অর্চি হক, ঢাকা
‘ডিজি অফিস মন্ত্রণালয়ে পাঠায়, মন্ত্রণালয় ডিজিতে পাঠায়। সারা দিন বসে থেকেও কর্মকর্তাদের দেখা পাই না। আমাদের সঙ্গে সবাই ছলচাতুরি করছে। এই অফিস সেই ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত।’ কথাগুলো বলছিলেন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগপ্রত্যাশী উত্তম কুমার।
গত বছর ১৪ মে জরুরি ভিত্তিতে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশনার দেড় মাস পর ২৯ জুন ১ হাজার ২০০ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর পেরিয়ে গেছে এক বছরেরও বেশি সময়। লিখিত-মৌখিক সব ধরনের পরীক্ষাও নেওয়া হয়ে গেছে। কিন্তু সেই নিয়োগ এখনো সম্পন্ন হয়নি।
নিয়োগের ফল প্রকাশের দাবিতে গত মার্চ থেকে দফায় দফায় আবেদন ও আন্দোলন করে আসছেন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বাস্তবায়ন কমিটি। গত ৯ আগস্ট স্বাস্থ্য ডিজি খুরশীদ আলম তাঁদের আশ্বাস দেন যে ১ সেপ্টেম্বরের মধ্যে এই নিয়োগের সুরাহার ব্যবস্থা করা হবে। কিন্তু সেই দিনটিও গতকাল কোনো সুরাহা ছাড়াই চলে গেল।
প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনার পরেও নিয়োগ আটকে থাকা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর দায় চাপাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে। আর স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের ব্যাপার, এখানে তাদের দায় নেই। কিন্তু সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যা জানা গেল, তাতে দেখা যাচ্ছে নিয়োগ আটকে থাকার দায় এড়াতে পারেন না কেউই। এমনকি এই দুই অফিসের কিছু কর্মকর্তার যোগসাজশেই নিয়োগপ্রক্রিয়া আটকে রাখা হয়েছে, এমন অভিযোগও পাওয়া গেল।
গত বছরের ১২, ১৮ ও ১৯ ডিসেম্বর মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২৩ হাজার ৫২২ জন চাকরিপ্রার্থী। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গত ২২ ফেব্রুয়ারি শেষ হয়। লিখিত পরীক্ষার পরপরই নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ উঠতে শুরু করে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা হলে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়োগ দুর্নীতি তদন্তে একটি কমিটি গঠন করে। এরপর থেকে আটকে গেছে সবকিছু।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, ‘আমার কাছে এটার কোনো তথ্য নেই। মন্ত্রণালয় জানে এটার কী হবে। যত দূর শুনেছি তদন্ত কমিটি মন্ত্রণালয়ে একটা প্রতিবেদন দিয়েছে। সেটা পর্যালোচনা করে মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবে, আমরা সেটাই করব।’
এ বিষয়ে জানতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। খুদেবার্তারও কোনো উত্তর দেননি তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মুহিবুর রহমান বললেন, ‘এই নিয়োগের সবকিছু ডিজি অফিস জানে। আমরা এটা বলতে পারব না।’ তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে স্বাস্থ্যের ডিজিকে নিয়োগের ব্যাপারে সব সিদ্ধান্ত নিতে বলে দেওয়া হয়েছে। কিন্তু লিখিত কোনো নির্দেশনা তিনি পাননি।
মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ আটকে থাকা প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক ডা. বে-নজির আহমেদ বলেন, যখন মন্ত্রণালয়ের কেউ অভিযুক্ত হয়, তাঁকে বাঁচিয়ে দেওয়ার খুব সহজ এবং কার্যকরী একটি পথ হলো প্রক্রিয়াটা আটকে রাখা। দীর্ঘদিন আটকে থাকার পর যখন মানুষ এটা ভুলে যাবে, তখন নিজেদের ইচ্ছামতো আবার এটা শুরু করা যাবে।
প্রবীণ এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আরও বলেন, নিয়োগে দুর্নীতি হলে নিয়োগ আটকে রাখাটা অযৌক্তিক। টেকনোলজিস্টের অভাবে সারা দেশের করোনা পরীক্ষা বাধাগ্রস্ত হয়েছে। নির্দিষ্ট কয়েকজনের অনিয়ম দুর্নীতির কারণে পুরো দেশের মানুষ দুর্ভোগ পোহাবে এটা তো হতে পারে না।
‘ডিজি অফিস মন্ত্রণালয়ে পাঠায়, মন্ত্রণালয় ডিজিতে পাঠায়। সারা দিন বসে থেকেও কর্মকর্তাদের দেখা পাই না। আমাদের সঙ্গে সবাই ছলচাতুরি করছে। এই অফিস সেই ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত।’ কথাগুলো বলছিলেন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগপ্রত্যাশী উত্তম কুমার।
গত বছর ১৪ মে জরুরি ভিত্তিতে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশনার দেড় মাস পর ২৯ জুন ১ হাজার ২০০ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর পেরিয়ে গেছে এক বছরেরও বেশি সময়। লিখিত-মৌখিক সব ধরনের পরীক্ষাও নেওয়া হয়ে গেছে। কিন্তু সেই নিয়োগ এখনো সম্পন্ন হয়নি।
নিয়োগের ফল প্রকাশের দাবিতে গত মার্চ থেকে দফায় দফায় আবেদন ও আন্দোলন করে আসছেন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বাস্তবায়ন কমিটি। গত ৯ আগস্ট স্বাস্থ্য ডিজি খুরশীদ আলম তাঁদের আশ্বাস দেন যে ১ সেপ্টেম্বরের মধ্যে এই নিয়োগের সুরাহার ব্যবস্থা করা হবে। কিন্তু সেই দিনটিও গতকাল কোনো সুরাহা ছাড়াই চলে গেল।
প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনার পরেও নিয়োগ আটকে থাকা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর দায় চাপাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে। আর স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের ব্যাপার, এখানে তাদের দায় নেই। কিন্তু সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যা জানা গেল, তাতে দেখা যাচ্ছে নিয়োগ আটকে থাকার দায় এড়াতে পারেন না কেউই। এমনকি এই দুই অফিসের কিছু কর্মকর্তার যোগসাজশেই নিয়োগপ্রক্রিয়া আটকে রাখা হয়েছে, এমন অভিযোগও পাওয়া গেল।
গত বছরের ১২, ১৮ ও ১৯ ডিসেম্বর মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২৩ হাজার ৫২২ জন চাকরিপ্রার্থী। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গত ২২ ফেব্রুয়ারি শেষ হয়। লিখিত পরীক্ষার পরপরই নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ উঠতে শুরু করে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা হলে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়োগ দুর্নীতি তদন্তে একটি কমিটি গঠন করে। এরপর থেকে আটকে গেছে সবকিছু।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, ‘আমার কাছে এটার কোনো তথ্য নেই। মন্ত্রণালয় জানে এটার কী হবে। যত দূর শুনেছি তদন্ত কমিটি মন্ত্রণালয়ে একটা প্রতিবেদন দিয়েছে। সেটা পর্যালোচনা করে মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবে, আমরা সেটাই করব।’
এ বিষয়ে জানতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। খুদেবার্তারও কোনো উত্তর দেননি তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মুহিবুর রহমান বললেন, ‘এই নিয়োগের সবকিছু ডিজি অফিস জানে। আমরা এটা বলতে পারব না।’ তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে স্বাস্থ্যের ডিজিকে নিয়োগের ব্যাপারে সব সিদ্ধান্ত নিতে বলে দেওয়া হয়েছে। কিন্তু লিখিত কোনো নির্দেশনা তিনি পাননি।
মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ আটকে থাকা প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক ডা. বে-নজির আহমেদ বলেন, যখন মন্ত্রণালয়ের কেউ অভিযুক্ত হয়, তাঁকে বাঁচিয়ে দেওয়ার খুব সহজ এবং কার্যকরী একটি পথ হলো প্রক্রিয়াটা আটকে রাখা। দীর্ঘদিন আটকে থাকার পর যখন মানুষ এটা ভুলে যাবে, তখন নিজেদের ইচ্ছামতো আবার এটা শুরু করা যাবে।
প্রবীণ এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আরও বলেন, নিয়োগে দুর্নীতি হলে নিয়োগ আটকে রাখাটা অযৌক্তিক। টেকনোলজিস্টের অভাবে সারা দেশের করোনা পরীক্ষা বাধাগ্রস্ত হয়েছে। নির্দিষ্ট কয়েকজনের অনিয়ম দুর্নীতির কারণে পুরো দেশের মানুষ দুর্ভোগ পোহাবে এটা তো হতে পারে না।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৯ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৯ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৯ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৯ দিন আগে