নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘বাংলাদেশের ৬৭ পার্সেন্ট লোক নন-কমিউনিকেবল ডিজিসে মারা যায়। তার মধ্যে ক্যানসার উল্লেখযোগ্য। আমাদের দেশে ২০ লাখ লোক ক্যানসারে আক্রান্ত। বছর শেষে আরও প্রায় এক থেকে দেড় লাখ ক্যানসার রোগী যুক্ত হয় এই তালিকায়। মৃত্যু হয় লাখের কাছাকাছি। অর্থাৎ আমাদের দেশে যদি ১ লাখ লোক মৃত্যুবরণ করে বছরে, তাহলে প্রতিদিন মারা যায় ২৭৩ জন। যদি দেড় লাখ লোক মারা যায়, তাহলে দিন শেষে সংখ্যা দাঁড়ায় ৪০০-এর মতো। অথচ আমরা করোনার মৃত্যুটাকেই দেখে থাকি। রোজ করোনার মৃত্যুসংখ্যাটা জানানো হচ্ছে বিধায় আমরা জানতে পারি। কিন্তু ক্যানসারে কত লোক মারা যায়, এই হিসাব কেউ খুব একটা রাখে না।’
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মিলনায়তনে আয়োজিত ক্যানসার দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
ক্যানসারের মতো এমন রোগ কেন বাড়ছে, এর পেছনের কারণটা কী, এটা খুঁজে বের করার তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আক্রান্ত হওয়ার আগেই প্রতিরোধটা ক্যানসারের জন্য খুবই জরুরি। আমরা যে বাতাস গ্রহণ করি, সেগুলোর ভেতরে অনেক ধরনের জীবাণু রয়েছে। ঢাকার বাতাস অন্যান্য দেশের তুলনায় খুব একটা ভালো না। যার ফলে আমাদের এখানকার মানুষদের ফুসফুস ও গলায় ক্যানসার হয়। নদী-নালায় শিল্পের বর্জ্য ফেলা হয়, ওই সমস্ত পানি ব্যবহার করলে নানা ধরনের ক্যানসার হওয়ার সম্ভাবনা থাকে। ভেজাল খাবার এবং তামাক সেবন করলে ক্যানসার হওয়ার ঝুঁকি থাকে। বাংলাদেশে ক্যানসার আক্রান্তদের মধ্যে পাকস্থলীর ক্যানসারের আধিক্য বেশি। আবাদি খাদ্যশস্যে কীটনাশক প্রয়োগের কারণে ক্যানসারের ঝুঁকি বাড়ে। ক্যানসারমুক্ত থাকার সব থেকে সহজ ও সুন্দর পদ্ধতি হলো দ্রুত ক্যানসার শনাক্ত করে ভালো চিকিৎসা দেওয়া। দ্রুত শনাক্ত করতে পারলে সেটি ছড়িয়ে পড়ে না।’
ক্যানসারে আক্রান্ত হলে শুধু ঢাকার মানুষ কিংবা বিত্তশালী মানুষ চিকিৎসা নিতে পারবে—এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার আশাবাদও ব্যক্ত করেন জাহিদ মালেক। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি ক্যানসার চিকিৎসার পরিধি বাড়াতে। এই ইনস্টিটিউটে (জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল) মাত্র ৫০ বেড ছিল। এখন সেটা ৫০০ বেডে উন্নীত করা হয়েছে। এখানকার সেবার মান বাড়াতে আমরা আরও নতুন নতুন মেশিন দেব। একটি উন্নত ক্যানসার চিকিৎসা ইনস্টিটিউট করতে যা যা দরকার, তার সবই করা হবে। এটার পাশাপাশি দেশের মেডিকেল কলেজগুলোর যে ক্যানসার ইউনিট আছে, সেগুলো আপগ্রেড করা হবে। ক্যানসার যেহেতু বৃদ্ধি পাচ্ছে, সেহেতু প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে দেশের আট বিভাগে আটটি ক্যানসার হাসপাতাল স্থাপনের কার্যক্রম শুরু হয়ে গেছে। হাসপাতালগুলোতে ১৮০টি করে বেড ক্যানসার রোগীদের জন্য নির্ধারিত রয়েছে। অর্থাৎ, আটটি হাসপাতালে প্রায় ১ হাজার ৪০০ বেড নতুন যুক্ত হবে। ঢাকাসহ বিভাগীয় পর্যায়ের এসব বেড চালু হয়ে গেলে দরিদ্র ও অসহায় মানুষের ক্যানসার চিকিৎসার জন্য ঢাকায় আসতে হবে না। নিজ এলাকায় চিকিৎসা নিয়ে অনেকের জীবন বেঁচে যাবে।’
দেশের মানুষকে করোনা ও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ঝুঁকি থেকে বাঁচতে টিকা নেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী ৷
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. স্বপন কুমার বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ মুরশিদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর।
‘বাংলাদেশের ৬৭ পার্সেন্ট লোক নন-কমিউনিকেবল ডিজিসে মারা যায়। তার মধ্যে ক্যানসার উল্লেখযোগ্য। আমাদের দেশে ২০ লাখ লোক ক্যানসারে আক্রান্ত। বছর শেষে আরও প্রায় এক থেকে দেড় লাখ ক্যানসার রোগী যুক্ত হয় এই তালিকায়। মৃত্যু হয় লাখের কাছাকাছি। অর্থাৎ আমাদের দেশে যদি ১ লাখ লোক মৃত্যুবরণ করে বছরে, তাহলে প্রতিদিন মারা যায় ২৭৩ জন। যদি দেড় লাখ লোক মারা যায়, তাহলে দিন শেষে সংখ্যা দাঁড়ায় ৪০০-এর মতো। অথচ আমরা করোনার মৃত্যুটাকেই দেখে থাকি। রোজ করোনার মৃত্যুসংখ্যাটা জানানো হচ্ছে বিধায় আমরা জানতে পারি। কিন্তু ক্যানসারে কত লোক মারা যায়, এই হিসাব কেউ খুব একটা রাখে না।’
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মিলনায়তনে আয়োজিত ক্যানসার দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
ক্যানসারের মতো এমন রোগ কেন বাড়ছে, এর পেছনের কারণটা কী, এটা খুঁজে বের করার তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আক্রান্ত হওয়ার আগেই প্রতিরোধটা ক্যানসারের জন্য খুবই জরুরি। আমরা যে বাতাস গ্রহণ করি, সেগুলোর ভেতরে অনেক ধরনের জীবাণু রয়েছে। ঢাকার বাতাস অন্যান্য দেশের তুলনায় খুব একটা ভালো না। যার ফলে আমাদের এখানকার মানুষদের ফুসফুস ও গলায় ক্যানসার হয়। নদী-নালায় শিল্পের বর্জ্য ফেলা হয়, ওই সমস্ত পানি ব্যবহার করলে নানা ধরনের ক্যানসার হওয়ার সম্ভাবনা থাকে। ভেজাল খাবার এবং তামাক সেবন করলে ক্যানসার হওয়ার ঝুঁকি থাকে। বাংলাদেশে ক্যানসার আক্রান্তদের মধ্যে পাকস্থলীর ক্যানসারের আধিক্য বেশি। আবাদি খাদ্যশস্যে কীটনাশক প্রয়োগের কারণে ক্যানসারের ঝুঁকি বাড়ে। ক্যানসারমুক্ত থাকার সব থেকে সহজ ও সুন্দর পদ্ধতি হলো দ্রুত ক্যানসার শনাক্ত করে ভালো চিকিৎসা দেওয়া। দ্রুত শনাক্ত করতে পারলে সেটি ছড়িয়ে পড়ে না।’
ক্যানসারে আক্রান্ত হলে শুধু ঢাকার মানুষ কিংবা বিত্তশালী মানুষ চিকিৎসা নিতে পারবে—এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার আশাবাদও ব্যক্ত করেন জাহিদ মালেক। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি ক্যানসার চিকিৎসার পরিধি বাড়াতে। এই ইনস্টিটিউটে (জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল) মাত্র ৫০ বেড ছিল। এখন সেটা ৫০০ বেডে উন্নীত করা হয়েছে। এখানকার সেবার মান বাড়াতে আমরা আরও নতুন নতুন মেশিন দেব। একটি উন্নত ক্যানসার চিকিৎসা ইনস্টিটিউট করতে যা যা দরকার, তার সবই করা হবে। এটার পাশাপাশি দেশের মেডিকেল কলেজগুলোর যে ক্যানসার ইউনিট আছে, সেগুলো আপগ্রেড করা হবে। ক্যানসার যেহেতু বৃদ্ধি পাচ্ছে, সেহেতু প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে দেশের আট বিভাগে আটটি ক্যানসার হাসপাতাল স্থাপনের কার্যক্রম শুরু হয়ে গেছে। হাসপাতালগুলোতে ১৮০টি করে বেড ক্যানসার রোগীদের জন্য নির্ধারিত রয়েছে। অর্থাৎ, আটটি হাসপাতালে প্রায় ১ হাজার ৪০০ বেড নতুন যুক্ত হবে। ঢাকাসহ বিভাগীয় পর্যায়ের এসব বেড চালু হয়ে গেলে দরিদ্র ও অসহায় মানুষের ক্যানসার চিকিৎসার জন্য ঢাকায় আসতে হবে না। নিজ এলাকায় চিকিৎসা নিয়ে অনেকের জীবন বেঁচে যাবে।’
দেশের মানুষকে করোনা ও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ঝুঁকি থেকে বাঁচতে টিকা নেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী ৷
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. স্বপন কুমার বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ মুরশিদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫