নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুরান ঢাকার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, মিটফোর্ডের ঘটনা দুঃখজনক। একটা সভ্য দেশে এমন ঘটনা অকল্পনীয়।
আজ শনিবার দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে পুলিশের বিভিন্ন ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, ‘মিটফোর্ডের ঘটনাটি বড়ই দুঃখজনক। একটা সভ্য দেশে এটা অকল্পনীয় ঘটনা। আমরা জাতি হিসেবে খুব অসহিষ্ণু হয়ে গেছি। এই অসহিষ্ণুতা আমাদের সবাই মিলে কমিয়ে আনতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের নীতিনির্ধারক, অভিভাবক, শিক্ষক, চিকিৎসক সবাইকে এ বিষয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মোদ্দাকথা, এ বিষয়ে আমাদের সামাজিক সচেতনতা বাড়াতে হবে।’
গত বুধবার বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে প্রকাশ্যে কংক্রিট বোল্ডার দিয়ে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের (৩৯) শরীর ও মাথা থেঁতলে হত্যা করা হয়।
এর দুই দিন পর গতকাল শুক্রবার হত্যাকাণ্ডটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সেখানে তীব্র ক্ষোভ দেখা যায়।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, সোহাগকে যারা হত্যা করেছে, তাঁরা বিএনপির অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত।
এমন পরিস্থিতিতে গতকাল সন্ধ্যায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের চারজনকে সংগঠনগুলো থেকে আজীবন বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক জলবায়ুবিষয়ক সহসম্পাদক রজ্জব আলী (পিন্টু) ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম (লাকি), চকবাজার থানা ছাত্রদলের সদস্যসচিব অপু দাস ও স্বেচ্ছাসেবক দলের কালু ওরফে স্বেচ্ছাসেবক কালু।
সোহাগ হত্যায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে আজ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এ ঘটনায় দায়ী পাঁচজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
‘গতকাল শুক্রবার বিকেলে র্যাব অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করে। গতকাল রাতেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এ ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে ডিবির টিমও কর্মরত রয়েছে।’
আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘সবার প্রতি অনুরোধ, আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। তারা ব্যবস্থা নেবে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন কঠোর হচ্ছে না– সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর না হলে পাঁচজনকে কীভাবে গ্রেপ্তার করা হলো? তাদের দ্রুত গ্রেপ্তার করাই প্রমাণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ক্রিয় নয়। কাঠমান্ডুগামী বিমানের ঘটনায় যে নারী মিথ্যা ফোন দিয়েছিলেন, তাঁকেও ধরা হয়েছে। এমনকি যিনি তাঁকে পরামর্শ দিয়েছেন, তাঁকেও আইনের আওতায় আনা হয়েছে।
‘চাঁদপুরের ঘটনায়ও দোষীদের আইনের আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অবস্থায় মোটেও নির্লিপ্ত নয়। অনেক সময় দু-এক জায়গায় কোনো কারণে একটু হয়তো দেরি হতে পারে। তবে এটাকে বাহিনীর গাফিলতি বলা যাবে না। বেশির ভাগ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম, এসবি প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক প্রমুখ ।
এর আগে ঢাকা জেলা পুলিশ লাইনস আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়া শেষে ফোর্সের বিভিন্ন সমস্যার কথা শোনার পাশাপাশি সেসব সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
পুরান ঢাকার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, মিটফোর্ডের ঘটনা দুঃখজনক। একটা সভ্য দেশে এমন ঘটনা অকল্পনীয়।
আজ শনিবার দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে পুলিশের বিভিন্ন ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, ‘মিটফোর্ডের ঘটনাটি বড়ই দুঃখজনক। একটা সভ্য দেশে এটা অকল্পনীয় ঘটনা। আমরা জাতি হিসেবে খুব অসহিষ্ণু হয়ে গেছি। এই অসহিষ্ণুতা আমাদের সবাই মিলে কমিয়ে আনতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের নীতিনির্ধারক, অভিভাবক, শিক্ষক, চিকিৎসক সবাইকে এ বিষয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মোদ্দাকথা, এ বিষয়ে আমাদের সামাজিক সচেতনতা বাড়াতে হবে।’
গত বুধবার বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে প্রকাশ্যে কংক্রিট বোল্ডার দিয়ে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের (৩৯) শরীর ও মাথা থেঁতলে হত্যা করা হয়।
এর দুই দিন পর গতকাল শুক্রবার হত্যাকাণ্ডটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সেখানে তীব্র ক্ষোভ দেখা যায়।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, সোহাগকে যারা হত্যা করেছে, তাঁরা বিএনপির অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত।
এমন পরিস্থিতিতে গতকাল সন্ধ্যায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের চারজনকে সংগঠনগুলো থেকে আজীবন বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক জলবায়ুবিষয়ক সহসম্পাদক রজ্জব আলী (পিন্টু) ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম (লাকি), চকবাজার থানা ছাত্রদলের সদস্যসচিব অপু দাস ও স্বেচ্ছাসেবক দলের কালু ওরফে স্বেচ্ছাসেবক কালু।
সোহাগ হত্যায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে আজ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এ ঘটনায় দায়ী পাঁচজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
‘গতকাল শুক্রবার বিকেলে র্যাব অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করে। গতকাল রাতেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এ ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে ডিবির টিমও কর্মরত রয়েছে।’
আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘সবার প্রতি অনুরোধ, আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। তারা ব্যবস্থা নেবে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন কঠোর হচ্ছে না– সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর না হলে পাঁচজনকে কীভাবে গ্রেপ্তার করা হলো? তাদের দ্রুত গ্রেপ্তার করাই প্রমাণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ক্রিয় নয়। কাঠমান্ডুগামী বিমানের ঘটনায় যে নারী মিথ্যা ফোন দিয়েছিলেন, তাঁকেও ধরা হয়েছে। এমনকি যিনি তাঁকে পরামর্শ দিয়েছেন, তাঁকেও আইনের আওতায় আনা হয়েছে।
‘চাঁদপুরের ঘটনায়ও দোষীদের আইনের আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অবস্থায় মোটেও নির্লিপ্ত নয়। অনেক সময় দু-এক জায়গায় কোনো কারণে একটু হয়তো দেরি হতে পারে। তবে এটাকে বাহিনীর গাফিলতি বলা যাবে না। বেশির ভাগ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম, এসবি প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক প্রমুখ ।
এর আগে ঢাকা জেলা পুলিশ লাইনস আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়া শেষে ফোর্সের বিভিন্ন সমস্যার কথা শোনার পাশাপাশি সেসব সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৮ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৯ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৯ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৯ দিন আগে