নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতিটি স্কুলে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের ভর্তির ব্যবস্থার তাগাদা দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। স্কুলগুলোর ভেতরে এই শিশুদের জায়গা দিতে বিশেষ কক্ষ রাখার কথা বলেছেন তিনি।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) সুরক্ষা ট্রাস্ট এই অনুষ্ঠানের আয়োজন করে।
শারমীন এস মুরশিদ বলেন, ‘আমাদের প্রতিটি এলাকায় প্রাইমারি স্কুল আছে। তাহলে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বসতে হবে। এ রকম একটা পলিসি করতে হবে যে এই বাচ্চাদের (অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু) জন্য যেন স্কুলে একটা বিশেষ কক্ষ থাকে। যদি আমাদের কোটি বাচ্চার জন্য স্কুল থাকতে পারে, আমার ৫০ লাখ শিশুর জন্য থাকতে পারে না? আলাদা ব্যবস্থা করে কঠিন না করে আমাদের জীবনের অংশ করে সহজ করতে হবে। প্রতিটি স্কুলে এটা আমার চাওয়া। এই চাওয়াটা নিয়ে যেখানে যাওয়া দরকার, আমি যাব। প্রতিটি স্কুলে আমাদের এই বাচ্চাদের জন্য জায়গা থাকতে হবে। যে বাচ্চাদের বিশেষ মেধা আছে, তাদের চিহ্নিত করে, সেই বিশেষ স্কুলগুলোতে যেন তাদের জায়গা হয়, সেটাও আমরা দেখব।’
উপদেষ্টা জানান, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় হবে সেবাদানকারী প্রতিষ্ঠান। মন্ত্রণালয়ের সেবা প্রতিটি গ্রামে নিয়ে যাওয়া হবে। মানুষকে এই দুটি মন্ত্রণালয়ের সেবা সম্পর্কে জানাতে প্রয়োজনে মেলার আয়োজন করা হবে।
প্রতিবছর ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়। এ বছর সে সময় ঈদুল ফিতরের সরকারি ছুটি থাকায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ২২ এপ্রিল অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদ্যাপন করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্ম সচিব) শামীমা ফেরদৌস। তিনি জানান, প্রতিবছর এনডিডি শিশুদের ১০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা দেওয়া হয়। গত অর্থবছরে এনডিডি ট্রাস্ট থেকে তিন হাজার এনডিডি শিশুকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরে ৫ হাজার এনডিডি শিশুকে একই ধরনের অনুদান দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার কার্যক্রম চলমান রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণসচিব ড. মো. মহিউদ্দিন। অতিথিদের মধ্যে ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দেবনাথ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান, অটিজম প্রতিবন্ধী ব্যক্তি ধ্রুপদ, অভিভাবক নকিব খান প্রমুখ। অনুষ্ঠানে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন তিনজন শিশু এবং এই শিশুদের সুরক্ষায় অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার ও ক্রেস্ট দেওয়া হয়।
প্রতিটি স্কুলে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের ভর্তির ব্যবস্থার তাগাদা দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। স্কুলগুলোর ভেতরে এই শিশুদের জায়গা দিতে বিশেষ কক্ষ রাখার কথা বলেছেন তিনি।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) সুরক্ষা ট্রাস্ট এই অনুষ্ঠানের আয়োজন করে।
শারমীন এস মুরশিদ বলেন, ‘আমাদের প্রতিটি এলাকায় প্রাইমারি স্কুল আছে। তাহলে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বসতে হবে। এ রকম একটা পলিসি করতে হবে যে এই বাচ্চাদের (অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু) জন্য যেন স্কুলে একটা বিশেষ কক্ষ থাকে। যদি আমাদের কোটি বাচ্চার জন্য স্কুল থাকতে পারে, আমার ৫০ লাখ শিশুর জন্য থাকতে পারে না? আলাদা ব্যবস্থা করে কঠিন না করে আমাদের জীবনের অংশ করে সহজ করতে হবে। প্রতিটি স্কুলে এটা আমার চাওয়া। এই চাওয়াটা নিয়ে যেখানে যাওয়া দরকার, আমি যাব। প্রতিটি স্কুলে আমাদের এই বাচ্চাদের জন্য জায়গা থাকতে হবে। যে বাচ্চাদের বিশেষ মেধা আছে, তাদের চিহ্নিত করে, সেই বিশেষ স্কুলগুলোতে যেন তাদের জায়গা হয়, সেটাও আমরা দেখব।’
উপদেষ্টা জানান, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় হবে সেবাদানকারী প্রতিষ্ঠান। মন্ত্রণালয়ের সেবা প্রতিটি গ্রামে নিয়ে যাওয়া হবে। মানুষকে এই দুটি মন্ত্রণালয়ের সেবা সম্পর্কে জানাতে প্রয়োজনে মেলার আয়োজন করা হবে।
প্রতিবছর ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়। এ বছর সে সময় ঈদুল ফিতরের সরকারি ছুটি থাকায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ২২ এপ্রিল অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদ্যাপন করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্ম সচিব) শামীমা ফেরদৌস। তিনি জানান, প্রতিবছর এনডিডি শিশুদের ১০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা দেওয়া হয়। গত অর্থবছরে এনডিডি ট্রাস্ট থেকে তিন হাজার এনডিডি শিশুকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরে ৫ হাজার এনডিডি শিশুকে একই ধরনের অনুদান দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার কার্যক্রম চলমান রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণসচিব ড. মো. মহিউদ্দিন। অতিথিদের মধ্যে ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দেবনাথ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান, অটিজম প্রতিবন্ধী ব্যক্তি ধ্রুপদ, অভিভাবক নকিব খান প্রমুখ। অনুষ্ঠানে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন তিনজন শিশু এবং এই শিশুদের সুরক্ষায় অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার ও ক্রেস্ট দেওয়া হয়।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৮ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৮ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৮ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৮ দিন আগে