নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেক্সিমকো গ্রুপ অব কোম্পানি নিজস্ব ব্যবস্থাপনায় চলবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার এই বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ রায় দেন।
রায়ে বলা হয়, বাংলাদেশ ব্যাংক, অন্যান্য তফসিলি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বেক্সিমকোর ঋণ ডিপার্টমেন্টে (বিতরণ) অনিয়ম করেছে। বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে ঋণ বিতরণে যত অনিয়ম আছে তা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুনীরুজ্জামান। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল। এ ছাড়া রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহান।
রায়ের পর বাংলাদেশ ব্যাংকের আইনজীবী মুনিরুজ্জামান বলেন, বেক্সিমকো গ্রুপের ১৮৯টি কোম্পানি পাওয়া গেছে। এর মধ্যে ১৬৯টি হচ্ছে পাবলিক-প্রাইভেট কোম্পানি। এগুলোর সবকটির মধ্যে বাংলাদেশ ব্যাংক রিসিভার নিয়োগ দিয়েছিল। তবে বেক্সিমকো আপিল বিভাগে গেলে আপিল বিভাগ রিসিভারের কার্যক্রম স্থগিত করে হাইকোর্টকে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন। হাইকোর্ট শুনানি রুল নিষ্পত্তি করে ৯টি নির্দেশনা দেন।
আইনজীবী মুনিরুজ্জামান বলেন, আদালত রায়ে বলেছেন, বাংলাদেশ ব্যাংক, অন্যান্য তফসিলি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বেক্সিমকোর ঋণ ডিপার্টমেন্টে (বিতরণ) অনিয়ম করেছে। বেক্সিমকো এবং এর গ্রুপ অব কোম্পানির কাছে ৫৩ হাজার কোটি টাকা খেলাপি আছে। রিসিভার এবং বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত যেসব কাজ করেছেন তা বৈধ। বর্তমান প্রেক্ষাপটে এখন আর রিসিভারের প্রয়োজন নেই। বেক্সিমকো নিজেরাই তাদের কোম্পানি পরিচালনা করবে। তবে দেশের প্রচলিত আইন, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার নিয়ম যথাযথ বাস্তবায়ন করতে বলেছেন।
মুনিরুজ্জামান আরও বলেন, রায়ে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে ঋণ বিতরণে যত অনিয়ম আছে তা যেন খতিয়ে দেখে এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
গত ২৫ বছরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ ওই গ্রুপের অন্য সব ব্যবসার ক্ষেত্রে পরিশোধের পর ঋণ মওকুফসহ কয়েকটি বিষয়ে জানতে চেয়ে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ আর সোবহান। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ৫ সেপ্টেম্বর রুলসহ আদেশ দেন হাইকোর্ট। এতে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করতে ও গ্রুপটির কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় ছয় মাসের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংকের প্রতি নির্দেশ দেওয়া হয়।
এদিকে রিসিভার নিয়োগের আদেশ স্থগিত চেয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আবেদন করা হয় আপিল বিভাগে। আপিল বিভাগ শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে রিসিভারের বিষয়টি স্থগিত করেন। পাশাপাশি হাইকোর্টে এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন। বুধবার রুল নিষ্পত্তি করে রায় দেন হাইকোর্ট।
বেক্সিমকো গ্রুপ অব কোম্পানি নিজস্ব ব্যবস্থাপনায় চলবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার এই বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ রায় দেন।
রায়ে বলা হয়, বাংলাদেশ ব্যাংক, অন্যান্য তফসিলি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বেক্সিমকোর ঋণ ডিপার্টমেন্টে (বিতরণ) অনিয়ম করেছে। বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে ঋণ বিতরণে যত অনিয়ম আছে তা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুনীরুজ্জামান। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল। এ ছাড়া রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহান।
রায়ের পর বাংলাদেশ ব্যাংকের আইনজীবী মুনিরুজ্জামান বলেন, বেক্সিমকো গ্রুপের ১৮৯টি কোম্পানি পাওয়া গেছে। এর মধ্যে ১৬৯টি হচ্ছে পাবলিক-প্রাইভেট কোম্পানি। এগুলোর সবকটির মধ্যে বাংলাদেশ ব্যাংক রিসিভার নিয়োগ দিয়েছিল। তবে বেক্সিমকো আপিল বিভাগে গেলে আপিল বিভাগ রিসিভারের কার্যক্রম স্থগিত করে হাইকোর্টকে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন। হাইকোর্ট শুনানি রুল নিষ্পত্তি করে ৯টি নির্দেশনা দেন।
আইনজীবী মুনিরুজ্জামান বলেন, আদালত রায়ে বলেছেন, বাংলাদেশ ব্যাংক, অন্যান্য তফসিলি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বেক্সিমকোর ঋণ ডিপার্টমেন্টে (বিতরণ) অনিয়ম করেছে। বেক্সিমকো এবং এর গ্রুপ অব কোম্পানির কাছে ৫৩ হাজার কোটি টাকা খেলাপি আছে। রিসিভার এবং বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত যেসব কাজ করেছেন তা বৈধ। বর্তমান প্রেক্ষাপটে এখন আর রিসিভারের প্রয়োজন নেই। বেক্সিমকো নিজেরাই তাদের কোম্পানি পরিচালনা করবে। তবে দেশের প্রচলিত আইন, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার নিয়ম যথাযথ বাস্তবায়ন করতে বলেছেন।
মুনিরুজ্জামান আরও বলেন, রায়ে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে ঋণ বিতরণে যত অনিয়ম আছে তা যেন খতিয়ে দেখে এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
গত ২৫ বছরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ ওই গ্রুপের অন্য সব ব্যবসার ক্ষেত্রে পরিশোধের পর ঋণ মওকুফসহ কয়েকটি বিষয়ে জানতে চেয়ে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ আর সোবহান। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ৫ সেপ্টেম্বর রুলসহ আদেশ দেন হাইকোর্ট। এতে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করতে ও গ্রুপটির কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় ছয় মাসের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংকের প্রতি নির্দেশ দেওয়া হয়।
এদিকে রিসিভার নিয়োগের আদেশ স্থগিত চেয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আবেদন করা হয় আপিল বিভাগে। আপিল বিভাগ শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে রিসিভারের বিষয়টি স্থগিত করেন। পাশাপাশি হাইকোর্টে এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন। বুধবার রুল নিষ্পত্তি করে রায় দেন হাইকোর্ট।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
২৩ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
২৩ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
২৩ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
২৩ দিন আগে