নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে ধীরে ধীরে কমে আসছে করোনার প্রকোপ। এতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করলেও ডেঙ্গু নিয়ে দেখা দিয়েছে ভীতি। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৩০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পাঠানো প্রতিবেদন বিশ্লেষণে এই তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩০৭ জন রোগীর মধ্যে ঢাকার ২৪৪ জন এবং ঢাকার বাইরের ৬৩ জন রয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে ঢাকার ছিলেন ২৩৩ জন এবং ঢাকার বাইরের ছিলেন ৫৬ জন।
উল্লেখ্য, ডেঙ্গুতে আক্রান্ত বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি আছেন ১ হাজার ২৯১ জন এবং ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ভর্তি আছেন ১ হাজার ৯২ জন। ঢাকার বাইরে ভর্তি আছে ১৯৯ জন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৪৬ জন, ঢাকা শিশু হাসপাতালের ৫ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, মুগদা জেনারেল হাসপাতালে ৯ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৭ জন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫ জনসহ মোট ৮৮ সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি আছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট ১৪ হাজার ৮৩১ জন। এ সময় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৮৩ জন। শুধু চলতি মাসের প্রথম ১৫ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৪৭৫ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৭ জনের।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার আজকের পত্রিকাকে বলেন, 'চলতি মাসের শুরুতে চারটি প্যারামিটার অনুযায়ী ডেঙ্গুর প্রকোপ সম্পর্কে মন্তব্য কথা হয়েছিল। কিন্তু ১৫ তারিখের পরও প্যারামিটারগুলো একই অবস্থানে রয়েছে। বিশেষ করে বৃষ্টিপাত এখনো হচ্ছে। আর্দ্রতা ও এডিস মশার ঘনত্ব সবই আগের মতো রয়েছে। কাজেই ডেঙ্গুর প্রকোপ এই মুহূর্তে কমার সম্ভাবনা নেই।'
দেশে ধীরে ধীরে কমে আসছে করোনার প্রকোপ। এতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করলেও ডেঙ্গু নিয়ে দেখা দিয়েছে ভীতি। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৩০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পাঠানো প্রতিবেদন বিশ্লেষণে এই তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩০৭ জন রোগীর মধ্যে ঢাকার ২৪৪ জন এবং ঢাকার বাইরের ৬৩ জন রয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে ঢাকার ছিলেন ২৩৩ জন এবং ঢাকার বাইরের ছিলেন ৫৬ জন।
উল্লেখ্য, ডেঙ্গুতে আক্রান্ত বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি আছেন ১ হাজার ২৯১ জন এবং ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ভর্তি আছেন ১ হাজার ৯২ জন। ঢাকার বাইরে ভর্তি আছে ১৯৯ জন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৪৬ জন, ঢাকা শিশু হাসপাতালের ৫ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, মুগদা জেনারেল হাসপাতালে ৯ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৭ জন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫ জনসহ মোট ৮৮ সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি আছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট ১৪ হাজার ৮৩১ জন। এ সময় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৮৩ জন। শুধু চলতি মাসের প্রথম ১৫ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৪৭৫ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৭ জনের।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার আজকের পত্রিকাকে বলেন, 'চলতি মাসের শুরুতে চারটি প্যারামিটার অনুযায়ী ডেঙ্গুর প্রকোপ সম্পর্কে মন্তব্য কথা হয়েছিল। কিন্তু ১৫ তারিখের পরও প্যারামিটারগুলো একই অবস্থানে রয়েছে। বিশেষ করে বৃষ্টিপাত এখনো হচ্ছে। আর্দ্রতা ও এডিস মশার ঘনত্ব সবই আগের মতো রয়েছে। কাজেই ডেঙ্গুর প্রকোপ এই মুহূর্তে কমার সম্ভাবনা নেই।'
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫