নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। তবে কবে নাগাদ তাঁদের মরদেহ দেশে আনা হবে সেটা নিশ্চিত বলা যাচ্ছে না। দুর্ঘটনায় নিহত অ্যাঞ্জেলা বাড়ৈ শ্রেয়া, আরিয়ান আলম দীপ্ত ও শাহরিয়ার খানের পরিবার এখন অপেক্ষায় আছে কবে তাঁদের প্রিয়জনের মরদেহ দেশে আনা হবে।
একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে কুমার নিবিড় টরন্টোর সেন্ট মাইকেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁর অবস্থা এখন কিছুটা ভালোর দিকে বলে জানিয়েছেন স্বজনেরা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কথা হয় নিহত আরিয়ান আলম দীপ্তর বোন সানজিদা আলম মাইশার সঙ্গে। তাঁর পরিবার জানে না কবে নাগাদ মরদেহ দেশে আনা যাবে। তবে তাঁর বড় বোন বর্তমানে কানাডায় আছেন। তিনিই আরিয়ানের মরদেহ দেশের আনার ব্যাপারে সব ধরনের প্রক্রিয়া সম্পন্নের কাজ করছেন।
মাইশা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ভাইয়ের মরদেহ দেশে নিয়ে আসার ব্যাপারে এখনই কিছু বলতে পারছি না। সব ধরনের প্রক্রিয়া সম্পন্নের কাজ চলছে।’
নিহত আরেক শিক্ষার্থী অ্যাঞ্জেলা বাড়ৈ শ্রেয়ার বাবা জেমস বাড়ৈ কানাডার উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল। তবে মরদেহ কবে দেশে আনতে পারবেন সেই ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেনি পরিবার। শ্রেয়ার মাসহ তাঁর পরিবার মরদেহের জন্য অপেক্ষা করছেন বলে জানিয়েছেন তাঁর ফুপাতো ভাই জুয়েল ডি কস্তা।
জুয়েল বলেন, ‘শ্রেয়ার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান হবে আগামী রোববার। তারপর মরদেহ দেশে নিয়ে আসা হবে। এ জন্য সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুদিন সময় লাগবে।’
শাহরিয়ার খানের বাবা শরীফ খান গণমাধ্যমে বলেছেন, ‘মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুতের প্রক্রিয়া প্রায় সম্পন্ন। বিমানের একটি ফ্লাইটে আগামী রোববার তাঁদের মরদেহ দেশে আনার সম্ভাবনা আছে।’
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন কুমার বিশ্বজিতের ছেলে কুমার নিবিড়ের শরীরে দুইবার অস্ত্রোপচার করা হয়েছে। এখন তাঁর অবস্থা কিছুটা ভালো বলে জানিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী কিশোর দাশ। ছেলে দুর্ঘটনার কবলে পড়ার পরে কানাডায় গেছেন কুমার বিশ্বজিৎ ও তাঁর স্ত্রী। কুমার বিশ্বজিতের সঙ্গে কথা হয় কিশোরের। তিনি বলেন, ‘নিবিড়ের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের জন্য তাঁর মুখে যে নল লাগানো হয়েছে সেটা আগামীকাল খুলে দেওয়া যাবে বলে চিকিৎসকেরা আশা প্রকাশ করেছেন।’
কানাডার টরন্টোতে গত সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনার শিকার হয় বাংলাদেশি চার শিক্ষার্থীর গাড়ি। দুজন ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরেকজন। আর কুমার বিশ্বজিতের ছেলে কুমার নিবিড় গুরুতর আহত হন। তিনি গাড়ি চালাচ্ছিলেন।
কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। তবে কবে নাগাদ তাঁদের মরদেহ দেশে আনা হবে সেটা নিশ্চিত বলা যাচ্ছে না। দুর্ঘটনায় নিহত অ্যাঞ্জেলা বাড়ৈ শ্রেয়া, আরিয়ান আলম দীপ্ত ও শাহরিয়ার খানের পরিবার এখন অপেক্ষায় আছে কবে তাঁদের প্রিয়জনের মরদেহ দেশে আনা হবে।
একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে কুমার নিবিড় টরন্টোর সেন্ট মাইকেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁর অবস্থা এখন কিছুটা ভালোর দিকে বলে জানিয়েছেন স্বজনেরা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কথা হয় নিহত আরিয়ান আলম দীপ্তর বোন সানজিদা আলম মাইশার সঙ্গে। তাঁর পরিবার জানে না কবে নাগাদ মরদেহ দেশে আনা যাবে। তবে তাঁর বড় বোন বর্তমানে কানাডায় আছেন। তিনিই আরিয়ানের মরদেহ দেশের আনার ব্যাপারে সব ধরনের প্রক্রিয়া সম্পন্নের কাজ করছেন।
মাইশা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ভাইয়ের মরদেহ দেশে নিয়ে আসার ব্যাপারে এখনই কিছু বলতে পারছি না। সব ধরনের প্রক্রিয়া সম্পন্নের কাজ চলছে।’
নিহত আরেক শিক্ষার্থী অ্যাঞ্জেলা বাড়ৈ শ্রেয়ার বাবা জেমস বাড়ৈ কানাডার উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল। তবে মরদেহ কবে দেশে আনতে পারবেন সেই ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেনি পরিবার। শ্রেয়ার মাসহ তাঁর পরিবার মরদেহের জন্য অপেক্ষা করছেন বলে জানিয়েছেন তাঁর ফুপাতো ভাই জুয়েল ডি কস্তা।
জুয়েল বলেন, ‘শ্রেয়ার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান হবে আগামী রোববার। তারপর মরদেহ দেশে নিয়ে আসা হবে। এ জন্য সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুদিন সময় লাগবে।’
শাহরিয়ার খানের বাবা শরীফ খান গণমাধ্যমে বলেছেন, ‘মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুতের প্রক্রিয়া প্রায় সম্পন্ন। বিমানের একটি ফ্লাইটে আগামী রোববার তাঁদের মরদেহ দেশে আনার সম্ভাবনা আছে।’
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন কুমার বিশ্বজিতের ছেলে কুমার নিবিড়ের শরীরে দুইবার অস্ত্রোপচার করা হয়েছে। এখন তাঁর অবস্থা কিছুটা ভালো বলে জানিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী কিশোর দাশ। ছেলে দুর্ঘটনার কবলে পড়ার পরে কানাডায় গেছেন কুমার বিশ্বজিৎ ও তাঁর স্ত্রী। কুমার বিশ্বজিতের সঙ্গে কথা হয় কিশোরের। তিনি বলেন, ‘নিবিড়ের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের জন্য তাঁর মুখে যে নল লাগানো হয়েছে সেটা আগামীকাল খুলে দেওয়া যাবে বলে চিকিৎসকেরা আশা প্রকাশ করেছেন।’
কানাডার টরন্টোতে গত সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনার শিকার হয় বাংলাদেশি চার শিক্ষার্থীর গাড়ি। দুজন ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরেকজন। আর কুমার বিশ্বজিতের ছেলে কুমার নিবিড় গুরুতর আহত হন। তিনি গাড়ি চালাচ্ছিলেন।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫