অনলাইন ডেস্ক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের আলোকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।
রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, এটা কি সম্ভব? প্রধান উপদেষ্টাও বলে দিয়েছেন এটা নির্বাচন কমিশনের এখতিয়ার—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘প্রধান উপদেষ্টা মহোদয় তো ঘোষণা দিয়েছেনই যে মিনিমাম সংস্কার করা হলে ২০২৫ সালের শেষের দিকে। আর সংস্কার যদি সত্যিকার অর্থে করতে হয়, তাহলে পরের বছরের (২০২৬) জুন মাস এসে যাবে। আমরা ওনার বক্তব্যের আলোকে প্রস্তুতি নিয়ে রাখছি, সেটা যখনই হোক না কেন।’
সংস্কার কমিশনের প্রধানের সঙ্গে বৈঠকের বিষয়ে সিইসি বলেন, ‘আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছে যে ওনারা তো সংস্কার কমিশনের প্রতিবেদন খুবই শিগগিরই দিয়ে দেবেন। তো আমাদের কোনো সুপারিশ বা বক্তব্য আছে কি না তা জানতে চেয়েছেন। আমরা বিভিন্ন বিষয়ে যেটা অনুভব করছি সেগুলো জানিয়েছি।’
কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে নাসির উদ্দিন বলেন, ‘সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ-সংক্রান্ত কিছু বিষয় আছে, ভোটার তালিকা-সংক্রান্ত কিছু বিষয় আছে। এ ছাড়া যেগুলো নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলোর বিষয়ে আমাদের কিছু সুপারিশ থাকবে। ওনারা সুপারিশ করুক আর না করুক, আমাদের তা অ্যাড্রেস করতে হবে। তা না হলে আমরা সীমানা পুনর্নির্ধারণ করতে পারছি না। ভোটার তালিকায় যেহেতু যুবকদের আনতে চাই, সেহেতু এখানেও কিছু পরিবর্তন আনতে হবে। আমরা তাদের বিষয়গুলো জানতে চাইনি। আমাদের কী প্রয়োজন সেগুলো বলেছি।’
বৈঠকের বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে দেওয়ার চেষ্টা করবো, তা নাহলে জানুয়ারির ৩ তারিখের মধ্যে দিয়ে দেব।
সাক্ষাতের বিষয়ে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সংস্কার কমিশনের প্রধান হিসেবে ওনাদের কাছে জানতে চেয়েছি ওনাদের কোনো প্রস্তাব আছে কি না।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের আলোকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।
রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, এটা কি সম্ভব? প্রধান উপদেষ্টাও বলে দিয়েছেন এটা নির্বাচন কমিশনের এখতিয়ার—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘প্রধান উপদেষ্টা মহোদয় তো ঘোষণা দিয়েছেনই যে মিনিমাম সংস্কার করা হলে ২০২৫ সালের শেষের দিকে। আর সংস্কার যদি সত্যিকার অর্থে করতে হয়, তাহলে পরের বছরের (২০২৬) জুন মাস এসে যাবে। আমরা ওনার বক্তব্যের আলোকে প্রস্তুতি নিয়ে রাখছি, সেটা যখনই হোক না কেন।’
সংস্কার কমিশনের প্রধানের সঙ্গে বৈঠকের বিষয়ে সিইসি বলেন, ‘আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছে যে ওনারা তো সংস্কার কমিশনের প্রতিবেদন খুবই শিগগিরই দিয়ে দেবেন। তো আমাদের কোনো সুপারিশ বা বক্তব্য আছে কি না তা জানতে চেয়েছেন। আমরা বিভিন্ন বিষয়ে যেটা অনুভব করছি সেগুলো জানিয়েছি।’
কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে নাসির উদ্দিন বলেন, ‘সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ-সংক্রান্ত কিছু বিষয় আছে, ভোটার তালিকা-সংক্রান্ত কিছু বিষয় আছে। এ ছাড়া যেগুলো নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলোর বিষয়ে আমাদের কিছু সুপারিশ থাকবে। ওনারা সুপারিশ করুক আর না করুক, আমাদের তা অ্যাড্রেস করতে হবে। তা না হলে আমরা সীমানা পুনর্নির্ধারণ করতে পারছি না। ভোটার তালিকায় যেহেতু যুবকদের আনতে চাই, সেহেতু এখানেও কিছু পরিবর্তন আনতে হবে। আমরা তাদের বিষয়গুলো জানতে চাইনি। আমাদের কী প্রয়োজন সেগুলো বলেছি।’
বৈঠকের বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে দেওয়ার চেষ্টা করবো, তা নাহলে জানুয়ারির ৩ তারিখের মধ্যে দিয়ে দেব।
সাক্ষাতের বিষয়ে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সংস্কার কমিশনের প্রধান হিসেবে ওনাদের কাছে জানতে চেয়েছি ওনাদের কোনো প্রস্তাব আছে কি না।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৮ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৯ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৯ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৯ দিন আগে