নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসই করবেন বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা তিনি।
নতুন গঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গণপরিষদ নির্বাচন চায়। বিএনপিসহ অন্য অনেক দলের দাবি জাতীয় নির্বাচন। এখানে সরকারের অবস্থান কী জানতে চাইলে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এখানে সরকারের অবস্থান নেওয়ার সুযোগ নেই। সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবে। নির্বাচন গণপরিষদ হবে, নাকি সংসদ, নাকি স্থানীয়, নাকি অন্য কিছু হবে—এগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে সরকার ঐকমত্যের ভিত্তিতে করবে।
একেকটি রাজনৈতিক দল একেক ধরনের রাজনৈতিক কর্মসূচি দেয়। এটা সরকারের বিষয় নয়।
জুলাই ঘোষণাপত্রের তেমন অগ্রগতির হয়নি বলে জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, কিছু কিছু রাজনৈতিক দল তাদের মতামত পাঠিয়েছে; কিন্তু সব দল পাঠায়নি।
মব জাস্টিস ও মোরাল পুলিশিংয়ের বিরুদ্ধে সরকারের অবস্থান শক্ত বলে জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের অবস্থায় এখনো আমরা ফেরত আনতে পারিনি, সে ক্ষেত্রে কোনো কোনো জায়গায় মব জাস্টিস এবং মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটেছে। এ ক্ষেত্রে সরকারের শক্ত অবস্থান স্পষ্ট। মোহাম্মদপুরের ঘটনা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এটার ব্যাপারে উভয় পক্ষ পুলিশের সামনে আপসনামায় স্বাক্ষর করেছে, তাই ওটাকে চূড়ান্ত বলে বিবেচনা করতে হচ্ছে। নারীর প্রতি সহিংসতা সরকার সমর্থন করে না। কেউ মব জাস্টিসের মুখোমুখি হলে সরকার তার পাশে দাঁড়াবে।’
আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ
পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে ৩ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগপ্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘অতিরিক্ত হিসেবে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে, গ্রামগঞ্জের মানুষেরা চিকিৎসা পান না, তাঁদের জন্য পর্যাপ্ত চিকিৎসক যাতে নিশ্চিত করা যায়, এ জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বাংলাদেশ বর্তমানে ওমান ও কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আনে। নতুন করে সরকার সৌদি আরব থেকে এলএনজি আনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, কয়েক দিন আগে জ্বালানি উপদেষ্টা (ফাওজুল কবির খান) সৌদি আরবে গিয়েছিলেন, সেখানে এরামকো (এলএনজি কোম্পানি) সঙ্গে কথা হয়েছে। তারা বাজারে যে দামে দেয়, তার চেয়ে কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহ করতে সম্মত হয়েছে।
৮ আগস্ট উপদেষ্টা পরিষদ দায়িত্ব নেওয়ার পর ১৩৫ সিদ্ধান্তের মধ্যে ৯২টি বাস্তবায়ন করা হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, সিদ্ধান্ত বাস্তবায়নের হার হচ্ছে ৬৮ দশমিক ১৬, যেটা বেশ ভালো।
নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসই করবেন বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা তিনি।
নতুন গঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গণপরিষদ নির্বাচন চায়। বিএনপিসহ অন্য অনেক দলের দাবি জাতীয় নির্বাচন। এখানে সরকারের অবস্থান কী জানতে চাইলে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এখানে সরকারের অবস্থান নেওয়ার সুযোগ নেই। সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবে। নির্বাচন গণপরিষদ হবে, নাকি সংসদ, নাকি স্থানীয়, নাকি অন্য কিছু হবে—এগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে সরকার ঐকমত্যের ভিত্তিতে করবে।
একেকটি রাজনৈতিক দল একেক ধরনের রাজনৈতিক কর্মসূচি দেয়। এটা সরকারের বিষয় নয়।
জুলাই ঘোষণাপত্রের তেমন অগ্রগতির হয়নি বলে জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, কিছু কিছু রাজনৈতিক দল তাদের মতামত পাঠিয়েছে; কিন্তু সব দল পাঠায়নি।
মব জাস্টিস ও মোরাল পুলিশিংয়ের বিরুদ্ধে সরকারের অবস্থান শক্ত বলে জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের অবস্থায় এখনো আমরা ফেরত আনতে পারিনি, সে ক্ষেত্রে কোনো কোনো জায়গায় মব জাস্টিস এবং মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটেছে। এ ক্ষেত্রে সরকারের শক্ত অবস্থান স্পষ্ট। মোহাম্মদপুরের ঘটনা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এটার ব্যাপারে উভয় পক্ষ পুলিশের সামনে আপসনামায় স্বাক্ষর করেছে, তাই ওটাকে চূড়ান্ত বলে বিবেচনা করতে হচ্ছে। নারীর প্রতি সহিংসতা সরকার সমর্থন করে না। কেউ মব জাস্টিসের মুখোমুখি হলে সরকার তার পাশে দাঁড়াবে।’
আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ
পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে ৩ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগপ্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘অতিরিক্ত হিসেবে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে, গ্রামগঞ্জের মানুষেরা চিকিৎসা পান না, তাঁদের জন্য পর্যাপ্ত চিকিৎসক যাতে নিশ্চিত করা যায়, এ জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বাংলাদেশ বর্তমানে ওমান ও কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আনে। নতুন করে সরকার সৌদি আরব থেকে এলএনজি আনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, কয়েক দিন আগে জ্বালানি উপদেষ্টা (ফাওজুল কবির খান) সৌদি আরবে গিয়েছিলেন, সেখানে এরামকো (এলএনজি কোম্পানি) সঙ্গে কথা হয়েছে। তারা বাজারে যে দামে দেয়, তার চেয়ে কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহ করতে সম্মত হয়েছে।
৮ আগস্ট উপদেষ্টা পরিষদ দায়িত্ব নেওয়ার পর ১৩৫ সিদ্ধান্তের মধ্যে ৯২টি বাস্তবায়ন করা হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, সিদ্ধান্ত বাস্তবায়নের হার হচ্ছে ৬৮ দশমিক ১৬, যেটা বেশ ভালো।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৭ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৮ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৮ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৮ দিন আগে