নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আমেরিকায় পালিয়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক খুনিকে ফিরিয়ে আনার প্রচেষ্টার কথা জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তারা সেই খুনীকে লালনপালন করছে। তাদের কারবারই এ রকম।’
আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের ৫ম জাতীয় সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এ এম রাশেদ চৌধুরী আমেরিকায় অবস্থান করছেন। তাকে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের পক্ষ নানান চেষ্টা করা হয়েছে বিভিন্ন সময়। এখনো তা চলমান রয়েছে। বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল বলেই এই হত্যার বিচার করতে পেরেছি। কিন্তু এখনো কিছু খুনি রয়ে গেছে। আমেরিকায় এক খুনি রয়ে গেছে, তাকে ফিরিয়ে আনার জন্য আমরা বারবার চেষ্টা করছি; যেহেতু তার ফাঁসির আদেশ হয়েছে। আমেরিকা তারা সেই খুনিকে লালন পালন করছে। অবশ্য আমেরিকার কারবারই এ রকম।’
বঙ্গবন্ধুর পালিয়ে থাকা খুনীদের ফিরিয়ে আনা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘খুনিদের লালন পালন করা-একজন কানাডায়, একজন ওই আছে আমেরিকায়, আর দুইজন পাকিস্তানে। আরেকজনের খবর পাওয়া যাচ্ছে না কখনো ইন্ডিয়াতে কখনো জার্মানিতে বিভিন্ন জায়গায় মোসলেহ উদ্দিন। তারপরও আমাদের প্রচেষ্টা আছে যে পৃথিবীর যেখানেই থাক যেভাবেই হোক এদেরকে ধরে এনে এদের সাজা অবশ্যই আমরা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। সেটাই আমি চাই।’
পশ্চিমা বিশ্বের সমালোচনা করে সরকার প্রধান বলেন, ‘এখানে যেরকম একজন মাদক করবারি; বারবার মাদকসহ ধরতে গেছে পুলিশ; তার (পুলিশ) উপর হামলা করেছে, র্যাব ধরতে গেছে হামলা করেছে। ১৪টা মামলার আসামী মাদকসহ ধরা পড়ে সে। পুলিশের ওপর তার গ্রুপ গুলি করে, র্যাবের উপর গুলি করে। তারপর সেও গুলি খায় মারা যায়। তার জন্য আমাদের দেশের কিছু লোক বিভিন্ন জায়গায় তদবির করে বেড়ায়।’
শেখ হাসিনা বলেন, ‘এই মাদক কারবারি খোঁজ আনতে গিয়ে, ধরতে যেয়ে আমাদেরই একজন এয়ার ফোর্স এর অফিসারকে ড্রাগ ডিলাররা অপহরণ করে নিয়ে যায়; অত্যন্ত নির্মমভাবেই তাকে মারে, হত্যা করে। কিছুদিন আগের ঘটনা।’
বাংলাদেশের কয়েকজনের ওপর আমেরিকার নিষেধাজ্ঞার দেওয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘এ ব্যাপারে এদের কোনো উদ্বেগ নাই। মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ নাই। যারা ওই আমাদের উপর নিষেধাজ্ঞা দেয় আমেরিকা তাদেরও কোনো উদ্বেগ নাই। কারো কোনো উদ্যোগ নাই। কেমন একটা অদ্ভুত বিশ্ব পরিস্থিতি সেটাই আমার কাছে অবাক লাগে।’
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। শেখ হাসিনার বক্তব্যের সময় স্বাচিপের নেতাকর্মীরা স্লোগান দিলে তাদের থামিয়ে দেন। বলেন, ‘স্লোগানটা একটু পরে। অনেক কথা বলার, একটু বলে রাখি। শুনি, আমরা নাকি কিছুই করিনি। তাই যখন যে সেক্টরে যাচ্ছি, সেই সেক্টরে কী কাজ করেছি, একটু মানুষকে জানানো দরকার।
শেখ হাসিনা বলেন, ‘আসলে বাংলাদেশের মানুষ তো, ছয় ঋতুর দেশ। দুই মাস পর ঋতু বদলায়, পাখির ডাক বদলায়, পশু-পাখির কলকাকলি বদলায়, বাতাসের গতি বদলায়, মানুষের মনও বদলায়, আর যা কিছু করি ভুলে যায়। ভুলে যেন না যায়, মাঝে মাঝে একটু স্মরণ করাতে হয়।’
আমেরিকায় পালিয়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক খুনিকে ফিরিয়ে আনার প্রচেষ্টার কথা জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তারা সেই খুনীকে লালনপালন করছে। তাদের কারবারই এ রকম।’
আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের ৫ম জাতীয় সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এ এম রাশেদ চৌধুরী আমেরিকায় অবস্থান করছেন। তাকে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের পক্ষ নানান চেষ্টা করা হয়েছে বিভিন্ন সময়। এখনো তা চলমান রয়েছে। বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল বলেই এই হত্যার বিচার করতে পেরেছি। কিন্তু এখনো কিছু খুনি রয়ে গেছে। আমেরিকায় এক খুনি রয়ে গেছে, তাকে ফিরিয়ে আনার জন্য আমরা বারবার চেষ্টা করছি; যেহেতু তার ফাঁসির আদেশ হয়েছে। আমেরিকা তারা সেই খুনিকে লালন পালন করছে। অবশ্য আমেরিকার কারবারই এ রকম।’
বঙ্গবন্ধুর পালিয়ে থাকা খুনীদের ফিরিয়ে আনা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘খুনিদের লালন পালন করা-একজন কানাডায়, একজন ওই আছে আমেরিকায়, আর দুইজন পাকিস্তানে। আরেকজনের খবর পাওয়া যাচ্ছে না কখনো ইন্ডিয়াতে কখনো জার্মানিতে বিভিন্ন জায়গায় মোসলেহ উদ্দিন। তারপরও আমাদের প্রচেষ্টা আছে যে পৃথিবীর যেখানেই থাক যেভাবেই হোক এদেরকে ধরে এনে এদের সাজা অবশ্যই আমরা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। সেটাই আমি চাই।’
পশ্চিমা বিশ্বের সমালোচনা করে সরকার প্রধান বলেন, ‘এখানে যেরকম একজন মাদক করবারি; বারবার মাদকসহ ধরতে গেছে পুলিশ; তার (পুলিশ) উপর হামলা করেছে, র্যাব ধরতে গেছে হামলা করেছে। ১৪টা মামলার আসামী মাদকসহ ধরা পড়ে সে। পুলিশের ওপর তার গ্রুপ গুলি করে, র্যাবের উপর গুলি করে। তারপর সেও গুলি খায় মারা যায়। তার জন্য আমাদের দেশের কিছু লোক বিভিন্ন জায়গায় তদবির করে বেড়ায়।’
শেখ হাসিনা বলেন, ‘এই মাদক কারবারি খোঁজ আনতে গিয়ে, ধরতে যেয়ে আমাদেরই একজন এয়ার ফোর্স এর অফিসারকে ড্রাগ ডিলাররা অপহরণ করে নিয়ে যায়; অত্যন্ত নির্মমভাবেই তাকে মারে, হত্যা করে। কিছুদিন আগের ঘটনা।’
বাংলাদেশের কয়েকজনের ওপর আমেরিকার নিষেধাজ্ঞার দেওয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘এ ব্যাপারে এদের কোনো উদ্বেগ নাই। মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ নাই। যারা ওই আমাদের উপর নিষেধাজ্ঞা দেয় আমেরিকা তাদেরও কোনো উদ্বেগ নাই। কারো কোনো উদ্যোগ নাই। কেমন একটা অদ্ভুত বিশ্ব পরিস্থিতি সেটাই আমার কাছে অবাক লাগে।’
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। শেখ হাসিনার বক্তব্যের সময় স্বাচিপের নেতাকর্মীরা স্লোগান দিলে তাদের থামিয়ে দেন। বলেন, ‘স্লোগানটা একটু পরে। অনেক কথা বলার, একটু বলে রাখি। শুনি, আমরা নাকি কিছুই করিনি। তাই যখন যে সেক্টরে যাচ্ছি, সেই সেক্টরে কী কাজ করেছি, একটু মানুষকে জানানো দরকার।
শেখ হাসিনা বলেন, ‘আসলে বাংলাদেশের মানুষ তো, ছয় ঋতুর দেশ। দুই মাস পর ঋতু বদলায়, পাখির ডাক বদলায়, পশু-পাখির কলকাকলি বদলায়, বাতাসের গতি বদলায়, মানুষের মনও বদলায়, আর যা কিছু করি ভুলে যায়। ভুলে যেন না যায়, মাঝে মাঝে একটু স্মরণ করাতে হয়।’
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫