নিজস্ব প্রতিবেদক
ঢাকা: আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আগামী ৩০ জুন পর্যন্ত দেশের সাত জেলায় ‘সার্বিক কার্যাবলী ও চলাচল’ বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলাগুলো হলো– নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী।
আজ সোমবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী নয় দিন এসব জেলায় পণ্যবাহী ছাড়া সবধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া, অন্য জেলাগুলোর ক্ষেত্রে প্রশাসন চাইলে লকডাউন ঘোষণা করতে পারবে।
সচিবালয়ে এক জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, এই সাত জেলায় শুধু জরুরি সেবাগুলো চালু থাকবে। লকডাউনের সময় কেউ যাতায়াত করতে পারবে না। জেলাগুলো ব্লক থাকবে। সব অফিস বন্ধ থাকবে।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১৫ জুলাই পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা আছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৫ এপ্রিল থেকে ‘লকডাউন’ শুরু করে সরকার। ধাপে ধাপে এর মেয়াদ বাড়িয়ে বিধিনিষেধগুলো পর্যায়ক্রমে শিথিল করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সারা দেশে এখন বিধিনিষেধ দেওয়া আছে, লকডাউন বা ব্লক না। ঢাকার সঙ্গে এই সাত জেলার মুভমেন্ট বন্ধ হলে স্বাভাবিকভাবে সবকিছু বন্ধ থাকবে। এই সময় মানুষও যাতায়াত করতে পারবে না। শুধু জরুরিসেবা চলবে। মালবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স চলবে। ফেরি চলাচল বন্ধ থাকবে। ঢাকাকে শুধু নিরাপদ করা নয়, ঢাকার সঙ্গে এসব জেলার যোগাযোগ বন্ধ হলে মুভমেন্ট কমে যাবে।
এসব জেলা ব্লক থাকলে অন্য জেলা থেকে কেউ আসতে পারবে না। জেলা প্রশাসকদের অথরিটি দিয়ে দেওয়া হয়েছে, তাঁরা চাইলে সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে লকডাউন ঘোষণা করতে পারবে বলেও উল্লেখ করেন তিনি।
সাত জেলা ব্লকের সময় কী কী বন্ধ রাখা হবে সেই প্রশ্নে আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সাত জেলার সার্বিক কার্যাবলী, চলাচল, জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। এই সময় শুধু আইনশৃঙ্খলা ও জরুরি পরিষেবা যেমন– কৃষি উপকরণ, জরুরি খাদ্যপণ্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, টেলিফোন-ইন্টারনেট, গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাকসেবাসহ জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস, তাদের কর্মচারী, যানবাহন এবং পণ্যবাহী ট্রাক/লরি এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বর্তমানে সাতক্ষীরায় লকডাউন দেওয়া আছে। বাগেরহাট ও মোংলা ব্লক করে দিয়েছে। যশোরের অভয়নগর পৌরসভা, বেনাপোল, শার্শা ও ঝিকরগাছা বন্ধ আছে। কুষ্টিয়া সদর ও চুয়াডাঙ্গার দামুড়হুদা ব্লক করা আছে। মেহেরপুর ও মাগুরা পৌরসভায় কয়েকটি ওয়ার্ড ব্লক করা আছে। রাজশাহী সিটি করপোরেশন, নাটোর পৌরসভার সিংড়া উপজেলা, বগুড়া পৌরসভা, জয়পুরহাট পৌরসভা ও কানাই উপজেলা ব্লক করে দেওয়া আছে। চাঁপাইনবাবগঞ্জ এখন আর ব্লক নেই।
ঢাকা: আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আগামী ৩০ জুন পর্যন্ত দেশের সাত জেলায় ‘সার্বিক কার্যাবলী ও চলাচল’ বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলাগুলো হলো– নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী।
আজ সোমবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী নয় দিন এসব জেলায় পণ্যবাহী ছাড়া সবধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া, অন্য জেলাগুলোর ক্ষেত্রে প্রশাসন চাইলে লকডাউন ঘোষণা করতে পারবে।
সচিবালয়ে এক জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, এই সাত জেলায় শুধু জরুরি সেবাগুলো চালু থাকবে। লকডাউনের সময় কেউ যাতায়াত করতে পারবে না। জেলাগুলো ব্লক থাকবে। সব অফিস বন্ধ থাকবে।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১৫ জুলাই পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা আছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৫ এপ্রিল থেকে ‘লকডাউন’ শুরু করে সরকার। ধাপে ধাপে এর মেয়াদ বাড়িয়ে বিধিনিষেধগুলো পর্যায়ক্রমে শিথিল করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সারা দেশে এখন বিধিনিষেধ দেওয়া আছে, লকডাউন বা ব্লক না। ঢাকার সঙ্গে এই সাত জেলার মুভমেন্ট বন্ধ হলে স্বাভাবিকভাবে সবকিছু বন্ধ থাকবে। এই সময় মানুষও যাতায়াত করতে পারবে না। শুধু জরুরিসেবা চলবে। মালবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স চলবে। ফেরি চলাচল বন্ধ থাকবে। ঢাকাকে শুধু নিরাপদ করা নয়, ঢাকার সঙ্গে এসব জেলার যোগাযোগ বন্ধ হলে মুভমেন্ট কমে যাবে।
এসব জেলা ব্লক থাকলে অন্য জেলা থেকে কেউ আসতে পারবে না। জেলা প্রশাসকদের অথরিটি দিয়ে দেওয়া হয়েছে, তাঁরা চাইলে সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে লকডাউন ঘোষণা করতে পারবে বলেও উল্লেখ করেন তিনি।
সাত জেলা ব্লকের সময় কী কী বন্ধ রাখা হবে সেই প্রশ্নে আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সাত জেলার সার্বিক কার্যাবলী, চলাচল, জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। এই সময় শুধু আইনশৃঙ্খলা ও জরুরি পরিষেবা যেমন– কৃষি উপকরণ, জরুরি খাদ্যপণ্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, টেলিফোন-ইন্টারনেট, গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাকসেবাসহ জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস, তাদের কর্মচারী, যানবাহন এবং পণ্যবাহী ট্রাক/লরি এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বর্তমানে সাতক্ষীরায় লকডাউন দেওয়া আছে। বাগেরহাট ও মোংলা ব্লক করে দিয়েছে। যশোরের অভয়নগর পৌরসভা, বেনাপোল, শার্শা ও ঝিকরগাছা বন্ধ আছে। কুষ্টিয়া সদর ও চুয়াডাঙ্গার দামুড়হুদা ব্লক করা আছে। মেহেরপুর ও মাগুরা পৌরসভায় কয়েকটি ওয়ার্ড ব্লক করা আছে। রাজশাহী সিটি করপোরেশন, নাটোর পৌরসভার সিংড়া উপজেলা, বগুড়া পৌরসভা, জয়পুরহাট পৌরসভা ও কানাই উপজেলা ব্লক করে দেওয়া আছে। চাঁপাইনবাবগঞ্জ এখন আর ব্লক নেই।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫