নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে আগামী সাত দিন পর বিধিনিষেধ আরোপ করবে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
ওমিক্রন পরিস্থিতি পর্যালোচনায় গতকাল সোমবারের আন্তমন্ত্রণালয় সভার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গণপরিবহনে আসনসংখ্যার অর্ধেক যাত্রী নেওয়ার প্রস্তাব করা হয়েছে। যানবাহনে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। যারা চলাচল করবে, তাদের জরিমানার মধ্যে পড়তে হবে। রেস্টুরেন্ট-হোটেলে মাস্ক পরে যেতে হবে। মাস্ক ছাড়া গেলে দোকানদার ছাড়াও যিনি যাবেন তারও জরিমানা হবে। দোকানপাট খোলা রাখার সময়সীমা কমিয়ে রাত ১০টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে। ভ্যাকসিন নেওয়ার জন্য তাগাদা দেওয়া হয়েছে। রেস্টুরেন্টে খেতে গেলে ভ্যাকসিন কার্ড দেখাতে হবে।
স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সংক্রমণের হার বেশি বেড়ে গেলে স্কুল চলবে কি না, সে বিষয়ে চিন্তাভাবনা করা হবে। এখনো আমরা সেই সিদ্ধান্ত নিইনি, সেই পরিস্থিতিও এখনো বিরাজ করছে না। অনেকে জিজ্ঞেস করেন, লকডাউন দেওয়া হবে কি না, আমরা এখনো সেই চিন্তা করছি না। যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, সংক্রমণ অনেক বৃদ্ধি পায়, তাহলে লকডাউনের চিন্তা মাথায় আছে। পাশাপাশি আমাদের বর্ডারগুলোতে স্ক্রিনিং আরও জোরদার করা হয়েছে এবং কোয়ারিন্টিনে যারা থাকবে, তারা যাতে বাইরে ঘোরাফেরা না করে, এ জন্য পুলিশি পাহারা দেওয়া হবে।’
‘ডিসি-এসপিদের বলা হয়েছে, তাঁরা সরকারের নির্দেশনা যখন পাবেন, তা যেন দ্রুত বাস্তবায়ন করেন। আগে ১৫ দিন সময় দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু আজ প্রস্তাব করেছি সাত দিন সময় দেওয়ার জন্য। মন্ত্রিপরিষদ সচিবও এ বিষয়ে একমত পোষণ করেছেন। সাত দিন পরেই নির্দেশগুলো বাস্তবায়ন কার্যকর শুরু হবে।’
করোনার সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় উদ্বেগের কথা তুলে ধরে জাহিদ মালেক বলেন, পৃথিবীতে ওমিক্রন বৃদ্ধি পাচ্ছে, পাশের দেশেও বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশেও ওমিক্রনে আক্রান্ত কিছু রোগী পাওয়া গেছে। আমরা লক্ষ করছি, সপ্তাহখানেক যাবৎ করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। যেভাবে বাড়ছে তা আশঙ্কাজনক।
আরও পড়ুন:
করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে আগামী সাত দিন পর বিধিনিষেধ আরোপ করবে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
ওমিক্রন পরিস্থিতি পর্যালোচনায় গতকাল সোমবারের আন্তমন্ত্রণালয় সভার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গণপরিবহনে আসনসংখ্যার অর্ধেক যাত্রী নেওয়ার প্রস্তাব করা হয়েছে। যানবাহনে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। যারা চলাচল করবে, তাদের জরিমানার মধ্যে পড়তে হবে। রেস্টুরেন্ট-হোটেলে মাস্ক পরে যেতে হবে। মাস্ক ছাড়া গেলে দোকানদার ছাড়াও যিনি যাবেন তারও জরিমানা হবে। দোকানপাট খোলা রাখার সময়সীমা কমিয়ে রাত ১০টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে। ভ্যাকসিন নেওয়ার জন্য তাগাদা দেওয়া হয়েছে। রেস্টুরেন্টে খেতে গেলে ভ্যাকসিন কার্ড দেখাতে হবে।
স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সংক্রমণের হার বেশি বেড়ে গেলে স্কুল চলবে কি না, সে বিষয়ে চিন্তাভাবনা করা হবে। এখনো আমরা সেই সিদ্ধান্ত নিইনি, সেই পরিস্থিতিও এখনো বিরাজ করছে না। অনেকে জিজ্ঞেস করেন, লকডাউন দেওয়া হবে কি না, আমরা এখনো সেই চিন্তা করছি না। যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, সংক্রমণ অনেক বৃদ্ধি পায়, তাহলে লকডাউনের চিন্তা মাথায় আছে। পাশাপাশি আমাদের বর্ডারগুলোতে স্ক্রিনিং আরও জোরদার করা হয়েছে এবং কোয়ারিন্টিনে যারা থাকবে, তারা যাতে বাইরে ঘোরাফেরা না করে, এ জন্য পুলিশি পাহারা দেওয়া হবে।’
‘ডিসি-এসপিদের বলা হয়েছে, তাঁরা সরকারের নির্দেশনা যখন পাবেন, তা যেন দ্রুত বাস্তবায়ন করেন। আগে ১৫ দিন সময় দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু আজ প্রস্তাব করেছি সাত দিন সময় দেওয়ার জন্য। মন্ত্রিপরিষদ সচিবও এ বিষয়ে একমত পোষণ করেছেন। সাত দিন পরেই নির্দেশগুলো বাস্তবায়ন কার্যকর শুরু হবে।’
করোনার সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় উদ্বেগের কথা তুলে ধরে জাহিদ মালেক বলেন, পৃথিবীতে ওমিক্রন বৃদ্ধি পাচ্ছে, পাশের দেশেও বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশেও ওমিক্রনে আক্রান্ত কিছু রোগী পাওয়া গেছে। আমরা লক্ষ করছি, সপ্তাহখানেক যাবৎ করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। যেভাবে বাড়ছে তা আশঙ্কাজনক।
আরও পড়ুন:
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৯ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৯ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৯ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৯ দিন আগে