অনলাইন ডেস্ক
সাতক্ষীরায় পল্লী বিদ্যুতের লাইনে বিদ্যুতায়িত হয়ে শিশুর অঙ্গহানির ঘটনায় চিকিৎসাসহ প্রয়োজনীয় খরচের জন্য আপাতত ১০ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই শিশুর পক্ষে করা এ-সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ এই আদেশ দেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ও প্রধান বিদ্যুৎ পরিদর্শককে আগামী এক মাসের মধ্যে এই অর্থ দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মুহম্মদ তারিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ। তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি একাধিকবার শুনানি হয়েছে।
আদালত বলেছেন ক্ষতিপূরণের বিষয়টি নিষ্পত্তি করতে। তবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড তা করেনি। রুল বিচারাধীন থাকাবস্থায় চিকিৎসার জন্য অর্থ পেতে নির্দেশনা চেয়ে আবেদন করলে হাইকোর্ট এই আদেশ দেন।
২০২১ সালে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি নকশা পরিবর্তন করে আব্দুর রাজ্জাকের দোতলা বাসবভনের ওপর দিয়ে ক্যাপ ও কভারবিহীন বৈদ্যুতিক লাইন স্থাপন করে। এই লাইনে সংযোগ না দিতে আবেদন করেছিলেন আব্দুর রাজ্জাক। বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর একই বছরের ৯ মে আব্দুর রাজ্জাক ঢালীর ৭ বছরের শিশু রাকিবুজ্জামান ওই তারে বিদ্যুতায়িত হয়।
রাকিবুজ্জামানকে তাৎক্ষণিক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১২ মে রাকিবুজ্জামানের ডান হাতের বগল থেকে এবং ডান পায়ের হাঁটু থেকে নিচের অংশ কেটে ফেলতে হয়।
এদিকে ছেলের বিদ্যুতায়িত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে ২০২১ সালের ২৫ মে আব্দুর রাজ্জাক ঢালী সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্টদের বরাবর আবেদন করেন। কিন্তু তারা ক্ষতিপূরণ দেয়নি এবং কোনো ব্যবস্থাও নেয়নি।
পরে আব্দুর রাজ্জাক ঢালী হাইকোর্টে রিট করেন। ওই বছরের ৮ নভেম্বর হাইকোর্ট শিশুর অঙ্গহানির ঘটনায় কী ধরনের চিকিৎসা হয়েছে এবং আরও কী চিকিৎসা প্রয়োজন, সে বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।
এ ছাড়া ওই ছেলের অঙ্গহানির ঘটনায় যথাযথ ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়।
সে অনুসারে ওই বছরের ৯ ডিসেম্বর এ প্রতিবেদন দেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান। যাতে চিকিৎসার খরচ ধরা হয় ২ কোটি ৬৩ লাখ ৬৯ হাজার ১৮২ টাকা।
সাতক্ষীরায় পল্লী বিদ্যুতের লাইনে বিদ্যুতায়িত হয়ে শিশুর অঙ্গহানির ঘটনায় চিকিৎসাসহ প্রয়োজনীয় খরচের জন্য আপাতত ১০ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই শিশুর পক্ষে করা এ-সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ এই আদেশ দেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ও প্রধান বিদ্যুৎ পরিদর্শককে আগামী এক মাসের মধ্যে এই অর্থ দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মুহম্মদ তারিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ। তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি একাধিকবার শুনানি হয়েছে।
আদালত বলেছেন ক্ষতিপূরণের বিষয়টি নিষ্পত্তি করতে। তবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড তা করেনি। রুল বিচারাধীন থাকাবস্থায় চিকিৎসার জন্য অর্থ পেতে নির্দেশনা চেয়ে আবেদন করলে হাইকোর্ট এই আদেশ দেন।
২০২১ সালে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি নকশা পরিবর্তন করে আব্দুর রাজ্জাকের দোতলা বাসবভনের ওপর দিয়ে ক্যাপ ও কভারবিহীন বৈদ্যুতিক লাইন স্থাপন করে। এই লাইনে সংযোগ না দিতে আবেদন করেছিলেন আব্দুর রাজ্জাক। বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর একই বছরের ৯ মে আব্দুর রাজ্জাক ঢালীর ৭ বছরের শিশু রাকিবুজ্জামান ওই তারে বিদ্যুতায়িত হয়।
রাকিবুজ্জামানকে তাৎক্ষণিক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১২ মে রাকিবুজ্জামানের ডান হাতের বগল থেকে এবং ডান পায়ের হাঁটু থেকে নিচের অংশ কেটে ফেলতে হয়।
এদিকে ছেলের বিদ্যুতায়িত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে ২০২১ সালের ২৫ মে আব্দুর রাজ্জাক ঢালী সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্টদের বরাবর আবেদন করেন। কিন্তু তারা ক্ষতিপূরণ দেয়নি এবং কোনো ব্যবস্থাও নেয়নি।
পরে আব্দুর রাজ্জাক ঢালী হাইকোর্টে রিট করেন। ওই বছরের ৮ নভেম্বর হাইকোর্ট শিশুর অঙ্গহানির ঘটনায় কী ধরনের চিকিৎসা হয়েছে এবং আরও কী চিকিৎসা প্রয়োজন, সে বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।
এ ছাড়া ওই ছেলের অঙ্গহানির ঘটনায় যথাযথ ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়।
সে অনুসারে ওই বছরের ৯ ডিসেম্বর এ প্রতিবেদন দেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান। যাতে চিকিৎসার খরচ ধরা হয় ২ কোটি ৬৩ লাখ ৬৯ হাজার ১৮২ টাকা।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৭ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৮ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৮ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৮ দিন আগে