নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রোববার (৫ জুন) থেকে শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের ১৮ তম তথা বাজেট অধিবেশন। আগামী বৃহস্পতিবার (৯ জুন) ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ হবে। করোনা পরবর্তীতে সময়ে এবারের অধিবেশন আগামী ৫ জুলাই পর্যন্ত চলতে পারে।
এদিন বিকেল ৫টা থেকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন বসার কথা রয়েছে। এর আগে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৮ মে এ অধিবেশন আহ্বান করেন।
এ অধিবেশনে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট পেশ ও পাস করা হবে। আগামী বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করবেন। বাজেট নিয়ে দীর্ঘ আলোচনা শেষে আগামী ২৯ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রীর বাজেট সমাপনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ৩০ জুন পাস করা হবে চলতি অর্থবছরের বাজেট। তবে, এরপরও কয়েক দিন আলোচনা চলতে পারে বলে জানা গেছে।
অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হবে। পরে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতে মৃত্যুতে শোক প্রস্তাব আনা হবে। নিয়ম অনুযায়ী বাজেট অধিবেশন দীর্ঘ হয়ে থাকে। সব দলের সংসদ সদস্যরা যাতে বাজেট আলোচনায় অংশ নিতে পারেন তা নিশ্চিত করা হবে। বাজেট ছাড়াও পাসের অপেক্ষায় থাকা ১০টি বিলের মধ্যে বেশ কয়েকটি পাস হবে বলেও জানিয়েছেন প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী।
সংসদের গত অধিবেশনে বহুল আলোচিত গণমাধ্যম কর্মী বিল জাতীয় সংসদে উপস্থাপন করা। পরে বিলটির ওপর ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পাঠানো হয়। বিলটি চলতি অধিবেশনে পাসের জন্য সংসদে ওঠানো হবে কি-না তা আজকের কার্য-উপদেষ্টা বৈঠকে চূড়ান্ত করা হবে বলে জানান প্রধান হুইপ।
একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন গত ২৮ মার্চে শুরু হয়ে চলে ৬ এপ্রিল পর্যন্ত। ৮ কার্যদিবসের অধিবেশনে ১০টি স্থায়ী কমিটির প্রতিবেদন উপস্থাপিত হয়। এ ছাড়া, জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধির আওতায় আনীত প্রস্তাব (সাধারণ) এর ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য শাজাহান খান এ প্রস্তাবটি উত্থাপন করেন।
রোববার (৫ জুন) থেকে শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের ১৮ তম তথা বাজেট অধিবেশন। আগামী বৃহস্পতিবার (৯ জুন) ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ হবে। করোনা পরবর্তীতে সময়ে এবারের অধিবেশন আগামী ৫ জুলাই পর্যন্ত চলতে পারে।
এদিন বিকেল ৫টা থেকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন বসার কথা রয়েছে। এর আগে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৮ মে এ অধিবেশন আহ্বান করেন।
এ অধিবেশনে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট পেশ ও পাস করা হবে। আগামী বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করবেন। বাজেট নিয়ে দীর্ঘ আলোচনা শেষে আগামী ২৯ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রীর বাজেট সমাপনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ৩০ জুন পাস করা হবে চলতি অর্থবছরের বাজেট। তবে, এরপরও কয়েক দিন আলোচনা চলতে পারে বলে জানা গেছে।
অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হবে। পরে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতে মৃত্যুতে শোক প্রস্তাব আনা হবে। নিয়ম অনুযায়ী বাজেট অধিবেশন দীর্ঘ হয়ে থাকে। সব দলের সংসদ সদস্যরা যাতে বাজেট আলোচনায় অংশ নিতে পারেন তা নিশ্চিত করা হবে। বাজেট ছাড়াও পাসের অপেক্ষায় থাকা ১০টি বিলের মধ্যে বেশ কয়েকটি পাস হবে বলেও জানিয়েছেন প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী।
সংসদের গত অধিবেশনে বহুল আলোচিত গণমাধ্যম কর্মী বিল জাতীয় সংসদে উপস্থাপন করা। পরে বিলটির ওপর ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পাঠানো হয়। বিলটি চলতি অধিবেশনে পাসের জন্য সংসদে ওঠানো হবে কি-না তা আজকের কার্য-উপদেষ্টা বৈঠকে চূড়ান্ত করা হবে বলে জানান প্রধান হুইপ।
একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন গত ২৮ মার্চে শুরু হয়ে চলে ৬ এপ্রিল পর্যন্ত। ৮ কার্যদিবসের অধিবেশনে ১০টি স্থায়ী কমিটির প্রতিবেদন উপস্থাপিত হয়। এ ছাড়া, জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধির আওতায় আনীত প্রস্তাব (সাধারণ) এর ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য শাজাহান খান এ প্রস্তাবটি উত্থাপন করেন।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
২২ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
২২ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
২২ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
২২ দিন আগে