নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বিক্ষোভের মুখে অবশেষে টিকা পাচ্ছেন প্রবাসীরা। আগামী বৃহস্পতিবার থেকে রাজধানীর সাতটি কেন্দ্রে ফাইজার–বায়োএনটেকের টিকা দেওয়া হবে তাঁদের। বিদেশে কোয়ারেন্টিন খরচ বাঁচাতেই সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
কুয়েত ও সৌদি আরবে ফাইজারের টিকাগ্রহীতাদের কোয়ারেন্টিনে থাকতে হয় না। অন্য টিকা নিয়ে গেলে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হয়। এই কোয়ারেন্টিনের ব্যবস্থা করতে প্রত্যেকের পেছনে গুনতে হয় ৭০ হাজার টাকা।
প্রবাসীদের টিকা দানে অগ্রাধিকার দেওয়ার এটাই কারণ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রবাসীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। বিদেশে কর্মরত শ্রমিকদের মধ্যে যাঁরা কুয়েত এবং সৌদি আরবে যাচ্ছেন, তাঁদের এই টিকা দেওয়া হবে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তালিকা অনুযায়ী প্রবাসীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
প্রবাসীদের টিকা দিতে নির্ধারিত কেন্দ্রগুলো হলো– ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল।
এর আগে গত ৩১ মে জাতিসংঘের উদ্যোগে গঠিত টিকা বিতরণ কর্মসূচি কোভ্যাক্স থেকে ১ লাখ ৬২০ ডোজ ফাইজার–বায়োএনটেকের টিকা দেশে আসে। পরে ২১ জুন রাজধানীর তিনটি কেন্দ্রে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে) ২৪০ জনকে পরীক্ষামূলকভাবে দেওয়া হয় এই টিকা।
দেশে টিকা প্রয়োগ শুরুর পর থেকে সময়মতো পূর্ণ ডোজ টিকা পাওয়া অনিশ্চয়তায় পড়েছিলেন প্রবাসীরা। ভারত থেকে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা আসা বন্ধ হওয়ায় তাঁদের অনেকে ফ্লাইট মিস হওয়ার পাশাপাশি বিদেশে কাজ হারানোর ঝুঁকিতে পড়েন। এর মধ্যে দেশের চীনা কোম্পানি সিনোফার্মের টিকা এলেও প্রবাসীরা অক্সফোর্ড, মডার্না, ফাইজার অথবা জনসন অ্যান্ড জনসনের টিকা পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত সরকার ফাইজারের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিল।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রবাসীদের শুধু ফাইজার নয়, মডার্নার টিকাও দেওয়া হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, দেশে যে পরিমাণ ফাইজারের টিকা আছে তা দিয়ে দেশে অবস্থানরত সব প্রবাসীকে দেওয়া সম্ভব হবে না। প্রয়োজনে মডার্নার টিকাও দেওয়া যেতে পারে।
ঢাকা: বিক্ষোভের মুখে অবশেষে টিকা পাচ্ছেন প্রবাসীরা। আগামী বৃহস্পতিবার থেকে রাজধানীর সাতটি কেন্দ্রে ফাইজার–বায়োএনটেকের টিকা দেওয়া হবে তাঁদের। বিদেশে কোয়ারেন্টিন খরচ বাঁচাতেই সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
কুয়েত ও সৌদি আরবে ফাইজারের টিকাগ্রহীতাদের কোয়ারেন্টিনে থাকতে হয় না। অন্য টিকা নিয়ে গেলে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হয়। এই কোয়ারেন্টিনের ব্যবস্থা করতে প্রত্যেকের পেছনে গুনতে হয় ৭০ হাজার টাকা।
প্রবাসীদের টিকা দানে অগ্রাধিকার দেওয়ার এটাই কারণ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রবাসীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। বিদেশে কর্মরত শ্রমিকদের মধ্যে যাঁরা কুয়েত এবং সৌদি আরবে যাচ্ছেন, তাঁদের এই টিকা দেওয়া হবে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তালিকা অনুযায়ী প্রবাসীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
প্রবাসীদের টিকা দিতে নির্ধারিত কেন্দ্রগুলো হলো– ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল।
এর আগে গত ৩১ মে জাতিসংঘের উদ্যোগে গঠিত টিকা বিতরণ কর্মসূচি কোভ্যাক্স থেকে ১ লাখ ৬২০ ডোজ ফাইজার–বায়োএনটেকের টিকা দেশে আসে। পরে ২১ জুন রাজধানীর তিনটি কেন্দ্রে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে) ২৪০ জনকে পরীক্ষামূলকভাবে দেওয়া হয় এই টিকা।
দেশে টিকা প্রয়োগ শুরুর পর থেকে সময়মতো পূর্ণ ডোজ টিকা পাওয়া অনিশ্চয়তায় পড়েছিলেন প্রবাসীরা। ভারত থেকে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা আসা বন্ধ হওয়ায় তাঁদের অনেকে ফ্লাইট মিস হওয়ার পাশাপাশি বিদেশে কাজ হারানোর ঝুঁকিতে পড়েন। এর মধ্যে দেশের চীনা কোম্পানি সিনোফার্মের টিকা এলেও প্রবাসীরা অক্সফোর্ড, মডার্না, ফাইজার অথবা জনসন অ্যান্ড জনসনের টিকা পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত সরকার ফাইজারের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিল।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রবাসীদের শুধু ফাইজার নয়, মডার্নার টিকাও দেওয়া হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, দেশে যে পরিমাণ ফাইজারের টিকা আছে তা দিয়ে দেশে অবস্থানরত সব প্রবাসীকে দেওয়া সম্ভব হবে না। প্রয়োজনে মডার্নার টিকাও দেওয়া যেতে পারে।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
২৪ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
২৪ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
২৪ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
২৪ দিন আগে