বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় খেদ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। তবে এই নির্বাচনে লাখো ভোটারের ভোট দেওয়ার বিষয়টি স্বাগত জানিয়েছে দেশটি। আজ স্থানীয় সময় বুধবার দেশটির পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ৭ জানুয়ারি বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার ফলাফল লক্ষ্য করেছে অস্ট্রেলিয়া।’ দেশটি বলেছে, তারা ভোটের দিন লাখো ভোটারের ভোটাধিকার প্রয়োগের বিষয়টিকে স্বাগত জানায়। তবে বিরোধী দলবিহীন যে পরিস্থিতিতে নির্বাচন হয়েছে, তা নিয়ে অস্ট্রেলিয়ার খেদ রয়েছে। দেশটি বলেছে, ‘এটা দুঃখজনক যে, নির্বাচন এমন একটি পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, যেখানে সব অংশীদার অর্থপূর্ণ ও উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ করতে পারেনি।’
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু হিসেবে অস্ট্রেলিয়া নির্বাচনের আগে ঘটে যাওয়া সহিংসতা ও রাজনৈতিক বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়ে উদ্বিগ্ন। অস্ট্রেলিয়া ধারাবাহিকভাবে বাংলাদেশের কাছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরেছে।’
বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশ সরকারকে তার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য অগ্রাধিকার দেওয়ার অনুরোধ করছে, যা মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন ও উন্নয়নকে দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করায়।
বিবৃতিতে অস্ট্রেলিয়া ঘনিষ্ঠ অংশীদার হিসেবে একটি উন্মুক্ত, স্থিতিশীল, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক অঞ্চল গঠনের সাধারণ লক্ষ্য অর্জনে বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় খেদ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। তবে এই নির্বাচনে লাখো ভোটারের ভোট দেওয়ার বিষয়টি স্বাগত জানিয়েছে দেশটি। আজ স্থানীয় সময় বুধবার দেশটির পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ৭ জানুয়ারি বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার ফলাফল লক্ষ্য করেছে অস্ট্রেলিয়া।’ দেশটি বলেছে, তারা ভোটের দিন লাখো ভোটারের ভোটাধিকার প্রয়োগের বিষয়টিকে স্বাগত জানায়। তবে বিরোধী দলবিহীন যে পরিস্থিতিতে নির্বাচন হয়েছে, তা নিয়ে অস্ট্রেলিয়ার খেদ রয়েছে। দেশটি বলেছে, ‘এটা দুঃখজনক যে, নির্বাচন এমন একটি পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, যেখানে সব অংশীদার অর্থপূর্ণ ও উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ করতে পারেনি।’
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু হিসেবে অস্ট্রেলিয়া নির্বাচনের আগে ঘটে যাওয়া সহিংসতা ও রাজনৈতিক বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়ে উদ্বিগ্ন। অস্ট্রেলিয়া ধারাবাহিকভাবে বাংলাদেশের কাছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরেছে।’
বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশ সরকারকে তার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য অগ্রাধিকার দেওয়ার অনুরোধ করছে, যা মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন ও উন্নয়নকে দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করায়।
বিবৃতিতে অস্ট্রেলিয়া ঘনিষ্ঠ অংশীদার হিসেবে একটি উন্মুক্ত, স্থিতিশীল, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক অঞ্চল গঠনের সাধারণ লক্ষ্য অর্জনে বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫