন ধরে এই দুর্ভোগের বিষয়টা চলতে পারে না। এর সৎ উত্তর সরকার দিতে পারবে না। আমাদের দেশের সরকার মুক্তবাজার অনুসরণ করছে। কিন্তু দাম বাড়লে সেগুলো নিয়ম অনুযায়ী হওয়া উচিত। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে সরকার বাড়াবে। কিন্তু দাম কমলে দাম কমাবে না। তাহলে তো মুক্তবাজার অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলো না।
লেখক: অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
পৃথিবীর অধিকাংশ দেশ জ্বালানি তেল আমদানি করে। তাদের আমদানি করা দামের ওপরে দেশে দাম নির্ধারণ হয়। সম্প্রতি তরল পেট্রোলিয়াম ও তরলীকৃত গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সে অনুযায়ী দেশের বাজারে দাম বাড়ানো যেতে পারে। কিন্তু তার একটি কর্তৃপক্ষ আছে, সেটি হলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
আমরা জানি, বাজারে ডিজেলের খুচরা দাম ৬৫ টাকা লিটার। এটা এক লাফে ২৩% বাড়ান হলো। এখন প্রশ্ন হলো, এক লাফে এতটা বাড়ান কোনো নীতিনির্ধারক সহজে করেন না। বিশেষ করে ডিজেলের ক্ষেত্রে করা ঠিক না। কারণ এটা অনেক প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হয়। প্রথমত কৃষি কাজে ও দ্বিতীয়ত পণ্য পরিবহন কাজে। কৃষির উৎপাদন ও পরিবহন খরচ বেড়ে যাবে। ফলে শিল্পজাত পণ্যসহ অন্যান্য পণ্যের দাম বেড়ে যাবে। করোনার পরে মানুষ এমনতেই কষ্টে আছে। আর হঠাৎ করে দাম বাড়লে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে।
ডিজেলের দাম বাড়ার কারণে যারা ধর্মঘট ডেকেছে তাদের সঙ্গে সরকারের দ্রুত বসা উচিত ছিল। অথবা আগেই বসার দরকার ছিল। এ ছাড়া দাম বাড়ানোর আগে নোটিশ দেওয়া উচিত ছিল। এর কোনো কিছু হয়েছে কিনা, আমি জানি না। আর সরকারের উচিত ছিল ধর্মঘটকারীদের সঙ্গে বসে তাঁদের দাবি নিয়ে আলাপ আলোচনা করা। কিন্তু তা না করায় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুর্ভোগ পোহাচ্ছে। দুই দিন ধরে এই দুর্ভোগের বিষয়টা চলতে পারে না। এর সৎ উত্তর সরকার দিতে পারবে না। আমাদের দেশের সরকার মুক্তবাজার অনুসরণ করছে। কিন্তু দাম বাড়লে সেগুলো নিয়ম অনুযায়ী হওয়া উচিত। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে সরকার বাড়াবে। কিন্তু দাম কমলে দাম কমাবে না। তাহলে তো মুক্তবাজার অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলো না।
লেখক: অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
শান্তিতে নোবেল পুরস্কার একসময় ছিল আন্তর্জাতিক নৈতিকতার শীর্ষ সম্মান—যেখানে পুরস্কার পেতেন তাঁরা, যাঁদের জীবন ও কর্ম বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত। আজ সেই পুরস্কার অনেকটা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক সৌজন্য উপহার। যা দেওয়া হয় যখন কারও হাত মলতে হয়, অহংকারে তেল দিতে হয় বা নিজের অ্যাজেন্ডা...
১২ আগস্ট ২০২৫গত বছর জুলাই মাস থেকে আমাদের আন্দোলনকারী তরুণ ছাত্রছাত্রীদের মুখে ও কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে, বেশি বেশি করে কয়েকটি বাক্য উচ্চারিত হয়ে আসছিল। বাকিগুলোর মধ্যে প্রথম যে বাক্যটি সবার কানে বেধেছে, সেটা হলো ‘বন্দোবস্ত’।
১২ আগস্ট ২০২৫প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি রংপুরে অনুষ্ঠিত এক সভায় যে কথাগুলো বলেছেন, তা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি অকপটে স্বীকার করেছেন, সুষ্ঠু নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
১২ আগস্ট ২০২৫জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার অবসানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে কয়েক দিন ধরে পত্রপত্রিকা ও টেলিভিশনের টক শোতে চলছে এক বছরের মূল্যায়ন।
১১ আগস্ট ২০২৫