সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব বৃহৎ দল অংশগ্রহণ না করায় অসন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সেই সঙ্গে মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, বিরোধীদের প্রতিবাদ বিক্ষোভের অধিকার এবং গণতন্ত্রকে সমুন্নত রাখার ওপর জোর দিয়েছে ইইউ।
মঙ্গলবার (৯ জানুয়ারি) ইউরোপিয়ান কাউন্সিলের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন গত রোববার বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনের ঘটনাবলি বিবেচনায় নিয়েছে। সেই সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের মূল্যবোধের দ্বারা প্রতিষ্ঠিত ইইউ-বাংলাদেশের দীর্ঘমেয়াদি অংশীদারত্ব পুনর্ব্যক্ত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইইউ নির্বাচন বিশেষজ্ঞ মিশনের প্রতিবেদন ও সুপারিশগুলো জনসমক্ষে প্রকাশের ব্যাপারে কর্তৃপক্ষের সম্মত হওয়াকে স্বাগত জানিয়েছে ইউরোপের এই জোট। স্বচ্ছতা ও জবাবদিহির অভিন্ন চেতনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে, নির্বাচনে অনিয়মের অভিযোগগুলোর সময়মতো এবং পূর্ণ তদন্ত নিশ্চিত করা হোক।
ইইউ নির্বাচনকালীন সহিংসতার নিন্দা জানায় এবং নির্বাচন-পরবর্তী সহিংসতা থেকে সব পক্ষকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, যথাযথ প্রক্রিয়া এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে এই সময় এবং এর পরেও সম্মান করা ও সমুন্নত রাখার ওপর গুরুত্ব আরোপ করেছে ইইউ। এ ক্ষেত্রে, বিরোধী ব্যক্তিদের আটক অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে তারা।
রাজনৈতিক বহুত্ববাদ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক মানবাধিকারের মানকে সম্মান করতে এবং শান্তিপূর্ণ সংলাপ করার জন্য ইইউ সমস্ত অংশীজনকে জোরালোভাবে উৎসাহিত করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, গণমাধ্যম, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলো সেন্সরশিপ বা প্রতিশোধের ভয় ছাড়াই যেন তাঁদের কাজ চালিয়ে যেতে পারেন।
জিএসপি প্লাস অগ্রাধিকারমূলক বাণিজ্য প্রকল্পে বাংলাদেশের সম্ভাব্য সুবিধাপ্রাপ্তিসহ রাজনৈতিক, মানবাধিকার, বাণিজ্য এবং উন্নয়ন ক্ষেত্রে দীর্ঘস্থায়ী সম্পর্ককে চিহ্নিত করে এমন বিষয়ে অগ্রাধিকার রেখে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব বৃহৎ দল অংশগ্রহণ না করায় অসন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সেই সঙ্গে মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, বিরোধীদের প্রতিবাদ বিক্ষোভের অধিকার এবং গণতন্ত্রকে সমুন্নত রাখার ওপর জোর দিয়েছে ইইউ।
মঙ্গলবার (৯ জানুয়ারি) ইউরোপিয়ান কাউন্সিলের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন গত রোববার বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনের ঘটনাবলি বিবেচনায় নিয়েছে। সেই সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের মূল্যবোধের দ্বারা প্রতিষ্ঠিত ইইউ-বাংলাদেশের দীর্ঘমেয়াদি অংশীদারত্ব পুনর্ব্যক্ত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইইউ নির্বাচন বিশেষজ্ঞ মিশনের প্রতিবেদন ও সুপারিশগুলো জনসমক্ষে প্রকাশের ব্যাপারে কর্তৃপক্ষের সম্মত হওয়াকে স্বাগত জানিয়েছে ইউরোপের এই জোট। স্বচ্ছতা ও জবাবদিহির অভিন্ন চেতনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে, নির্বাচনে অনিয়মের অভিযোগগুলোর সময়মতো এবং পূর্ণ তদন্ত নিশ্চিত করা হোক।
ইইউ নির্বাচনকালীন সহিংসতার নিন্দা জানায় এবং নির্বাচন-পরবর্তী সহিংসতা থেকে সব পক্ষকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, যথাযথ প্রক্রিয়া এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে এই সময় এবং এর পরেও সম্মান করা ও সমুন্নত রাখার ওপর গুরুত্ব আরোপ করেছে ইইউ। এ ক্ষেত্রে, বিরোধী ব্যক্তিদের আটক অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে তারা।
রাজনৈতিক বহুত্ববাদ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক মানবাধিকারের মানকে সম্মান করতে এবং শান্তিপূর্ণ সংলাপ করার জন্য ইইউ সমস্ত অংশীজনকে জোরালোভাবে উৎসাহিত করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, গণমাধ্যম, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলো সেন্সরশিপ বা প্রতিশোধের ভয় ছাড়াই যেন তাঁদের কাজ চালিয়ে যেতে পারেন।
জিএসপি প্লাস অগ্রাধিকারমূলক বাণিজ্য প্রকল্পে বাংলাদেশের সম্ভাব্য সুবিধাপ্রাপ্তিসহ রাজনৈতিক, মানবাধিকার, বাণিজ্য এবং উন্নয়ন ক্ষেত্রে দীর্ঘস্থায়ী সম্পর্ককে চিহ্নিত করে এমন বিষয়ে অগ্রাধিকার রেখে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৯ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৯ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৯ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৯ দিন আগে