ভোটাধিকার হরণের মামলা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানার নামেও মামলা দিল বিএনপি। আজ মঙ্গলবার (২৪ জুন) শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য (মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষক সমন্বয়ক) মো. সালাহ উদ্দিন খান।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে মামলায় নাম অন্তর্ভুক্তির আবেদনে মো. সালাহ উদ্দিন খান উল্লেখ করেন, ‘২২ জুন একটি অভিযোগ করি। মামলা নম্বর ১১। অভিযোগে ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে ডামি নির্বাচন করে একইভাবে সাবেক নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা একই অপরাধ করেছেন।’
তিনি বলেন, ‘২২ তারিখের অভিযোগে বেগম রাশেদা সুলতানাকে এজাহারে অভিযুক্ত করা হয়েছিল। কিন্তু ভুলবশত কম্পিউটার টাইপ করার সময় তাঁর নামটি ছাড়া পড়েছিল। ফলে তাঁর নামটি শেরেবাংলা নগর থানার ২২ জুনের মামলা নম্বর ১১-এর মামলায় অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করা হলো।’ বেগম রাশেদা সুলতানাকে ২৫ নম্বর আসামি হিসেবে এজাহারভুক্ত করে সংশ্লিষ্ট আদালতকে অবহিত করার জন্য অনুরোধ করা হয় আবেদনে।
এর আগে গত রোববার (২২ জুন) বিতর্কিত তিনটি (দশম, একাদশ ও দ্বাদশ) জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), ১০ জন নির্বাচন কমিশনার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্তত ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি।
মামলায় আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত এই তিন সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ আনা হয়েছে। তারা সংবিধানিক দায়িত্ব পালন না করে উল্টো ভয়ভীতি দেখিয়ে জনগণের ভোট ছাড়াই নির্বাচন করে ফৌজদারি অপরাধ করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান (মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক) মামলাটি করেন।
সাবেক নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানার নামেও মামলা দিল বিএনপি। আজ মঙ্গলবার (২৪ জুন) শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য (মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষক সমন্বয়ক) মো. সালাহ উদ্দিন খান।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে মামলায় নাম অন্তর্ভুক্তির আবেদনে মো. সালাহ উদ্দিন খান উল্লেখ করেন, ‘২২ জুন একটি অভিযোগ করি। মামলা নম্বর ১১। অভিযোগে ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে ডামি নির্বাচন করে একইভাবে সাবেক নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা একই অপরাধ করেছেন।’
তিনি বলেন, ‘২২ তারিখের অভিযোগে বেগম রাশেদা সুলতানাকে এজাহারে অভিযুক্ত করা হয়েছিল। কিন্তু ভুলবশত কম্পিউটার টাইপ করার সময় তাঁর নামটি ছাড়া পড়েছিল। ফলে তাঁর নামটি শেরেবাংলা নগর থানার ২২ জুনের মামলা নম্বর ১১-এর মামলায় অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করা হলো।’ বেগম রাশেদা সুলতানাকে ২৫ নম্বর আসামি হিসেবে এজাহারভুক্ত করে সংশ্লিষ্ট আদালতকে অবহিত করার জন্য অনুরোধ করা হয় আবেদনে।
এর আগে গত রোববার (২২ জুন) বিতর্কিত তিনটি (দশম, একাদশ ও দ্বাদশ) জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), ১০ জন নির্বাচন কমিশনার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্তত ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি।
মামলায় আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত এই তিন সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ আনা হয়েছে। তারা সংবিধানিক দায়িত্ব পালন না করে উল্টো ভয়ভীতি দেখিয়ে জনগণের ভোট ছাড়াই নির্বাচন করে ফৌজদারি অপরাধ করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান (মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক) মামলাটি করেন।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৭ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৭ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৭ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৭ দিন আগে