Ajker Patrika

করোনায় একদিনে মৃত্যু ২২৬, কমেছে শনাক্তের হার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনায় একদিনে মৃত্যু ২২৬, কমেছে শনাক্তের হার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২২৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১২ হাজার ২৩৬ জন। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে গত রোববার দেশে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। যেখানে গতকাল এক দিনে ২১০ জনের মৃত্যু এবং ১২ হাজার ৩৮৩ জন আক্রান্ত শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ২২৬ জনের মৃত্যু নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ২৭৮ জন আর আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত এক দিনে আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৬২৭টি সক্রিয় ল্যাবে ৪৪ হাজার ৯৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনাভাইরাস পজিটিভ আসে ১২ হাজার ২৩৬টি। নমুনা পরীক্ষার অনুপাতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত শনাক্তের হার ২৭ দশমিক ২৩ শতাংশ। গতকাল এ হার জানানো হয়েছিল ২৯ দশমিক ১৪ শতাংশ।

এই সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এক দিনে মারা গেছেন ৭৪ জন। আর খুলনা বিভাগে ৫২ জন, চট্টগ্রাম বিভাগে ৪২ জন, রাজশাহীতে ২৪ জন, বরিশালে ৬ জন, সিলেটে ৫ জন, রংপুরে ১৩ জন এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।

একদিনে করোনায় মৃত ২২৬ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬৮, বেসরকারি হাসপাতালে ৩৮ জন এবং বাসায় মারা গেছেন ২০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ১৪০ জন, আর নারী ৮৬ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত ২২৬ জনের মধ্যে একশ বছরের ওপরে ২ জন, ৯১-১০০ বছর বয়সী ৩ জন, ৮১-৯০ বছর বয়সী ২২ জন, ৭১-৮০ বছর বয়সী ৪৪ জন, ৬১-৭০ বছর বয়সী ৫০ জন, ৫১–৬০ বছর বয়সী ৪৯ জন, ৪১–৫০ বছর বয়সী ৩৬ জন, ৩১–৪০ জন বছর বয়সী ১২ জন, ২১–৩০ বছর বয়সী ৬ জন এবং ১১–২০ বছর বয়সী একজন, ০-১০ বছর বয়সী একজন মারা গেছেন।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৮ হাজার ৩৯৫ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৯ লাখ ৫ হাজার ৮০৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত