নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ২০টি রাজনৈতিক দল নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) ২০২২ সালের (জানুয়ারি-ডিসেম্বর) বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব জমা দিয়েছে। নিবন্ধিত বাকি ২২টি দল হিসাব জমা দেয়নি।
হিসাব জমা না দেওয়া দলের মধ্যে ড. কামাল হোসেনের গণফোরাম, বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ, আ স ম আব্দুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডি রয়েছে।
হিসাব জমা দেওয়ার জন্য তারা আরও সময় চেয়ে ইসিতে আবেদন করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রাজনৈতিক দলগুলোর ২০২২ সালের আর্থিক লেনদেনের নিরীক্ষিত প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল সোমবার (৩১ জুলাই)।
এ বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘২২টি দল নির্ধারিত সময়ে আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি। তারা সবাই হিসাব দেওয়ার জন্য আরও সময় চেয়েছে। আমরা এই বিষয়ে কমিশনে নথি উপস্থাপন করব। কমিশন পরবর্তী সিদ্ধান্ত দেবে।’
ইসিতে যে ২২টি দল হিসাব জমা দেয়নি সেগুলো হলো বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল), কৃষক শ্রমিক জনতা লীগ, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, তৃণমূল বিএনপি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ।
নিবন্ধন শর্ত অনুযায়ী প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার বিধান রয়েছে। পরপর তিন বছর কোনো দল আয়-ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ হলে ইসি চাইলে সেই দলের নিবন্ধন বাতিল করতে পারে।
বর্তমানে ৪২টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে।
ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ২০টি রাজনৈতিক দল নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) ২০২২ সালের (জানুয়ারি-ডিসেম্বর) বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব জমা দিয়েছে। নিবন্ধিত বাকি ২২টি দল হিসাব জমা দেয়নি।
হিসাব জমা না দেওয়া দলের মধ্যে ড. কামাল হোসেনের গণফোরাম, বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ, আ স ম আব্দুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডি রয়েছে।
হিসাব জমা দেওয়ার জন্য তারা আরও সময় চেয়ে ইসিতে আবেদন করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রাজনৈতিক দলগুলোর ২০২২ সালের আর্থিক লেনদেনের নিরীক্ষিত প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল সোমবার (৩১ জুলাই)।
এ বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘২২টি দল নির্ধারিত সময়ে আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি। তারা সবাই হিসাব দেওয়ার জন্য আরও সময় চেয়েছে। আমরা এই বিষয়ে কমিশনে নথি উপস্থাপন করব। কমিশন পরবর্তী সিদ্ধান্ত দেবে।’
ইসিতে যে ২২টি দল হিসাব জমা দেয়নি সেগুলো হলো বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল), কৃষক শ্রমিক জনতা লীগ, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, তৃণমূল বিএনপি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ।
নিবন্ধন শর্ত অনুযায়ী প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার বিধান রয়েছে। পরপর তিন বছর কোনো দল আয়-ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ হলে ইসি চাইলে সেই দলের নিবন্ধন বাতিল করতে পারে।
বর্তমানে ৪২টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫