নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নাজমুল ছাড়াও তাঁর মা, ছোট ভাই শ্বশুরসহ পাঁচজনের সম্পদের বিষয়ে নোটিশ জারি করেছে দুদক।
আজ বুধবার (৩০ জুলাই) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।
এজাহার থেকে জানা যায়, দুদকের দায়ের করা মামলায় বরখাস্ত হওয়া এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ১ কোটি ৭৫ লাখ ৪০ হাজার ৯২০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদক জানায়, সংস্থাটির অনুসন্ধানে নাজমুলের মা নাজমা বেগমের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৭ কোটি ৯৩ লাখ ৪১ হাজার টাকা এবং তাঁর নামে ৬৫ কোটি ৮০ হাজার ১০৭ টাকার ব্যাংক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
একইভাবে, নাজমুলের ছোট ভাই মো. এনামুল হোসেনের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৮ কোটি ৪২ লাখ ৭৬ হাজার টাকা এবং তাঁর ব্যাংক লেনদেনের পরিমাণ ৮৩ কোটি ৩৩ লাখ ২৩ হাজার ৩১৬ টাকা।
নাজমুলের মামাতো ভাই নিজাম উদ্দিন পান্নার নামে রয়েছে ৭০ লাখ ৮০ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পদ এবং ২৬ কোটি ৩১ লাখ ৯৯ হাজার ৮১৫ টাকার ব্যাংক লেনদেন।
অন্যদিকে, নাজমুলের শ্বশুর এ কে এম ছায়াদাত হোসেন বকুলের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৬ কোটি ২২ লাখ টাকা এবং ব্যাংক লেনদেন ৬৬ কোটি ১৫ লাখ ১০ হাজার ৯০৮ টাকা।
শ্বশুরের ব্যবসায়িক অংশীদার মো. মোস্তফা খানের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৪ কোটি টাকা এবং তাঁর ব্যাংক লেনদেন ১২০ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ৮১৮ টাকা।
দুদক সূত্র জানায়, নাজমুল হাসানের পরিবারের পাঁচ সদস্য ও আত্মীয়ের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে। তারা প্রত্যেকেই নাজমুলের অর্জিত সম্পদ ভোগদখলে রেখেছেন এবং তাঁদের ব্যাংক লেনদেন অস্বাভাবিক বলে মনে হচ্ছে।
গত ১০ মার্চ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী জোনের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ ও তাঁর স্ত্রী সাদিয়া আইনুন নিশাতের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নাজমুল ছাড়াও তাঁর মা, ছোট ভাই শ্বশুরসহ পাঁচজনের সম্পদের বিষয়ে নোটিশ জারি করেছে দুদক।
আজ বুধবার (৩০ জুলাই) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।
এজাহার থেকে জানা যায়, দুদকের দায়ের করা মামলায় বরখাস্ত হওয়া এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ১ কোটি ৭৫ লাখ ৪০ হাজার ৯২০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদক জানায়, সংস্থাটির অনুসন্ধানে নাজমুলের মা নাজমা বেগমের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৭ কোটি ৯৩ লাখ ৪১ হাজার টাকা এবং তাঁর নামে ৬৫ কোটি ৮০ হাজার ১০৭ টাকার ব্যাংক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
একইভাবে, নাজমুলের ছোট ভাই মো. এনামুল হোসেনের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৮ কোটি ৪২ লাখ ৭৬ হাজার টাকা এবং তাঁর ব্যাংক লেনদেনের পরিমাণ ৮৩ কোটি ৩৩ লাখ ২৩ হাজার ৩১৬ টাকা।
নাজমুলের মামাতো ভাই নিজাম উদ্দিন পান্নার নামে রয়েছে ৭০ লাখ ৮০ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পদ এবং ২৬ কোটি ৩১ লাখ ৯৯ হাজার ৮১৫ টাকার ব্যাংক লেনদেন।
অন্যদিকে, নাজমুলের শ্বশুর এ কে এম ছায়াদাত হোসেন বকুলের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৬ কোটি ২২ লাখ টাকা এবং ব্যাংক লেনদেন ৬৬ কোটি ১৫ লাখ ১০ হাজার ৯০৮ টাকা।
শ্বশুরের ব্যবসায়িক অংশীদার মো. মোস্তফা খানের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৪ কোটি টাকা এবং তাঁর ব্যাংক লেনদেন ১২০ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ৮১৮ টাকা।
দুদক সূত্র জানায়, নাজমুল হাসানের পরিবারের পাঁচ সদস্য ও আত্মীয়ের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে। তারা প্রত্যেকেই নাজমুলের অর্জিত সম্পদ ভোগদখলে রেখেছেন এবং তাঁদের ব্যাংক লেনদেন অস্বাভাবিক বলে মনে হচ্ছে।
গত ১০ মার্চ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী জোনের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ ও তাঁর স্ত্রী সাদিয়া আইনুন নিশাতের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৮ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৮ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৮ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৮ দিন আগে