Ajker Patrika

বুধবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

বাসস, ঢাকা
আপডেট : ২০ জুন ২০২২, ১৬: ২০
বুধবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। 

ইহসানুল করিম বলেন, ‘বুধবার (২২ জুন) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।’

এদিকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে আগামী মঙ্গলবার (২১ জুন) সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন। বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহমর্মিতা জানাবেন। একই সঙ্গে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মসূচিতে অংশ নেবেন।

আগামী শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত