Ajker Patrika

একদিনে রেকর্ড ১৯৬ ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৯: ৫৬
একদিনে রেকর্ড ১৯৬ ডেঙ্গু রোগী ভর্তি

দেশে ডেঙ্গু পরিস্থিত প্রতিদিনই খারাপের দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রেকর্ড ১৯৬ জন। এদের মধ্যে ১৯৪ জনই ঢাকার। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৯৬ জন। আগের ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছিল ১৭০ জন। যাদের মধ্যে ১৬৪ জনই রাজধানীর ছিল। 
 
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র দেখা গেছে। গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত আট মাসে রোগী ভর্তি হয়েছিল ৪০৯ জন। আর চলতি মাসের ৩১ দিনে রোগী ভর্তি হয় ২ হাজার ২৮৬ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারিতে দেশে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭১ জন। আর চলতি মাসের ৩১ দিনে ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হন ২ হাজার ৬৫৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৮৭৭ জন। দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৭৭৭ জন। এদের মধ্যে রাজধানীর ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৭৪৭ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ৩০ জন। 

দেশের ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকার দুই সিটি করপোরেশন। প্রতিদিনই অভিযান চালাচ্ছে এডিসের লার্ভা শনাক্ত করতে। এতে জেল–জরিমানাও করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর সার্ভে সপ্তাহ শুরু করেছে। দেশের সরকারি হাসপাতালগুলোতে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত