নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দেশের প্রতিটি উপজেলায় মডেল মন্দির নির্মাণের দাবি জানিয়েছেন হিন্দু মহাজোটের নেতারা। তারা বলছেন, প্রস্তাবিত বাজেটে হিন্দু জনসংখ্যা অনুপাতে বরাদ্দ দেওয়া হয়নি। সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বাজেটে বরাদ্দ বাড়াতে হবে এবং অতিরিক্ত ৫০০০ কোটি টাকার থাক বরাদ্দ দিতে হবে, যা দিয়ে প্রতিটি উপজেলায় একটি করে মডেল মন্দির নির্মাণ করতে হবে।
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ হলে সংবাদ সম্মেলন করে এমন দাবি তোলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা।
লিখিত বক্তব্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ধর্ম মন্ত্রণালয়ের জন্য চলমান প্রকল্প ও অন্যান্য খাতে ১৫,০৫৪. ০৩ কোটি টাকা রাখা হয়েছে। যার মধ্যে সংখ্যালঘুদের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ২৯০.০৮ কোটি টাকা। যা মোট প্রকল্প বরাদ্দের ১.৯৩ শতাংশ মাত্র। সরকারি পরিসংখ্যানে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বাস দেখানো হয়েছে ১১.৮ শতাংশ। সে হিসাবে বরাদ্দ থাকার কথা ছিল ১৭৭৬.৩৭ কোটি টাকা। যদিও বাস্তবে এ দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বাস ১৭ শতাংশ। সে হিসাবে বরাদ্দ থাকার কথা ২৫৫৯.১৪ কোটি টাকা। কিন্তু রাষ্ট্রীয় বৈষম্য কতটা প্রকট তা এই প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের তথ্যমতে, দেশে বিভিন্ন সময় পরিকল্পিত হামলা, খুন, হত্যা প্রচেষ্টা, অগ্নিসংযোগ, ভাঙচুর চালিয়ে হিন্দুদের মাঝে আতঙ্ক ছড়িয়ে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। ফলে মুক্তিযুদ্ধের সময় দেশে ২২ শতাংশ হিন্দু থাকলেও বর্তমানে তা সরকারি হিসাবে ১১.৮ শতাংশ এ নেমে এসেছে। হিন্দু ধর্ম নিয়ে প্রতিনিয়ত নানা কটূক্তি ও বিদ্বেষ ছড়ানো হচ্ছে, জবাব দিতে গেলে আইসিটি অ্যাক্টে গ্রেপ্তার করে জেলে পাঠানো হচ্ছে। হিন্দু ধর্ম নিয়ে প্রতিনিয়ত কটূক্তি করলেও আজ পর্যন্ত হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে পুলিশ কাউকে গ্রেপ্তার করা হয়নি।
হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায় বলেন, স্বাধীনতার পর থেকে হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগকে শতভাগ ভোট দিয়ে আসছে। অন্য সময়ের বঞ্চনা হিন্দুরা মেনে নিলেও বর্তমান স্বাধীনতার স্বপক্ষের শক্তি, ধর্মনিরপেক্ষতার দাবিদার দলটির কাছে এমন উপেক্ষা ও বৈষম্যকর আচরণ হিন্দু সম্প্রদায় কোনো মতেই মেনে নিতে পারছে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের সিনিয়র সহ সভাপতি প্রদীপ কুমার পাল, অ্যাডভোকেট প্রদীপ কুমার সরকার, জগদীশ চন্দ্র রায়, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, প্রেসিডিয়াম মেম্বার অভয় কুমার রায়, নৌ কমান্ড অমল চন্দ্র নট্ট, যুগ্ম মহাসচিব সাধন লাল দেবনাথ, নকুল চন্দ্র মন্ডল, রঞ্জন গোস্বামী, শ্যামল কান্তি নাগ, অ্যাডভোকেট লাকী বাছাড়, আন্তর্জাতিক সম্পাদক নরেশ হালদার প্রমুখ।
ঢাকা: দেশের প্রতিটি উপজেলায় মডেল মন্দির নির্মাণের দাবি জানিয়েছেন হিন্দু মহাজোটের নেতারা। তারা বলছেন, প্রস্তাবিত বাজেটে হিন্দু জনসংখ্যা অনুপাতে বরাদ্দ দেওয়া হয়নি। সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বাজেটে বরাদ্দ বাড়াতে হবে এবং অতিরিক্ত ৫০০০ কোটি টাকার থাক বরাদ্দ দিতে হবে, যা দিয়ে প্রতিটি উপজেলায় একটি করে মডেল মন্দির নির্মাণ করতে হবে।
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ হলে সংবাদ সম্মেলন করে এমন দাবি তোলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা।
লিখিত বক্তব্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ধর্ম মন্ত্রণালয়ের জন্য চলমান প্রকল্প ও অন্যান্য খাতে ১৫,০৫৪. ০৩ কোটি টাকা রাখা হয়েছে। যার মধ্যে সংখ্যালঘুদের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ২৯০.০৮ কোটি টাকা। যা মোট প্রকল্প বরাদ্দের ১.৯৩ শতাংশ মাত্র। সরকারি পরিসংখ্যানে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বাস দেখানো হয়েছে ১১.৮ শতাংশ। সে হিসাবে বরাদ্দ থাকার কথা ছিল ১৭৭৬.৩৭ কোটি টাকা। যদিও বাস্তবে এ দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বাস ১৭ শতাংশ। সে হিসাবে বরাদ্দ থাকার কথা ২৫৫৯.১৪ কোটি টাকা। কিন্তু রাষ্ট্রীয় বৈষম্য কতটা প্রকট তা এই প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের তথ্যমতে, দেশে বিভিন্ন সময় পরিকল্পিত হামলা, খুন, হত্যা প্রচেষ্টা, অগ্নিসংযোগ, ভাঙচুর চালিয়ে হিন্দুদের মাঝে আতঙ্ক ছড়িয়ে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। ফলে মুক্তিযুদ্ধের সময় দেশে ২২ শতাংশ হিন্দু থাকলেও বর্তমানে তা সরকারি হিসাবে ১১.৮ শতাংশ এ নেমে এসেছে। হিন্দু ধর্ম নিয়ে প্রতিনিয়ত নানা কটূক্তি ও বিদ্বেষ ছড়ানো হচ্ছে, জবাব দিতে গেলে আইসিটি অ্যাক্টে গ্রেপ্তার করে জেলে পাঠানো হচ্ছে। হিন্দু ধর্ম নিয়ে প্রতিনিয়ত কটূক্তি করলেও আজ পর্যন্ত হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে পুলিশ কাউকে গ্রেপ্তার করা হয়নি।
হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায় বলেন, স্বাধীনতার পর থেকে হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগকে শতভাগ ভোট দিয়ে আসছে। অন্য সময়ের বঞ্চনা হিন্দুরা মেনে নিলেও বর্তমান স্বাধীনতার স্বপক্ষের শক্তি, ধর্মনিরপেক্ষতার দাবিদার দলটির কাছে এমন উপেক্ষা ও বৈষম্যকর আচরণ হিন্দু সম্প্রদায় কোনো মতেই মেনে নিতে পারছে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের সিনিয়র সহ সভাপতি প্রদীপ কুমার পাল, অ্যাডভোকেট প্রদীপ কুমার সরকার, জগদীশ চন্দ্র রায়, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, প্রেসিডিয়াম মেম্বার অভয় কুমার রায়, নৌ কমান্ড অমল চন্দ্র নট্ট, যুগ্ম মহাসচিব সাধন লাল দেবনাথ, নকুল চন্দ্র মন্ডল, রঞ্জন গোস্বামী, শ্যামল কান্তি নাগ, অ্যাডভোকেট লাকী বাছাড়, আন্তর্জাতিক সম্পাদক নরেশ হালদার প্রমুখ।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৯ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৯ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৯ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৯ দিন আগে